বদ্ধঘরের কোণে আষ্টেপৃষ্ঠে খাটের উপর
এলোমেলো চাদরে বসে থাকা তার-
একাকী আনমনে।
স্মৃতিময় আলুথালু আবেগ দিয়ে বানানো নীল ঘুড়িটা
মেঝেতে করছে নাচানাচি;
একবার এদিকে আরেকবার ওদিকে।
কানে বাজে বাতাসের অবিরাম শোঁ শোঁ শব্দ;
মনে করিয়ে দেয়-
ক্ষণিক বিচরণতার মুমূর্ষ আহাজারী।
পলকহীন চোখে শুন্যতার নীল আকাশ,
খোলা জানালার পাশে এসে বসেছে বিরহী কাঁক।
দু’জনায় কথোপকথনে দোদুল্যমান একগুচ্ছ মধুমালতী;
ভালোবাসার নিবিড় আলিঙ্গনে-
ইচ্ছেরা খেলাকরে প্রজাপতির নীল ডানায়।
উন্নাসিকতায় মত্ত মাতাল পথিক,
আজ মোহাচ্ছন্ন বাসি চন্দনের ঘ্রাণে ।
ঐ যে দূরের মাঠে আনমনে হেঁটেবেড়ানো মনোহারিণী;
কি গ্রীষ্ম, কি বর্ষায়…
অনিয়মের বেড়াজালে নিজেকে করেছে আবদ্ধ।
পার্থক্য শুধু ক’খানা মরচেধরা শিক;
আড়চোখে খেলাকরে কত অধরা স্বপ্নের ফানুস।
ছুঁয়ে দেবে কি হাতখানি হে বিরহী?
বড্ড একা লাগে আজ;
ছুটি কাটানো সাম্পানওয়ালাকে দিও নিমন্ত্রণ।
তাকে বোলো- বন্দি আছি আমিও নিয়মহীনতায়,
একটিবার যেন এসে করে কৃতার্থ।
জানালার এপাশে ম্রিয়মাণ তরুণ,
চেয়ে থাকে চাতক পাখির মতন।
হাঁটুর ভাঁজে চোখ বেয়ে গড়িয়ে পড়া নোনা জল-
শুকিয়ে চটচট করে।
হয়তো আসবে, হয়তো আসবেনা…।
অঘুমে অনিদ্রায়, নিঃশ্চুপ নিস্তব্ধতা করে তোলে তন্দ্রাচ্ছন্ন।
অনিশ্চয়তার আবডালে প্রষ্ফুটিত ভোরের আলো;
মনে করিয়ে দেয়- “আজ ঈদ”।
মৃদু লয়ে কানে অবিরাম বেজে চলেছে ঘড়ির কাঁটা- টিক টিক টিক…
২০টি মন্তব্য
জিসান শা ইকরাম
বুঝলাম, একা ঈদ করছেন
তাই এমন বিরহ 🙂
বিরহ কাব্য ভালো হয়েছে।
তৌহিদ
অনেক বছর পর একা একা ঈদ করলাম ভাই। সেই যে নামাজ পড়ে ঘরে ঢুকেছি আর বের হইনি। ইচ্ছে করেনি।
আসলে কারও অভ্যস্ততা খুব বাজে জিনিস। ধন্যবাদ জানবেন ভাই।
জিসান শা ইকরাম
হ্যা ভাই, অভ্যস্থতা হয়ে গেলে এর বাইরে গেলেই এক অসীম শূন্যতা এসে গ্রাস করে।
শুভ কামনা।
শামীম চৌধুরী
খুব ভালো লাগলো ভাইয়া।
ঈদ মুবারক।
তৌহিদ
ধন্যবাদ জানবেন ভাইয়া। ঈদ মোবারক।
সঞ্জয় মালাকার
অসংখ্য ভালো লেগেছে
ঈদ মোবারক ভাইয়া।
তৌহিদ
ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। শুভেচ্ছা জানবেন। ঈদ মোবারক।
সঞ্জয় মালাকার
🌹🌹🌹
রেহানা বীথি
অপূর্ব লিখলেন
তৌহিদ
গুনী পাঠকের এটুকু প্রশংসাতেই আমার উৎসাহ বেড়ে গেলো।
ধন্যবাদ জানবেন।
মনির হোসেন মমি
চমৎকার বিরহী কাব্য।ঈদ শুভেচ্ছা।
তৌহিদ
ঈদ মোবারক ভাইটু🌹🌹
ছাইরাছ হেলাল
ঈদে দেখছি লোনা জলের থৈ থৈ বৃষ্টি নামিয়ে আনলেন!!
আহা চাতক এবার পানি বিনে মরেই না যায়!!
আহা ঈদ!! অহো ঈদ।
বিরহ মাত্রা ছাড়ালে কিন্তু সমস্যা আছে।
তবুও ঈদে ঈদের কথা বলি/ভাবিও।
তৌহিদ
এবারের ঈদ পানসে হয়ে গেলো। প্রিয়জন কাছে না থাকলে এমনই হয়। সেই যে নামাজ পড়ে এসে ঘরে ঢুকেছি আর বের হইনি। বিরহ ব্যথা প্রকট ☺☺
মোঃ মজিবর রহমান
একাকিত্ব ঈদ বিরহ কাব্য। অসাধারণ হয়েছে ভাবিহীন ঈদ দুখকথা মনে পড়ে একাকিত্ব। তাড়াতাড়ি ঘরে আনুন। শুভেচ্ছা রইল।
তৌহিদ
ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা রইলো।
আরজু মুক্তা
বিরহ না, ভাইয়া চাতক পাখির মতো প্রকৃতিতে ভাবিকে খুঁজছেন।
তৌহিদ
ঐ হলো আর কি! প্রকৃতিতে অসংখ্য ভালোলাগা আছে। সেগুলোকেই পাথেয় করে কাটিয়ে দিলাম সারাবেলা।
শুভকামনা রইলো আপু।
সাবিনা ইয়াসমিন
প্রিয় বিহনে কাটে কেমনে
একলা নিশিদিন,
প্রিয়জন হীনা সবই যে মিছে
নোনা জলের ডুব সাতারে
ফুরালো ঈদের দিন..
শুভ কামনা তৌহিদ ভাই। 🌹🌹
তৌহিদ
এবারের ঈদ পানসে গিয়েছে আপু। তবুও ভালোলাগাগুলোকে স্মৃতি করে কাটিয়ে দিয়েছি।
শুভকামনা রইলো।