জল, চলনা ঐ সমুদ্দুরে যাই, নদী হয়ে, ততরিয়ে তপস্বী জলদুহিতার বেশে, তেপান্তরের পথে হেঁটে হেঁটে, ঘোমটা ঘেরা গাছেদের পাতায় জিরিয়ে নিয়ে, ইরাবতী ডলফিনের পিঠ চাপড়ে খেলতে খেলতে, নবান্নের দেশের ভেসে যাওয়া পূজোর নৈবদ্যদের ঢেউয়ে ঢেউয়ে। হরিণ হৃদয়ে হতে চাই সাঁজের সমুদ্দুর, স্নিগ্ধ নবীনার বেশে উঁকি দেয় ভোর পাশ জানালা খুলে।
দুঃখিত নীল, নীল নীলাঞ্জনা……
এটি কী করে কারো হয় জন্মদিনের বিলম্বিত পোস্ট?
বুঝতেই পারিনা, সত্যি ই বলছি;
যা বলতে চাই বলতে পারিনি
যা শুনতে চাই শোনা হয়নি,
যা লিখতে চাই কিছুই লেখা হয়নি
পাওয়া হয়নি যা কিছু পেতে চাই ই।
জন্মদিনের লেখাটি ও লেখা হল না, দুঃখের সাথে জানাচ্ছি।
চোখ আছে চোখজল নেই
জল আছে নোনা জল নেই;
না মেলে রাখা চোখ ছিল
তাই দেখা হয়নি যা দেখার কথা ছিল,
চোখ ই নেই এখন,
অধরাই থেকে গেল না বলা কথার কথারা আজন্ম।
তবুও যেতে হবে দূ্র বহুদূর, বিকেলের রংজ্যোৎস্না ছুঁয়ে
পাতাফুলের পাপড়ি বিছিয়ে, ঝলমলে চাঁদের ভেলায় ভেসে ভেসে
হাতে হাত ঘ’ষে,
হে অনন্তরেখা পথ দেখাও
অন্তহীন ছায়াচ্ছন্নতার গোলক ধাঁধাঁ এড়িয়ে,
‘বন্ধুকে বলছি’
৩৯টি মন্তব্য
শুন্য শুন্যালয়
হয়না দেখা হয়না, বলা হয়না, হয়না শোনাও। সবকিছু ধরতে নেইও। বন্ধুত্ব এসবের তোয়াক্কাই করেনা কখনো। আপনারা আপনারা বুঝে নিন, কি সব পথের কথা যেন বলছেন, ভাগ্যিস এখানে সব পথ রাস্তায় রাস্তায় এরো দিয়ে দেখিয়ে দেয়া আছে। 🙂
আচ্ছা আগে বলুন, এই ইরাবতী ডলফিন কই পাবো?
ছাইরাছ হেলাল
আমাদের সুন্দরবন এলাকায় প্রচুর ইরাবতী ডলফিন দেখা যায়, যদিও ইদানিং সংখ্যাটি কমতির দিকে।
আপনার চাই বুঝি? আপনার বন্ধুকে বলুন(শত্রুকে নয়) ঠিক পৌছে দেবে দোরের গোঁড়ায়।
সহজ লেখায় ও আপনি কঠিন মন্তব্য করেন!! লেখেন কঠিন, তা না হয় এখানে টানলাম না।
নীলাঞ্জনা নীলা
এতো ভাগ্য আমার? কোথায় রাখি এতো ভালোবাসা আপনাদের? নানা বিশাল পোষ্ট আমায় নিয়ে। মজা করেছি, দুষ্টুমী করে বলেছি আর আপনি সত্যি সত্যিই লিখে ফেললেন?অনেক ভালো আমার বন্ধু ভাগ্য সবসময় জানি। আজ আপনি আরেক বন্ধু হলেন আমার। কিন্তু জানেন বন্ধুত্ত্বে “আপনি” শব্দটি যে চলেনা?
বন্ধুত্ত্বের মতো শুদ্ধতর প্রেম আর কোনো সম্পর্কে নেই। তাই নিশ্চিন্তে যাবো, ইস খুব বেড়াতে যেতে ইচ্ছে করছে ওই তেপান্তরে, ইরাবতীর ধার ঘেঁষে। তবে ইরাবতী না হোক ধানসিঁড়িতে যাবোই যাবো। নানাকে অনেক বছর আগে বলেছি। যাবেন বন্ধু আমাদের সাথে ধানসিঁড়িতে?
বন্ধু আপনার জন্যে -{@ (3
ছাইরাছ হেলাল
আরেরে, কে কার বন্ধু?? আজব!! দুষ্টুমি করে লিখছি বলে সত্যি ধরে নেবেন তা ভাবিনি।
আমি এখন শত্রু পরিবেষ্টিত, sos ঝুলছে দেখতে পাননি বুঝি?
কানপড়াদের সাথে আমি নেই।
অপরিচিতদের ‘আপনি’ বলাই রেয়াজ। বাইরে তো যেতে পারি না।
সে এলে দেখা যাবে, কথা দিতে পারি না, ঠিক ও না।
বন্ধুকেই বলছি।
নীলাঞ্জনা নীলা
ঠিক আছে ‘আপনি’ করেই বলুন। আর দুঃখিত আমার আবেগ আরোও নিয়ন্ত্রিত হওয়া উচিৎ ছিলো, কিন্তু পারিনি। আসলে কি জানেন এই স্বভাবের জন্যই অনেকে অনেক কিছু ভাবে। আদতে একটা নির্ভেজাল বন্ধুত্ত্বের জন্যেই বলেছিলাম। অন্য কোনো কারণে নয়।
নাহ কষ্ট করে যেতে হবেনা। তাও অপরিচিতদের সাথে। কি না কি হয়ে যায়!
ধন্যবাদ দেবোনা, অফুরান ভালোবাসা রইলো। 🙂 -{@
ছাইরাছ হেলাল
লেখা নিয়ে বলছি, জানি আপনি/আপনারা বেশ করেই বুঝতে পারছেন। তবুও আগ বাড়িয়ে আবার
বলছি।
‘জল’ লেখক, তাকে নীল নিজের একান্ত ভাবনার কথা বলছে। পরের অংশে লেখক নিজের
অপারাগতার কথা জানান দিয়ে বন্ধু হয়েই পথ চলার আকাঙ্খা জানাচ্ছে।
”জল, চলনা ঐ সমুদ্দুরে যাই, নদী হয়ে, ততরিয়ে তপস্বী জলদুহিতার বেশে, তেপান্তরের পথে হেঁটে হেঁটে, ঘোমটা ঘেরা গাছেদের পাতায় জিরিয়ে নিয়ে, ইরাবতী ডলফিনের পিঠ চাপড়ে খেলতে খেলতে, নবান্নের দেশের ভেসে যাওয়া পূজোর নৈবদ্যদের ঢেউয়ে ঢেউয়ে। হরিণ হৃদয়ে হতে চাই সাঁজের সমুদ্দুর, স্নিগ্ধ নবীনার বেশে উঁকি দেয় ভোর পাশ জানালা খুলে।”
পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক বন্ধুত্ব। এটি পড়ে পাওয়া যায় না। পথ চলতে চলতে যা তৈরি হয়।
সোনেলার পরিবারের আমরাও অংশ।
বন্ধুত্ব বেঁচে থাকুক বন্ধুত্বতায়।
নীলাঞ্জনা নীলা
‘বন্ধুত্ত্ব বেঁচে থাকুক বন্ধুত্বতায়।’ আপনাকেই আপনার কথা -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শুভ হউক শুদ্রতায় বন্ধুত্ত্ব -{@
ছাইরাছ হেলাল
অবশ্যই শুভ হবে বন্ধুত্ব।
ধন্যবাদ
অরুনি মায়া
নীল আপুকে নীল নীল জন্মদিনের শুভেচ্ছা। একটি নীল সপ্তাহ পেরিয়ে যাবার পর নীল নদীর নীল তীরে দাঁড়িয়ে নীল আকাশের নিচে নীল ঝরানো এক আলোকিত মূহূর্তে চিৎকার করে বলে দিলেন,,,,,,,,,,
নিলাঞ্জনা তোমাকে জন্মদিনের শুভেচ্ছাশুভেচ্ছা,,,,
ছাইরাছ হেলাল
আপনার মন্তব্য তো আমার সামান্য লেখাকে শ্বাস নিতে দিচ্ছে না।
আপনার শুভেচ্ছা পৌছে যাচ্ছে কুলে-উপকুলা।
দারুণ আপনার মন্তব্য।
অরুনি মায়া
না আগে দম নিয়ে নেন।
তারপর আমার ধন্যবাদ টাও কষ্ট করে নিয়ে নেন,,, 🙂
মেহেরী তাজ
পড়বো না এটা তো আপনার বন্ধুকে বলছেন… আমার মত পিচ্চির পড়ে কাজ নাই। :p
ছাইরাছ হেলাল
না পড়লে আপনি আপনার বন্ধুকে এর থেকেও হাজার গুন ভালো করে
লিখবেন কী করে।
এতো আপনার টিউটোরিয়াল!!! অতএব পড়তে বসুন মন দিয়ে, পরীক্ষা সামনে।
মেহেরী তাজ
পরীক্ষার কথা বলে ভয় দেখান কেনো???
পড়ছি….!
ছাইরাছ হেলাল
হা হা, ভয় নাই, পড়লেই হবে, আপনাকে লিখতে হবে তো।
আপনি তো আবার নকল-ফকল করতে পারবেন না।
মেহেরী তাজ
আমি নকলল করতে পারি না সেটা আপনি কিভাবে জানেন??? ;?
অরণ্য
“তবুও যেতে হবে দূ্র বহুদূর”। (y)
বেশি মাদকতা পেলাম এই পাঁচ শব্দে।
ছাইরাছ হেলাল
দিন শেষ খুঁজে নেব আমাদের বন্ধুদের,
সকাল বা মধ্যাহ্নের উচ্ছলতায় নয়।
মোঃ মজিবর রহমান
লিখতে পারিনা আমি পড়ে যায় সময় পেলে
কেমনে লেখেন ভাই
আমার দ্বারা লেখালেখি হয়না কেন?
-{@
ছাইরাছ হেলাল
হবে হবে হবেই ,
জিসান শা ইকরাম
জন্মদিনের শুভেচ্ছার পোষ্ট একেই বলে
বন্ধুতাকে যেতে হবে বহুদূর -{@
ছাইরাছ হেলাল
যেতে হবে দূর বহুদূর দিনান্তে।
তানজির খান
প্রিয় নীলা আপি, বন্ধু, প্রিয় ব্লগার কে নিয়ে আপনার লেখা খুব ভাল লাগলো হেলাল ভাই।
দুজনার জন্য রইলো শুভ কামনা। -{@ -{@ -{@
ছাইরাছ হেলাল
আপনার জন্যও শুভেচ্ছা রইলো।
ব্লগার সজীব
জন্মদিনের বিলম্বিত পোষ্টে যার জন্মদিন তাকে বিলম্বিত পুনঃ পুনঃ শুভেচ্ছা -{@ আপনাকেও এমন সুন্দর একটি পোষ্টের জন্য শুভেচ্ছা।বন্ধুতার জয় হোক।
ছাইরাছ হেলাল
আপনার শুভেচ্ছা তাঁকে পৌছে দিচ্ছি।
বন্ধুত্বের জীবন বাঁচুক।
মরুভূমির জলদস্যু
প্রিয় নীলাঞ্জনা নীলা আপুর জন্য রইলো প্রান ঢালা জন্ম দিনের শুভেচ্ছা।
কিছুটা রাজনৈতিক বক্তব্যের মত লাগলো :p
আন্তরিক শুভেচ্ছা আর অশেষ শুভকামনা রইলো আপু। -{@
ছাইরাছ হেলাল
ফান করছি মাত্র, বন্ধুদের সাথে , আর কিছুই না।
আপনাকেও শুভেচ্ছা।
অরুণিমা
সোনেলা ব্লগে আসলে সবার আন্তরিকতা দেখে মুগ্ধ হয়ে যাই।ইচ্ছে করে সবাইকে একদিন নেমতন্ন করে খাইয়ে দেই।
ছাইরাছ হেলাল
ভাই, সবাইকে খাইয়ে-দাইয়ে দিন অতি সত্বর সমস্যা নেই,
তবে আমাকে আগে -ভাগে একটু ব্যবস্থা করে দিয়েন।
ধন্যবাদ, আমাকে এই প্রথম পড়ার জন্য(মনে নেই আগে পড়েছেন কিনা)।
স্বপ্ন
আপনার লেখায় এই গানটিই আমার মন্তব্য -{@ https://www.youtube.com/watch?v=0TtzbBQmJQs
ছাইরাছ হেলাল
দারুণ গান, আগে শুনিনি।
নীতেশ বড়ুয়া
শুভ জন্মদিন নীলা’দি 😀 -{@ (3 😀
জন্মদিনের এমন শুভেচ্ছা জানানোর জন্যে আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা 😀 -{@ \|/ :T
ছাইরাছ হেলাল
পৌছে দিচ্ছি যথাস্থানে আপনার শুভেচ্ছা।
আপনি কৈ থাকেন আজকাল।
নীতেশ বড়ুয়া
আজকাল সোনেলাতেই আছি হেলাল ভাইয়া 😀
ছাইরাছ হেলাল
ধুর হাওয়া হয়ে যান আপনি!!
লীলাবতী
এমন পোষ্ট হলে হাজার বার জন্মদিনের শুভেচ্ছা জানানো যায়।শুভ জন্মদিন নীলাদি -{@ (3
ছাইরাছ হেলাল
এত্তোদিন পরে এসে শুভেচ্ছা দিলে তো হবে না।
এবারে কাজের ফাঁকে আমাদের সাথে থাকুন।