জাগো বাহে কুনঠে সবাই…………..
ঐ শোন দূর থেকে দৃপ্ত কণ্ঠ আসছে ভেসে
বসে থাকার মতো পর্যাপ্ত সময় এখন আমার হাতে নেই।
চারদিকে আজ বুভুক্ষ মানুষের মিছিল, রক্তে রঞ্জিত পিচঢালা পথ
সন্তান হারানো মায়ের কান্নায় ভারি হয়ে ওঠে বাংলার আকাশ
তারপরেও পিপাসা মেটে না রাক্ষুসী শকুনের
আরও তাজা রক্তের আশায় তারা তিক্ষ্ন দৃষ্টি দেয় নাদুস-নুসুদ
হয়ে বসে থাকা বোবা বাচ্চাটির দিকে।
জাগো বাহে কুনঠে সবাই…………..
জাগো বাঙ্গালী জাগো, ঘুমানোর সময় আর নেই
অধিকার কেউ কাউকে দেয় না এসো অধিকার আদায় করে নিই।
৮টি মন্তব্য
প্রজন্ম ৭১
অধিকার আদায় করেই নিতে হয় (y)
মা মাটি দেশ
(y) -{@
জিসান শা ইকরাম
জাগো বাহে কুনঠে সবাই…………..
জাগো বাঙ্গালী জাগো, ঘুমানোর
সময় আর নেই —– আসলেই নেই সময়।
খসড়া
সবাই জেগে আছে, তবে জেগে ঘুমিয়ে।
লীলাবতী
জেগে উঠতেই হবে (y) (y)
শুন্য শুন্যালয়
জাগো বাঙ্গালী জাগো …
আপনার দেশাত্ববোধক লেখা মুগ্ধ করে আমাকে…
ভালো থাকুন…
নীহারিকা
বসে দেখার সময় শেষ। জাগতে হবে। জাগাতে হবে।
নীলাঞ্জনা নীলা
আরো কতযুগ এমন আহ্বান দিতে হয় কে জানে 🙁