কিছুই করার নাই 🙁 মাত্র তিনটা ছবিই আচে। কি করব? ৮/১০ ফিট দূর থেকে ব্যাটা যে এই কয়টা তোলার সু্যোগ দিচে তাই ভাল। অন্য সম্ইয় ত সাড়া পাইলেই দে দৌর…
হুম এইতা হইল গুই সাপ 🙂 😛
তাইলে পাকুশ মিয়া লেজের কারিগর কইল কেন? >_<
হুম কারন এই গুলা যখন বিপদে পরে, আর পালানোর পথ থাকে না তখন লেজ কে এমুন ভাবে ঘুরায় যেন চাবুক। বিশেষ করে কুকুরেরা আক্রমণ করলে এইগুলা লেজ দিয়ে বাড়ি দিয়ে কুকুরের পা ভেঙ্গে দেয়। হাহাহা
তাই অভিজ্ঞ কুকুরেরা কোন সময়ি গুই সাপের লেজের দিকে যায় না 🙂
________________________ এক বছর হয়ে গেল, আমার অপেক্ষা আর শেষ হয় না। 🙁
( ছবি গুলা মোবাইলে তোলা। তাই ভাল আসে নাই। )
৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনি ছবি তোলেন দেখে ভাল লাগল ।
মোবাইল দিয়ে গুই সাপের ছবি তোলা সহজ নয় ।
অনেকদিন পর আপনাকে দেখলাম ।
এই মেঘ এই রোদ্দুর
দেখেই তো ভয় লাগে
আদিব আদ্নান
এত্ত বড় গুই সাপ , দেখলেই তো ভয় লাগে ।
হাকুশ পাকুশ
!!!
এইগুলারে ভয় পাওয়ার কিছুই নাই 😛 😉
জিসান শা ইকরাম
তাই অভিজ্ঞ কুকুরেরা কোন সময়ি গুই সাপের লেজের দিকে যায় না :p
গতকাল আমিও এমন একটি গুইসাপ দেখেছিলাম ।
অপেক্ষা যেন দ্রুত শেষ হয়ে যায় ।
মিসু
ছবি মোবাইলে তোলা হলেও খারাপ হয়নি। এই গুইসাপ দেখলেই ভয় লাগে আমার ।
"বাইরনিক শুভ্র"
আমাগো বাসার পাশে একটা পুরান পুকুরে এই সাইজের এক জোড়া আছে । প্রায়ই রাতে সিগারেট টানতে গেলে দেখি আর ভয়ে লাফ দিয়া উঠি ।
ব্লগার সজীব
গুইসাপ দেখলেই ঠান্ডা একটি অনুভূতি হয় আমার । গুই সাপ যে লেজ দিয়ে পিটায় এটা আগে জানা ছিল না 🙂
প্রজন্ম ৭১
আপনার লেখাগুলো বেশ মজারু হয় ।