চলে যাওয়া যেতে পারে ঘুটঘুটে কালোরাত্তিরে, একা একাই। সাঙ্গপাঙ্গরা কাল রাত্রিতে যে গল্প বলেছিল, উহ, একটুও বুঝতে দেইনি, কিন্তু মুচকি হাসিতে বুঝেছিলো কিনা কে জানে, কি ভয়টাই না পেয়েছিলাম !!! কালকের গল্প আজ পিছু নিলো একটু একটু। আজো আমি মুচকি হেসে তুড়ি ফোটালাম। ভয় পাবার বিষয়, দেখাবার নয়। যেতে যেতে ভাবছিলাম অন্ধকারকে কেনো এতো ভয়? পথ খুঁজে না পাবার? ভয়ঙ্কর প্রেতাত্মারা ঘুরে বেড়ায়? নাকি মানুষকে ভয়?
আমার যাবার কোন ঠিকানা নেই। ছায়া কিংবা অপচ্ছায়া নেই। একটু আগের সঙ্গী ভয় টাও নেই। একটু একা একা লাগছে। ভয় হারিয়ে গেলেই কি আসলে সব হারিয়ে যায়? গুনগুনিয়ে গান গাইছে দূরে কেউ–
আমার অঙ্গহারা, সংগছাড়া, হতচ্ছাড়া মন,
মনের খোঁজে বাউল হলাম, সামনে ধুসর বন–
——- এরপর জোরে জোরে গলা ছেড়ে… দুমদাম করে কএকটা বাদুড় উড়ে গেলো সামনে দিয়ে।
মুঠো ভর্তি কএক ফালি অন্ধকার নিয়ে চোখের আলোয় জ্বালিয়ে দিলাম। বিড়বিড় করে কাকে যেন শোনালাম——–
চাই ছুটি।
এক পক্ষ গান থেকে, হাজার বেলার স্বপ্ন থেকে,
ফেরি করা হাসির ঝুড়ির তলানীতে হাজার ফুটো
মেরামতের সময় চেয়ে খানিকটা গড়িয়ে নেবো,
ভাইরাস আর ব্যাকটেরিয়ার মিলনমেলায় হাত লাগাবো।
এইমাত্র ছুটি চাইলাম?
তাতে কি?
কুইন এলিজাভেথ এর প্রজা আমি,
সেই কবে ছুটিকেই দিয়েছি ছুটি।
নমস্য এই সময়, নমস্য এই ব্যস্ততা।।
পরীক্ষার জন্য দু’মাসের ছুটি চাইছি সবার কাছ থেকে, সঙ্গে দুই সহস্র দোয়া। আর হ্যা, পরীক্ষায় ফেল মারলে কিন্তু কেউ কিছু কইবেন না। খুব মিস করছি সোনেলাকে এবং করতেই থাকবো। ভালো থাকবেন সবাই, অনেক ভালো।
৪৩টি মন্তব্য
ব্লগার সজীব
স্বপ্ন দেখছি নাতো? কাকে দেখছি আমি সোনেলায়? কেমন আছেন আপু? কতদিন পরে আপনি এলেন 🙂 মিস করি খুউউউউউউউউউউউউউব আপনাকে আপু।
শুন্য শুন্যালয়
কেমন আছেন সজীব? সব কেমন অচেনা লাগছে।
সঞ্জয় কুমার
পরিক্ষা দেন ঠিকমতো । দোয়া তো থাকবেই
শুন্য শুন্যালয়
ধন্যবাদ সঞ্জয়।
লীলাবতী
এ কেমন ইচ্ছে ঘুটঘুটে কালোরাত্তিরে চলে যাবার? আপনি একা নাকি? পথ খুঁজে না পাবার ভয় আছে তাহলে?আপনার যাবার কোন ঠিকানা নেই? এতদিন জানতাম সোনেলা আপনার ঠিকানা, এখন ঠিকানাই নেই? তাহলে সোজা আমার কাছে চলে আসুন আপু।
আপনাকে কত্ত মিস করি সোনেলায়, শুন্য শুন্যালয় আর সোনেলা দুজনে দুজনার হয়ে গিয়েছে 🙂 পরীক্ষা ভালো হোক আপনার, সফল হোন আপনি প্রতিটি পরীক্ষায়, আন্তরিক ভাবেই দোয়া করছি।
শুন্য শুন্যালয়
পরীক্ষা ভালো হয়নি। সত্যি ছুটি নেবার সময় হয়ে এলো একা একাই 🙁 মিস করেছি সবাইকে খুব।
ইকবাল কবীর
পরীক্ষার জন্য শুভ কামনা রইল।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ ইকবাল ভাই।
মারজানা ফেরদৌস রুবা
পরীক্ষা ভালো হোক, দোয়া রইলো।
:=
শুন্য শুন্যালয়
আপু ঈদ মোবারক -{@
জিসান শা ইকরাম
আপনার অঙ্গহারা, সংগছাড়া, হতচ্ছাড়া মন!
অন্ধকারকে ভালোবাসেন নাকি?
শুন্য শুন্যালয়ের মতই লেখা হয়েছে।
ছুটি কে দেবে আপনাকে?
শুন্য শুন্যালয়
ভালো না বাসলেও অন্ধকার এড়ানো যায় না। শুনেছি আপনি নাকি মডু! দিলেই পারতেন ছুটি। কিছুদিন আরো ঘুমিয়ে নেয়া যেত
জিসান শা ইকরাম
আমি মডু কিনা তা পরে বলা যাবে, তবে মডু সন্দেহের তালিকায় শুন্য শুন্যালয় যে আছেন তা আমরা সবাই জানি।
শুন্য শুন্যালয়
ঠিক ঠিক, কেউ-ই এখন সন্দেহের ঊর্ধে নয় 🙂
লীলাবতী
ছবিটি দেখছি সকাল থেকে। অনিদৃষ্ট বেকে যাওয়া পথ, যার শেষ দেখা যাচ্ছেনা। আকাশে কাল মেঘ। সবুজের প্রানের ছোঁয়া থাকলেও জল ঢেউহীন স্তব্দ। মুগ্ধ এক বিষণ্নতা।
শুন্য শুন্যালয়
সবাই তো দেখতে পায়না লীলাবতীর মতো।
নাসির সারওয়ার
গদ্য, পদ্য এবং ছুটির দরখাস্ত! বাহ!! সেলাইয়ের কাজতো ভালই হচ্ছে, তা পরীক্ষার আবার দরকার কি!!!
শুন্য শুন্যালয়
ভালো বলেছেন কোনই দরকার ছিলোনা। সেলাই এই আবার মনোনিবেশ করতে হবে। 🙁
দীপংকর চন্দ
//মুঠো ভর্তি কএক ফালি অন্ধকার নিয়ে চোখের আলোয় জ্বালিয়ে দিলাম।//
একান্ত অনুভূতির অসাধারণ উপস্থাপন!!!
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ দাদা।
রিমি রুম্মান
না গো শত ব্যস্ততার মাঝেও আমি ঘুটঘুটে কালোরাত্তিরে, একা একা যেতে চাই না। আমি আশা নিয়ে থাকি আসবো বলে। সুযোগের আশা এবং অপেক্ষা। অতঃপর ফিরেও আসি সময় সুযোগ বুঝে।
এমন সময় সুযোগ বুঝে টুপ করে এসে পড়বে কিন্তু।
ভাল থেকো ।
শুন্য শুন্যালয়
না এসেতো পারিনা, পারিনি। শুধু লুকিয়ে থেকে। -{@
অপার্থিব
“ভাইরাস আর ব্যাকটেরিয়ার মিলনমেলা” ঠিক ভাবে আয়োজিত হোক। থাকলো ফেইল না করার শুভ কামনা।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ অপার্থিব।
খসড়া
তোমার ছুটি নীল আকাশে তোমার ছুটি মাঠে।
তোমার ছুটি থৈ হারা ঐ দিঘির ঘাটে ঘাটে।
শুন্য শুন্যালয়
ছুটি যদি সত্যিই এমন আনন্দের হতো!!
মুহাম্মদ আরিফ হোসেইন
ছুটি মঞ্জুর করা হৈল।
দোয়া ও করা হইলো।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ আরিফ।
মোঃ মজিবর রহমান
ছুটি বন্ধ।
পরীক্ষা দিয়ে কি হবে ডিগ্রী নেন
ভাল ভাল
ঘুরে আসুন
টা টা টা।
শুন্য শুন্যালয়
শেখ হাসিনা তো হইতে পারিনাই ভাইয়া 🙂
এসেছি ফিরে।
মোঃ মজিবর রহমান
নীড় ছেড়ে থাকতে,
পথ ভুলে কতদিন থাকত্
থাকতে পারবেন শুনি আপু।
আস্তেই হবে নীড়ে হাওয়ায় মন মাতিয়ে কভুলিয়ে ভালিয়ে কতদিন কাল সময় চলবেন শুনি?????????????????????????????
শুন্য শুন্যালয়
যাযাবর হইতে পারলে কিন্তু মন্দ হতো না। 🙂
নীলাঞ্জনা নীলা
ছুটি দিলাম তবে আবার যখন আসবে, তখন কিন্তু অনেক বেশী দায়িত্ত্ব দেয়া হবে। মনে থাকে যেনো।
ও আপু তোমাকে মিস করি তো! উফ কি যে করি!!
শোনো মেয়ে পাশ তো করবেই জানি, তাই আগেভাগেই অভিনন্দন। -{@ (3
শুন্য শুন্যালয়
এক্সাম ভালো হয়নি আপু। বোধ হয় চেষ্টায় ভুল ছিলো। মিস করেছি সবাইকে খুব।
আমি ভীতু 🙁
নীলাঞ্জনা নীলা
কি যে বলো না আপু!
ভালো বলতে কি বোঝায় বলতে পারো?
আগে এ প্রশ্নের উত্তর দাও, তারপর কথা হবে।
চুপিচুপি বলি আমার খুব ভালো লাগছে তুমি ফিরে যে এসেছো। \|/
তোমার জন্যে -{@ (3
শুন্য শুন্যালয়
উম কতদিন তোমার চুল কেউ টানে না। আইসা গেছি। ভালো-মন্দ জানিনা, তবে মন্দ হইছে ১০০%।
ফিরে এসে আমারও ভাল্লাগছে। যদিও গেলাম কখন তাইতো বুঝলাম না। 🙂
মেহেরী তাজ
ছুটির মেয়াদ আর মাত্র এক সপ্তাহ আছে!
প্রস্তুতি নিয়ে নিন ফিরে আসার..।
শুন্য শুন্যালয়
আমার বেলাতেই শুধু গোনাগুনি। আর তোর বেলায়? 🙁
মেহেরী তাজ
আমি তো আছি নিয়মিত! আমার জন্য গোনাগুনতি লাগবে কেন? মাঝখানে দুদিন শুধু ছিলাম না! ;?
শুন্য শুন্যালয়
আচ্ছা আচ্ছা বুঝেছি, ভেবেছিস কিছু দেখিনি? সব দেখেছি। কই তুই?
মেহেরী তাজ
এইতো এখানে…… 😀 \|/
মৌনতা রিতু
ছুটি কি শেষ হইছে ? পরীক্ষা ভালোই হইছে। ইনশাল্লাহ্ পরীক্ষার ফল পক্ষেই আসবে।
শুন্য শুন্যালয়
পরীক্ষা ভালো হয়নাই আপু 🙁 ছুটি শেষ হইছে 🙂 আবার এসেছি ফিরে… ঈদ মুবারক আপু। -{@