জাদু’র ছবি//

বন্যা লিপি ৬ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ০১:৪০:৪১পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

আটকে বাতাস নিঃশ্বাস নেই ঘুমের ভেতর
চোখের পাতা সজাগ রেখেই উড়ে বেড়াই স্বপ্নলোক।
চাবির গোছা সামলে রেখে ঘরকে করি তালাবন্দী
আমার এমন চিত্রখানি,
রং ছাড়াই রঙেই আঁকি চিত্রখানি!
মাঠের মাঝেই পথ হারিয়ে,
পথকে চিনি পথিক সেজে।

ঘাসের বুকে নুপুর ফেলে,আপন ভোলা নুপুর পরি
কাজল ছাড়াই চোখদুটিতে মেঘের কালো আঁকতে জানি।
কাগজ ছাড়াই লিখতে জানি,খাপছাড়া সব খসড়া খানি
হাজার কথা কইতে জানি,বন্ধ করে ঠোঁটের টুঁটি।
এপিঠ ওপিঠ ভাজতে জানি,কইয়ের তেলে রকমারি
বৃষ্টি ছাড়াই ভিজতে পারি
সুরের মায়ায়  কাঁদতে জানি।

আমায় যদি দাও তুলে, খড়গ তোমার নিন্দে দিয়ে——!!
আমার যে তা খুব প্রয়োজন,ভরবো সবই আঁচল পেতে।
ভয় দেখাবার ভাবনাগুলো এবার নাহয় ভুলতে পারো
ঘরের ছবি আপন সবি,আমার না হয় আমিই থাকি।

রং ছাড়াই আঁকি আমি ভীষণ জাদুর ছবিখানি।

১জন ১জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ