ব্রেকিং নিউজ
সামগ্রিক কূটচালে
ইদানিং ঈশ্বরে ভয়ানক ঈশ্বর-ভীতি দেখা গেছে,
বিশ্বস্ত সূত্রে জানা যায় –
আজকাল অস্তিত্বের সংকটেও বেশ ভুগছেন তিনি।
ব্লাড প্রেশার বেড়েছে,
চিন্তায় চিন্তায় ইনসমনিয়ায়
আক্রান্ত ঈশ্বর, ঘুমের অভাবে
কিছুটা ফ্যাসীবাদীও হয়ে পড়েছেন
বলে জানা যায় গোপন সুত্রে।
এদিকে ঈশ্বরী, অন্দরমহল ছেড়ে যাকে
এখন পর্যন্ত বহির্বিশ্বে দেখা যায়নি –
তিনিও সাংবাদিকদের কাছে জানিয়েছেন
তার উদ্বেগের কথা।
বন্ধুগণ ! আসুন…
আমরা কিছুক্ষনের জন্য
ঈশ্বরকে কারাগারে বন্দী করে
নিজেদের নিয়ে খেলাধুলা করি ।।
.
.
.
…………………
– সৌভিক দা’
০৫ ফাল্গুন ১৪১৯
——————————-
-{@ কৃতজ্ঞতা:
১. সৌভিক
২. কবিতা আশ্রম
——————————-
১১টি মন্তব্য
মর্তুজা হাসান সৈকত
সৌভিক দা’র কবিতা পড়ি আমি, ভালো লিখেন ।
বনলতা সেন
আমি এই কবির লেখা আগে পড়িনি ,
এখন পড়ে ভালো লাগল তার ঈশ্বর ভাবনা ।
আপনাকেও ধন্যবাদ এই লেখাটি এখানে দিয়েছেন বলে ।
ব্লগার সজীব
কঠিন কবিতা (y) -{@
জিসান শা ইকরাম
সর্বনাশ , এ তো দেখছি ভয়ানক চিন্তা
আমাদের মাঝে ঈশ্বর সম্পর্কে যে একটি ধারনা জন্ম নিয়েছে
যে , তিনি সব অন্ধকার থেকে মুক্ত করে আমাদের আলোতে রাখবেন , এ ধারনা টি হোঁচট খাচ্ছে আজকাল।
ভালো লেগেছে কবিতা ।
শেয়ারের জন্য ধন্যবাদ ।
ছাইরাছ হেলাল
ঈশ্বর দেখছি ভালই সমস্যায় পড়েছেন ।
প্রথম পড়েই এ কবির কবিতা ভালো লাগল ।
শিশির কনা
আজকাল অস্তিত্বের সংকটেও বেশ ভুগছেন তিনি।
ব্লাড প্রেশার বেড়েছে,
চিন্তায় চিন্তায় ইনসমনিয়ায়
আক্রান্ত ঈশ্বর, ঘুমের অভাবে
কিছুটা ফ্যাসীবাদীও হয়ে পড়েছেন :p :p (y)
আদিব আদ্নান
অদ্ভুত সুন্দর কবিতা ।
এখানে পড়ার সুযোগ পেয়ে ভাল লাগল ।
যাযাবর
সুন্দর কবিতায় ভালোলাগা জানালাম ।
জিয়া চৌধুরী
বুঝলাম এই ব্লগে শুধু মাত্র পজেটিভ মন্তব্য গ্রহণ করা হয়। নেগেটিভ মন্তব্য মুছে দেয়া হয়। ধন্যবাদ মডারেটর।
জিসান শা ইকরাম
জিয়া ভাই , অবশ্যই সব মন্তব্য গ্রহন করা হয় । তবে গালাগালি , কুরুচি পূর্ণ মন্তব্য গ্রহন করা হয় না । গতকাল আপনার মন্তব্যের পরে আপনাকে উদ্দেশ্য করে কিছু খারাপ গালি এসেছিল । ঐ মন্তব্য গুলো রাখতাম – যদি গালি এবং রুচিহীন শব্দ না থাকতো ।
যত খুশি সমালোচনা করা যাবে – কিন্তু শালীনতার মধ্যে থেকে ।
খসড়া
শেয়ারের জন্য ধন্যবাদ