স্মৃতিগুলো হঠাৎ অবশ হয়ে আসে !
কোন এক অবেলায় , শিশির সিক্ত দূর্বাঘাসে –
আমাদের শেষ অসাড় কথোপকথন।
বাস্তবতার রূঢ়রৌদ্রে পুড়ে গেছে আমার উচ্চাভিলাসী স্বপ্নাতুর চেতন!
অবশিষ্ট আজ , কিছু উচ্ছিষ্ট দীর্ঘশ্বাস আর আত্মার নীরব ক্রন্দন ।
প্রেমের খরস্রোতা উত্তাল সেই ভাদরের নদ –
পরিণত আজ ম্রিয়মাণ এক শুকনো ছড়ায় !
ক্ষীরের মত ভারী নোনতা জল –
কপল বেয়ে অধরে গড়ায় ,
মুহূর্তেই শুকিয়ে যায় বেলোয়াড়ী রৌদ্র গ্রাসে !
তুমি আজ এক ঝাপসা মৃত অবয়ব হয়ে ,
ভক্ষণ করছো স্মৃতির পাতা – একের পর এক ,
আমার স্পন্দনহীন অলিন্দ প্রকোষ্ঠের মাঝে।
ছায়াসাথী !
এক প্রেমিক আত্মার গগনবিদারী বোবা কান্নায় –
তোমার কি আজ কিছু যায় আসে ???
৩টি মন্তব্য
শাহ আলম বাদশা
ভালোকবিতা
খসড়া
ভাল লাগল
শান্তনু শান্ত
ধন্যবাদ ভাইয়া 🙂