IMG_2547 (2) []
চলে যাওয়া যেতে পারে ঘুটঘুটে কালোরাত্তিরে, একা একাই। সাঙ্গপাঙ্গরা কাল রাত্রিতে যে গল্প বলেছিল, উহ, একটুও বুঝতে দেইনি, কিন্তু মুচকি হাসিতে বুঝেছিলো কিনা কে জানে, কি ভয়টাই না পেয়েছিলাম !!! কালকের গল্প আজ পিছু নিলো একটু একটু। আজো আমি মুচকি হেসে তুড়ি ফোটালাম। ভয় পাবার বিষয়, দেখাবার নয়। যেতে যেতে ভাবছিলাম অন্ধকারকে কেনো এতো ভয়? পথ খুঁজে না পাবার? ভয়ঙ্কর প্রেতাত্মারা ঘুরে বেড়ায়? নাকি মানুষকে ভয়?
আমার যাবার কোন ঠিকানা নেই। ছায়া কিংবা অপচ্ছায়া নেই। একটু আগের সঙ্গী ভয় টাও নেই। একটু একা একা লাগছে। ভয় হারিয়ে গেলেই কি আসলে সব হারিয়ে যায়? গুনগুনিয়ে গান গাইছে দূরে কেউ–
আমার অঙ্গহারা, সংগছাড়া, হতচ্ছাড়া মন,
মনের খোঁজে বাউল হলাম, সামনে ধুসর বন–
——- এরপর জোরে জোরে গলা ছেড়ে… দুমদাম করে কএকটা বাদুড় উড়ে গেলো সামনে দিয়ে।
মুঠো ভর্তি কএক ফালি অন্ধকার নিয়ে চোখের আলোয় জ্বালিয়ে দিলাম। বিড়বিড় করে কাকে যেন শোনালাম——–

চাই ছুটি।
এক পক্ষ গান থেকে, হাজার বেলার স্বপ্ন থেকে,
ফেরি করা হাসির ঝুড়ির তলানীতে হাজার ফুটো
মেরামতের সময় চেয়ে খানিকটা গড়িয়ে নেবো,
ভাইরাস আর ব্যাকটেরিয়ার মিলনমেলায় হাত লাগাবো।
এইমাত্র ছুটি চাইলাম?
তাতে কি?
কুইন এলিজাভেথ এর প্রজা আমি,
সেই কবে ছুটিকেই দিয়েছি ছুটি।
নমস্য এই সময়, নমস্য এই ব্যস্ততা।।

পরীক্ষার জন্য দু’মাসের ছুটি চাইছি সবার কাছ থেকে, সঙ্গে দুই সহস্র দোয়া। আর হ্যা, পরীক্ষায় ফেল মারলে কিন্তু কেউ কিছু কইবেন না। খুব মিস করছি সোনেলাকে এবং করতেই থাকবো। ভালো থাকবেন সবাই, অনেক ভালো।

৫৩০জন ৫৩০জন
0 Shares

৪৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ