জন্মদিনের শুভেচ্ছা প্রিয় হিমু।।

সীমান্ত উন্মাদ ১২ নভেম্বর ২০১৩, মঙ্গলবার, ০৭:০১:৪৪অপরাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

হ্যালোঃ রুপা?
হিমুঃ তুমি কোত্থেকে!!
আমি সেই অজানার দেশ থেকে, যেখানে থেকে কেউ কখনো ফিরে না।
তুমি কেমন আছো রুপা?
তুমি ছাড়া আর সামনে এগুতে পারছি না।।
এগুতে না পারাতো ভালো, বেশি এগুতে নেই!!
কি বলছো এসব
ঠিকই বলছি, তোমার সীমানা চাঁদনি পসর রাত পর্যন্তই।। ভালো থেকো।
হ্যালো হিমু হ্যালো হ্যালো!!!!!!
…………………………………………………………………………………………..।
আগামিকাল আমাদের হলুদ হীমুর জন্মদিন।। জন্মদিনের শুভেচ্ছা প্রিয় হিমু।। তুমি অনেক অনেক ভালো থেকো সেই অজানার দেশে। ।
আর আপনার জন্মদিনে আমার ৪লাইনের কথা দিলাম উপহারঃ

মেঘের ওপাড়ে গড়েছো
তোমার অন্ধকারের বাড়ি,
চাঁদনি পশর রাতের জোৎস্নার
সাথে দিয়েছো কেন আড়ি।

শুভ জন্মদিন হুমায়ন স্যার।

৯০৮জন ৯০৮জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ