ছেলে আমার যুদ্ধে যাবে এই করেছে পণ
কিছুতেই দেয় না সায় অবুঝ মায়ের মন
কতই আর বয়স এখন ভাবছে বসে মা
ছেলে তখন জড়িয়ে ধরে মায়ের দুটি পা।
ছেলে বলে মাগো তুমি দোয়া করে দাও
চোখের যত অশ্রু আছে সবটা মুছে নাও,
স্বাধীনটা নিয়েই আমি ফিরে আসবো ঘরে
দেখো দেশ স্বাধীন হবে দুদিন আগে পরে।
স্বাধীন দেশে নিজের ভাষায় মা বলে ডাকবো
নিজ দেশের মাটি মাকে আমরা ভালবাসবো।
৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
বিজয় দিবসের জন্য সুন্দর কবিতা
এভাবেই কত ছেলে মা এর কাছ থেকে আশীর্বাদ নিয়ে যুদ্ধে গিয়েছে -{@
শুন্য শুন্যালয়
অনেক সুন্দর কবিতা আপু..
-{@
তামান্না রুবাইয়াত
\|/ (y) :c -{@
বন্দনা কবীর
ভালো লিখেছেন ।
তামান্না রুবাইয়াত
ধন্যবাদ আপু। খুশী হলাম।
যাযাবর
স্বাধীন দেশে নিজের ভাষায় মা বলে ডাকবো
নিজ দেশের মাটি মাকে আমরা ভালবাসবো। (y) -{@
নীলকন্ঠ জয়
এভাবে অনেক মায়ের সন্তান ফিরে আসে নি কিন্তু মাকে ঠিকই স্বাধীনতা উপহার দিয়েছে। এইসব বীর সন্তানদের জন্যই আমাদের এই স্বাধীনতার সুখ, স্বাধীনভাবে বেঁচে থাকা।
বিজয়ের শুভেচ্ছা।