মনের ভিতর কিলবিল করা শব্দেরা আশ্রয় খুঁজে পায় কবিতার খাতায়
বুকের নরম মিহি ঘাস গুলোর মতন
খরতাপ দগ্ধ সরু নালার জলের মতন
সাগরের মায়াবী নীল জলের মন্দিরে খুঁজে বেড়ায় আবেহায়াত !
আমিও তেমনি কনকনে শীতের জবুতবু রাতে
খুঁজে পেয়েছি তোমার উষ্ণ পরশ ! লাল গালিচার উষ্ণ সংবর্ধনা !
তাপিত হৃদয়ের যাপিত জীবন ছিল সিন্ডিকেটের চার দেয়ালে বন্দী !
এবার শব্দেরা মুক্ত বিহঙ্গের মত ডানা মেলে উড়ুক
মাটির পৃথিবী থেকে ঐ আকাশের নীল শামিয়ানায়
কিছু রক্ত চুক্সুর শ্যেন দৃষ্টি মিশে যাক যাযাবর সময়ের স্রোতে !
তোমার রাখী বন্ধনে আবদ্ধ করে নিরন্তর এঁকে যাও স্বপ্নের জলছবি
তোমার খোলা বাতায়নে সত্য,সুন্দরের ফুল গুলো প্রস্ফুটিত হউক
শীতের সোনালী রাতের নক্ষত্রের মতন
ঘাসের ডগার উপর জমে থাকা চিকচিক করা বিন্দু বিন্দু শিশিরের মতন !
আমি আছি তোমার পাশাপাশি
অহর্নিশি ছায়ার মতন !
১৪টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সুন্দর কবিতা প্রিয় ভাল লাগল।
আমি আছি তোমার পাশাপাশি
অহর্নিশি ছায়ার মতন ! -{@ জলছবি তোমায় অভিবাধন।
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা মনির ভাই । -{@
নুসরাত মৌরিন
(y) …ভাল লাগলো কবিতাটি…। -{@
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা মৌ । -{@
খসড়া
জল ছবি জলছবি তাতে কি শুধুই বিবর্নতার আঁকি বুকি ?:)
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন সুপ্রিয় খসড়া ভাই । -{@
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
ভালো লেগেছে ভাইয়া।
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জেনো মেঘ —- ।। (3 -{@
শুন্য শুন্যালয়
যুগল বন্দিতে সৃষ্টি হয়ে চলুক কবিতা, কবিতা…
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ ধন্যবাদ জানবেন ভাইয়া ! (3 -{@
জিসান শা ইকরাম
বেশ ভালো কবিতা ।
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ ধন্যবাদ জানবেন ভাইয়া . -{@ -{@
পুষ্পবতী
সুন্দর কবিতা। ভালো লাগলো।
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ ধন্যবাদ জানবেন দিদি । -{@ -{@