রাতের নির্জনে গলায় মমতা মেখে
যখন কোন পাখি গোপনে গান গায়
পালকগুলো বলে ঝরবো না আর …
সবুজ পাতায় তখন ঢেউ খেলে যায় ।
শ্রাবণের শরীর বাদল ধারায়
সুরের আগুন পেয়ে
উচ্ছাসে মেতে উঠে
মেঘেরা নেচে নেচে ছুটোছুটি করে
তাই মেঘের ফুল ফোটে …
লেখাটা আমার নিজের ভালো লাগেনি , আপনাদের মতামত দরকার
৯টি মন্তব্য
এই মেঘ এই রোদ্দুর
ভাল লাগল
জিসান শা ইকরাম
আমার ভালো লেগেছে 🙂
রাতুল
চলে !!! :p
লীলাবতী
ভালোইত (y)
খসড়া
বেশ, বেশ।
শিশির কনা
ভালো লেগেছে খুব ।
নীলকন্ঠ জয়
আপনার ভালো না লাগলেও চলবে। আমাদের ভালো লেগেছে (y)
আফ্রি আয়েশা
তেমন ভালো হয়নি … একধরনের খাপ ছাড়া মনে হচ্ছে
শুন্য শুন্যালয়
এলোমেলো লেখাই আমার ভালো লাগে ..