বাঙ্গালী জাতি তোমার কান্ডারীরা আজ পথ হারাইয়াছে
বাংগালী জাতি তোমার কান্ডারীরা আজ নীতিভ্রষ্ট হইয়াছে।
জনতা পারে জনতাই নির্বাচন করে নেতা,
জনতাই গড়ে দেশ, জনতাই রক্ষা করে স্বাধীনতা।
জনতা আজ ভাঙ্গ তোমার ঘুম,
জনতা আজ দাও সিল নীতির বাক্সে।
জামাতীরা সৃষ্টিকর্তাকে করিয়াছে অবিশ্বাস
বিশ্বাসে ডাকিয়া আনিয়াছেন বিধর্মী আইনজীবীদের আজ।
আন্দোলনের হাতিয়ার যদি হয় মানুষ হত্যা,
আন্দোলনের হাতিয়ার যদি হয় পেট্রোল বোমা,
আন্দোলনের হাতিয়ার যদি হয় মানুষকে জিম্মি
তাহলে কি গণতন্ত্রের সংজ্ঞা বদলে
স্বাধীন মত অন্যায় করা?
জনতা আবার জাগো, আবার সিল মার,
নেতৃত্ব তৈরীতে আন তোমার জয়গান।
১৭টি মন্তব্য
আবু জাকারিয়া
জনগন কাউকে ক্ষমতা দেয়ার জন্য আন্দলন করে, মানুষ পুরিয়ে মারে, গাড়িতে আগুন দেয়। কিন্তু উন্নয়নের কাজের জন্য কেউ আন্দলন করেনা। এটাই দুঃখ। কেউ বলেনা, ক্ষমতায় যেই থাকুক আমরা শুধু দেশের মানুষের উন্নয়ন চাই। উন্নয়ন না করতে পারলে ক্ষমতা ছাড়ুন। তানাহলে আমরা আন্দলোন গড়ে তুলব। দুঃখ, আমরা শুধু দলই চিনি। ভাল মন্দ বিচার করিনা।
মোঃ মজিবর রহমান
বিচার আমাদের করতেই হবে। এইসব অনাচার থেকে ভির হতে যদি নাপারি তবে অশিক্ষিত থাকাই ভাল যে ভাই।
জিসান শা ইকরাম
জনতার কাছেই সব শক্তি।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ ভাই, ১৯৭০ সালে এই জনতাই বঙ্গবন্ধুকে রায় দিয়েছিল বলেই আমারা স্বাধীনতা সংগ্রামের জন্য এগুতে পেরেছিলাম।
স্বপ্ন নীলা
জনতাই সকল শক্তির উৎস
মোঃ মজিবর রহমান
ঠিক বলেছেন।
শিশির কনা
ভালো লিখেছেন
শুন্য শুন্যালয়
গনতন্ত্রের সংজ্ঞা এখন স্বাধীন ভাবে অন্যায় করা, বেশ ভালো লিখেছেন ভাইয়া। জনতা ঘুমকাতুরে, সহজে ঘুম ভাঙ্গবেনা তাদের।
প্রহেলিকা
খুব ভালোই বলেছেন মজিবর ভাইয়া, সময় এসেছে জাগার।
খেয়ালী মেয়ে
জনতা আজ জিম্মি হয়ে আছে 🙁
মোঃ মজিবর রহমান
ঠিক বলেছেন। (y)
নওশিন মিশু
ঠিকই বলেছেন দেশের এই অবস্থার জন্য আমজনতা নিজেরাই দায়ি। এরা সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারেনা।
মোঃ মজিবর রহমান
জনতা নিজেরা দায়ী বললেও ভুল
নতুন সৎ ও কর্মঠ নেতার অভাব। ১৯৭১ সালে পুরবে বঙ্গবন্ধুর আহবান ছিল আর জনতা সেই আহবানে সাড়া দিয়ে ১৯৭০ সালে নির্বাচিত একক নেতা হিসেবে। আমাদের শিক্ষিত সমাজ দায়ী এরা লভ লালসায় অন্যায় পথে চলে যাচ্ছে এখান থেকে বাহির হতে হবে যে আপু।
ব্লগার সজীব
কবে আর পারবে জনতা? (y)
মোঃ মজিবর রহমান
চাই একজন সাহসি নেতা। কিন্তু সমস্যা আমাদের তাকে বিশ্বাস আনয়ন করা, আমরা দুই দলের বাহির হতে না পারাও সমস্যা।
খসড়া
কান্ডারী এবারে দেখব তোমার মাতৃমুক্তি পন।
মোঃ মজিবর রহমান
কান্ডারী জাগ্লে তো কথায় নাই তাঁর স্রোতে চলে জাব দেব ভোট।