ছবি : লেজের কারিগর ;) :p

হাকুশ পাকুশ ২২ জুলাই ২০১৩, সোমবার, ০৭:৪০:১৩পূর্বাহ্ন ছবিব্লগ ৯ মন্তব্য

কিছুই করার নাই 🙁 মাত্র তিনটা ছবিই আচে। কি করব? ৮/১০ ফিট দূর থেকে ব্যাটা যে এই কয়টা তোলার সু্যোগ দিচে তাই ভাল। অন্য সম্ইয় ত সাড়া পাইলেই দে দৌর…
হুম এইতা হইল গুই সাপ 🙂 😛
তাইলে পাকুশ মিয়া লেজের কারিগর কইল কেন? >_<
হুম কারন এই গুলা যখন বিপদে পরে, আর পালানোর পথ থাকে না তখন লেজ কে এমুন ভাবে ঘুরায় যেন চাবুক। বিশেষ করে কুকুরেরা আক্রমণ করলে এইগুলা লেজ দিয়ে বাড়ি দিয়ে কুকুরের পা ভেঙ্গে দেয়। হাহাহা
তাই অভিজ্ঞ কুকুরেরা কোন সময়ি গুই সাপের লেজের দিকে যায় না 🙂

 

 

________________________ এক বছর হয়ে গেল, আমার অপেক্ষা আর শেষ হয় না। 🙁

( ছবি গুলা মোবাইলে তোলা। তাই ভাল আসে নাই। )

 

৯৪০জন ৯৪০জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ