ছায়া-রোদের গল্প

ছাইরাছ হেলাল ৪ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ০৮:৫৮:১৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

ছাদ-উঁচু জানলার শার্সিতে চুম্বন শেষে
রোদের-ছায়ার হামাগুড়ি/লুটোপুটি অনেকটা জায়গা জুড়ে,
রোদ এসেছে ওপার থেকে এপারে, পাতাদের চিবুক ছুঁয়ে;
লুকোচুরির বেশে!

জানলা আগলে দাঁড়ায় বৃষ্টি, চোখ মটকায়,
সামান্য খেলা-ভাগ সে-ও চায়!

কে শোনে কার কথা, চলছে খেলা যথাতথা,

অকস্মাৎ কটমট শব্দ সহযোগে
শিলা-বৃষ্টি এসে দাঁড়ায়
ভাঙ্গবে এবার শার্সির মাথা,
এক লহমায়!

অনুজ্জ্বল ছায়া দীর্ণ বুকে উঠে আসে বারংবার
বলে, এটা তো আমাদের একান্তই আমাদের খেলা,
খেলার ছলে খেলা;
তবুও বলছ যখন, চল তলিয়ে যাই সবাই মিলে
অতলান্তের কোন তলে, ছায়া পথের ভিড়ে।

১জন ১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ