হ্যালোঃ রুপা?
হিমুঃ তুমি কোত্থেকে!!
আমি সেই অজানার দেশ থেকে, যেখানে থেকে কেউ কখনো ফিরে না।
তুমি কেমন আছো রুপা?
তুমি ছাড়া আর সামনে এগুতে পারছি না।।
এগুতে না পারাতো ভালো, বেশি এগুতে নেই!!
কি বলছো এসব
ঠিকই বলছি, তোমার সীমানা চাঁদনি পসর রাত পর্যন্তই।। ভালো থেকো।
হ্যালো হিমু হ্যালো হ্যালো!!!!!!
…………………………………………………………………………………………..।
আগামিকাল আমাদের হলুদ হীমুর জন্মদিন।। জন্মদিনের শুভেচ্ছা প্রিয় হিমু।। তুমি অনেক অনেক ভালো থেকো সেই অজানার দেশে। ।
আর আপনার জন্মদিনে আমার ৪লাইনের কথা দিলাম উপহারঃ
মেঘের ওপাড়ে গড়েছো
তোমার অন্ধকারের বাড়ি,
চাঁদনি পশর রাতের জোৎস্নার
সাথে দিয়েছো কেন আড়ি।
শুভ জন্মদিন হুমায়ন স্যার।
১৪টি মন্তব্য
নীলকন্ঠ জয়
শুভ জন্মদিন হুমায়ুন স্যার।
সীমান্ত উন্মাদ
স্যারের জন্য দোয়া করবেন। আপনার জন্য শুভকামনা নিরন্তর।
ছাইরাছ হেলাল
প্রিয় মানুষ ,
জন্মদিনের শুভেচ্ছা একরাশ ।
সীমান্ত উন্মাদ
আপনার জন্য শুভকামনা নিরন্তর।
মা মাটি দেশ
কে বলে তুমি নেই
মিশে আছো লক্ষ কোটি বাঙ্গালীর হৃদয়ে।
জম্ম দিনের শুভেচ্ছা।
সীমান্ত উন্মাদ
একদম ঠিক বলেছেন।
শুভকামনা নিরন্তর।
খসড়া
শুভ জন্মদিন হুমায়ুন আহমেদ।
সীমান্ত উন্মাদ
শুভকামনা নিরন্তর আপনার জন্য।
লীলাবতী
শুভ জন্মদিন প্রিয় হুমায়ুন আহমেদ স্যার -{@
সীমান্ত উন্মাদ
আপনাকে ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।
জিসান শা ইকরাম
শুভ জন্মদিন প্রিয় মানুষ , প্রিয় ব্যাক্তি হুমায়ুন আহমেদ (3
সীমান্ত উন্মাদ
সব সময় শুভকামনা নিরন্তর মামা আপনার জন্য।
শুন্য শুন্যালয়
ভাল লাগলো আপনার চার লাইন… শুভ জন্মদিন প্রিয় মানুষটাকে …
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।