* * * *
তোমার চোখে নীলাচল পাহাড়
আমার চোখে বৃষ্টি,
কবিতার মাঠে লেগেছে খরা
লুপ্ত কবির কৃষ্টি।
* * * *
কোথায় যেন ফেলে এসেছি
আমার ছোট্ট পাখি,
অবহেলা আর অযতনে
বারে বারে উঠে ডাকি।
* * * *
শেষ বিকেলের রোদ
যদি এসে পরে আমার জানালায়,
একবার ছুঁয়ে দেব তারে
স্বাগত গোঁধূলী বেলায়।
* * * *
১৩৪৪জন
১৩৪৪জন
১৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
বাহ ! অনেক সুন্দর -{@ -{@
মানিক পাগলা
ধন্য – বাদ জিসান ভাই
খসড়া
-{@
মানিক পাগলা
\|/
শুন্য শুন্যালয়
অনেক অনেক ভালো লেগেছে… -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ … অনেকগুলো ফুল দিলাম… 🙂
মানিক পাগলা
এত্ত ফুল :O
আপনার জন্য এক কাপ :T
ছাইরাছ হেলাল
অল্প কথায় সুন্দর ছন্দে ভালই লেখেন আপনি ।
নীলকন্ঠ জয়
খুব ভালো লাগলো। শুভেচ্ছা , শুভেচ্ছা নিরন্তর… -{@
নীহারিকা
অনেক সুন্দর লিখেছেন।
লীলাবতী
ভালো লেগেছে খুব পাগলা ভাইয়া -{@
মানিক পাগলা
সবাইকে অনেক ধন্য – বাদ। আজকে ফুলে ফুলে আমার ঘর ভরে গেছে। এত্ত ফুল রাখার জায়গা পাচ্ছি না। পাগলী টা পাশে থাকলে এখন বেশ ভাল হত।
তুমি আমি এক
ভালো লাগলো ।
মানিক পাগলা
\|/ … … :T