১. যারা কাগজে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন:
• যারা কাগজে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে।
• তারপর সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ট্রেজারি চালানের মাধ্যমে নির্ধারিত ফি (জরুরি ফি ভ্যাটসহ ৩৪৫ টাকা) জমা দিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের কাছে জিডির কপি ও টাকার রশিদ জমা দিতে হবে।
যাদের ভোটার নিবন্ধনের সময় প্রদান করা নিবন্ধন স্লিপ হারিয়ে গেছে, তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি রেজিস্ট্রারে ভোটারের নাম, পরিচয়পত্র নম্বর ও ভোটারের স্বাক্ষর নিয়ে স্মার্টকার্ড দেয়া হয়। এক্ষেত্রে কোনো জিডি করতে হবে না।
৩. জাতীয় পরিচয়পত্র পাননি কিন্তু স্লিপ আছে:
যেসব ব্যক্তি জাতীয় পরিচয়পত্র পাননি কিন্তু নিবন্ধন স্লিপ আছে। তাদের মূল নিবন্ধন স্লিপসহ স্মার্টকার্ড বিতরণের নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।
৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
উপকারী পোষ্ট,
আপনি সুত্রে উল্লেখিত সাইট হতে হুবহু কপি পেষ্ট করে পোষ্ট দিয়েছেন সোনেলায়, সোনেলায় কপি পেষ্ট পোষ্ট নিষিদ্ধ।
নিজের লেখা পোষ্ট দিন,
প্রফাইলে ছবি দিন।
শুভ কামনা।
শামিম আহমেদ
দুঃখিত! আমি বুঝতে পারি নি …… পরবর্তীতে এমন হবে না। মন্তব্য করার জন্য ধন্যবাদ
মনির হোসেন মমি
উপকারী পোষ্ট। তবে বাস্তবতায় ভোগান্তিও আছে।
ইসিয়াক
উপকারী পোষ্ট। অনেক ধন্যবাদ রইলো।
শামিম আহমেদ
ধন্যবাদ
নাজমুল আহসান
অন্যের লেখা নিজের নামে মেরে দেওয়ার মাধ্যমে সোনেলায় যাত্রা শুরু করায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি।
লিংকঃ https://www.technoinfobd.com/what-to-do-if-you-lose-your-national-identity-card-2/