ছেলে আমার যুদ্ধে যাবে এই করেছে পণ
কিছুতেই দেয় না সায় অবুঝ মায়ের মন
কতই আর বয়স এখন ভাবছে বসে মা
ছেলে তখন জড়িয়ে ধরে মায়ের দুটি পা।
ছেলে বলে মাগো তুমি দোয়া করে দাও
চোখের যত অশ্রু আছে সবটা মুছে নাও,
স্বাধীনটা নিয়েই আমি ফিরে আসবো ঘরে
দেখো দেশ স্বাধীন হবে দুদিন আগে পরে।
স্বাধীন দেশে নিজের ভাষায় মা বলে ডাকবো
নিজ দেশের মাটি মাকে আমরা ভালবাসবো।

৬১৩জন ৬১৩জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ