স

ছেলেবেলায় শীতকালে বিকালে ঘুড়ি ওড়াতাম

বিকাল হলেই আকাশে দেখা যেত রং বে রং এর ঘুড়ি

অদ্ভুত একটা ফিলিংস

কাকে হারিয়ে কে কতক্ষণ আকাশে রাজত্ব করতে পারে

আমার সব চেয়ে ভাল লাগত সুতায় বেঁধে চিঠি পাঠাতে আর অন্যের ঘুড়ি সুতায় পেচিয়ে নিজের কাছে আনতে

কখনো আমি কারও ঘুড়ি ভ্যানিশ করে দিতাম আবার কখোনও বা আমরটাই হতো ভোকাটা

ছেলেবেলায় আকাশ ছোঁয়ার ওটাই ছিল স্বপ্ন ঘুড়ি

বর্তমানের শিশুরা এসব থেকে বঞ্চিত

তাদের পৃথিবীটা কম্পিউটারে আবদ্ধ আর আকাশটা পিসির স্কীনে সীমাবদ্ধ

১জন ১জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ