কবিতার শব্দেরা ভিজে যায় টুপটাপ উদাসীনতায়
কবিতার শব্দেরা ভেসে যায় বিরুদ্ধ বাতাসে,
শব্দেরা অভিমানের বিষে নীল, এ কেমন অভিমান ?
আমার এ কেমন ভয় এ কেমন হাহাকার
বুকের গভীরে খামছে থাকা যুক্তিবিহীন সংশয়?
অথচ নিশ্চুপ কুয়াশার জল জমে জমে
টুপাটাপ ঝরছে অভিমানী জল,ভালোবাসার আলো মেখে,
এতো জল ঝরে তবু পরাণ ভেজে না কেন?
তৃষা মেটেনা কেনো দুকূল ছাপানো এতোখানি ভালোবাসা দেখে ?
উৎসর্গ আমার পানকৌড়িকে
২০টি মন্তব্য
মশাই
ছবিটি অসাধারণ মানিয়েছে লেখাটির সাথে। অন্য একটি ব্লগেও আপনার লেখা আমি পড়েছি, ভাল লেখান নিঃসন্দেহে।
অথচ নিশ্চুপ কুয়াশার জল জমে জমে
টুপাটাপ ঝরছে অভিমানী জল,ভালোবাসার আলো মেখে,
এতো জল ঝরে তবু পরাণ ভেজে না কেন?
উপরের তিনটি চরনের মাঝে কোন শব্দ কি ছেড়ে গেলেন?
আগুন রঙের শিমুল
কি জানি আমি বুঝতে পারতেছিনা 🙁
সত্যি বলতে কি আমার লেখা আমি পরে যখন পড়ি তখন আমারই মনে হয় এই লাইন আমি কেমনে লিখলাম, অন্যকেউ লিখে দিছে 🙁 ঘোরঘোর লাগে 🙁
শুন্য শুন্যালয়
কবিতার শব্দরা জলের শব্দ কে ছাড়িয়ে গেছে। কবিতার শব্দেরা ভিজে যায় টুপটাপ উদাসীনতায়। উদাসীনতার ও একটা সুর হয়। কবিতায় সপ্তর্ষির সাত তারকা।
আগুন রঙের শিমুল
এবং উদাসীনতা ভয়ংকর
ছাইরাছ হেলাল
বেশি ভিজলে ঠান্ডা লাগার দায় আমরা নিতে পারব না ।
আবার বেশি পেলেও কিন্তু ‘আরও চাই’ অবস্থা হতে পারে ।
কী ঘটেছে আল্লাহ্ জানেন ! আমরা কিছুই জানি না ।
আগুন রঙের শিমুল
😀 😀 ঘটছে হ্যাঁ কিছু একটা অবশ্যই ঘটছে 😀
জিসান শা ইকরাম
কবিতার প্রশংসা করেছেন তিন কবি
একজন অকবি হয়ে এদের সামনে প্রশংসা করার ঝুকি আর নিলাম না ।
পানকৌড়িটি উড়ে যাবার সময় ছুয়ে দেয়া জলের আনন্দের আন্দোলন দেখছি আমি ।
অসাধারন লাগছে ।
অনেক ছবি দেখছি ইদানিং
এগুলো কি আপনার তোলা ?
আগুন রঙের শিমুল
জিসান দাদা
অকবি হয় নাকি ;?
আমার তোলা অল্প কিছু (যেগুলা বাজে ফটোগ্রাফি অইগুলা)
কিছু এক ছোটভাইয়ের তোলা , আর নেট থেকে নেওয়া কিছু
শিশির কনা
ভালোবাসায় তৃষ্ণা মেটেনা ভাইয়া ।
আগুন রঙের শিমুল
ভালোবাসা নির্বাণ হয় কিসে
কোন বিষে ?
ভালোবাসার নির্বাণ নেই
কিছুতেই।
লীলাবতী
কবিতা খুব কম পড়তাম । কবিতা পড়ার নেশা ধরিয়ে দিবেন মনে হচ্ছে ।
আগুন রঙের শিমুল
কবিতার নেশা কিন্ত খুব ভয়ংকর 😀
মিথুন
ছবি কবিতা দুটোই অনেক সুন্দর।
আগুন রঙের শিমুল
থ্যাঙ্কস মিথুন 🙂
বনলতা সেন
উৎসর্গ দেখলাম ,সুন্দর কবিতাও পড়লাম । কিন্তু যাকে উৎসর্গ করলেন তাকে
দেখছি না কেন ?
আগুন রঙের শিমুল
যাকে উৎসর্গ তার বোধহয় নৈবদ্য পছন্দ হয়নি 🙁
সিনথিয়া খোন্দকার
পানকৌড়ির যতদুর মনে পড়ে, কবির অভিমানের জবাব দেয়া হয়েছে। 🙂
আগুন রঙের শিমুল
কবি কিছুই বলেনি 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
আগুন রঙের শিমুল কোনো মন্তব্য দিয়েই এই লেখার প্রশংসা করে শান্তি পাবো না। কবিতাটিই সাথে করে নিয়ে গেলাম।
আগুন রঙের শিমুল
😀 ন্যান