আটকে বাতাস নিঃশ্বাস নেই ঘুমের ভেতর
চোখের পাতা সজাগ রেখেই উড়ে বেড়াই স্বপ্নলোক।
চাবির গোছা সামলে রেখে ঘরকে করি তালাবন্দী
আমার এমন চিত্রখানি,
রং ছাড়াই রঙেই আঁকি চিত্রখানি!
মাঠের মাঝেই পথ হারিয়ে,
পথকে চিনি পথিক সেজে।
ঘাসের বুকে নুপুর ফেলে,আপন ভোলা নুপুর পরি
কাজল ছাড়াই চোখদুটিতে মেঘের কালো আঁকতে জানি।
কাগজ ছাড়াই লিখতে জানি,খাপছাড়া সব খসড়া খানি
হাজার কথা কইতে জানি,বন্ধ করে ঠোঁটের টুঁটি।
এপিঠ ওপিঠ ভাজতে জানি,কইয়ের তেলে রকমারি
বৃষ্টি ছাড়াই ভিজতে পারি
সুরের মায়ায় কাঁদতে জানি।
আমায় যদি দাও তুলে, খড়গ তোমার নিন্দে দিয়ে——!!
আমার যে তা খুব প্রয়োজন,ভরবো সবই আঁচল পেতে।
ভয় দেখাবার ভাবনাগুলো এবার নাহয় ভুলতে পারো
ঘরের ছবি আপন সবি,আমার না হয় আমিই থাকি।
রং ছাড়াই আঁকি আমি ভীষণ জাদুর ছবিখানি।
১৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
অনেক কিছুই অজান্তে করতে জানি,
ভাবার মত করতে পারলেই পারি,
স্বপ্ন বুনি কল্পনাতেই হৃদয়ে আক্তে জানি,
মনের মতো জানলেই ভাবতে পারি।
অভুত ভাললাগা রইল আপু।
বন্যা লিপি
ভাবার মতো ভাবনারা আজন্ম সফলতার দ্বার উন্মোচনে রশ্নি ফেলে।
ভালোলাগায় ভালোলাগা রইলো।
শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
এতো এতো জানি,,
তবু কেন অজানা রয় আপন হৃদয় খানি ??
বন্যা আপনার হাতে জাদু আছে ❤❤❤❤❤
বন্যা লিপি
এত এত জানার ভেতর অজানারেই করি আপন। তাইতো থাকে শুন্য গহন।
চোখে আপনার জাদু।জাদু ভরা আপনার মন ও মনন।
শুভেচ্ছা অশেষ।
মাহমুদ আল মেহেদী
মনটাকে মানিয়ে যে নিতে পারি। অনেক সুন্দর লেখা।
বন্যা লিপি
অনেক অনেক শুভ কামনা, ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
ইশ কাজ না করেই যদি আয় করা যেতো!
অথবা না খেয়েই যদি পেট ভরে যেতো!
তাহলে কতই না ভালো হতো 🙂
ভালো লাগছে যাদুর ছবি।
শুভ কামনা।
বন্যা লিপি
গুলিয়ে ফেললে চলবে না যে!!
কৃতজ্ঞতায় ধন্যবাদ
নিরন্তর!!
তৌহিদ
কি অদ্ভুত মোহে পড়ে গেলাম আপনার লেখায় আপু। রঙ ছাড়াই আঁকি আমি ভীষণ জাদুর ছবিখানি। দারুন দারুন
বন্যা লিপি
ভালো লাগলো আপনার অনুভূতি জেনে। ভালো থাকবেন সবসময়। শুভ কামনা।
তৌহিদ
আপনিও ভালো থাকবেন আপু।
ছাইরাছ হেলাল
শব্দ-ছন্দের দারুণ প্রয়োগ
শব্দ গেথে শব্দ ছুঁড়ে
দারুণ যোগাযোগ।
বন্যা লিপি
কবি মহারাজের স্বীকৃতি পেলে ধন্য হয় লেখা। মহারাজের উচ্চারনে দারুন শব্দ অস্কারের মতো মনে করতে দোষ তো আমার নয়!!!
অবিরত শুভেচ্ছা!!!