কি ?! ভাবছেন পুলাটা চইল্লা গেছে ? হিহি যাই নাই আছি। আসি প্রতি দিন। ১/২ পোস্ট পড়ি । তার পর গুমাই। আর স্বপ্ন দেখি ভাল স্বপ্ন । লাল, নীল, হলুদ, বেগুনী আরো আরো অনেক অনেক রংএর সাপ, পাখি, গাছ, পুকুর মাছ আরো অনেক অনেক কিছু । সমস্যা হচ্ছে আমার স্বপ্নের মাঝে মানুষ নাই। আর মানুষ আসলে সেইটা আসে সাদা-কালো। কেন ? জানি না কেন । হাহাহ
কয়েকটা ছবি নিয়া আসলাম শেয়ার করার জন্য। (হডিং টা আমার ভাল লাগে নাই 🙁 ছবির সাতেহ ব্লগ শব্দটা মিলছে না )
বন্য প্রানি ও পক্কী বিশেষজ্ঞ শরীফ খান আমার একজন প্রিয় লেখক(অনেকর মধ্যে)। উনার সংগ্রহে না কি ৪০০+ পাখির পরিতাক্ত বাসা আছে। হাহা
আমার কথা বলি_ ছোট বেলায় যদি আমার ল্যাব টায় জায়গা থাকত তাহলে কয়েক হাজার বাসা আমার কাছে থাকত। (দুখের বিসয় আমায় ল্যাব ছিল টেবিলের নিচে হাহাহ )
১. নিচের ছবিতে একটা পাখির বাসা আছে দেখেন ত খুজে পান কি না ?
২. কি দেখতে পাইচেন ?
৩. এইবার নিশ্চয়ই পাইচেন 🙂 ? হুররে আপনে একটা পাখির বাসা পাইচেন:) হাহাআহ
৪. আরো একটু কাছে আইসা দেখেন 😛
৫. ওমা!!! একটা ডিম :O ওয়াও!!!!!!!!!!!!!!!!!!!!
( মোটেও ভাঁজির চিন্তা করবেন না )
৬. আরো একটু কাছে 🙂
৭. শেষ
আচ্ছা , অনেক গুলা তুললাম কিন্তু ছবি একটাই দেখার মত হইছে (৫) কি বুলেন ??
এটা একটা বুলবুলি পাখির বাসা। আমাদের আঙিনার শেফালী ফুল গাচে বাসা করেছে । প্রায় ২০/২৫ ফুট উঁচুতে । ছবি গুলা তুলার জন্য প্রায় তিন বছর পর চালে উটলাম। অনেক ভয় পাইছি । কারন চালের কিনারাতে দারাইয়া গাছটা এক হাতে টান দিয়া ধইরা ফডু উটাইচি। গাছ আমায় টানদিয়া ফালাই দিয়েছিল প্রায় । উফঃ
আরো বিভিন্ন ধরনের পাখির (ভাল) বাসার ছবি আছে। 🙂 😉 দিমু এটুপরে
(ছবিগুলা মোবাইল দিয়া তোলা)
২৩টি মন্তব্য
আদিব আদ্নান
এত দিন পর!
ঝুঁকি নিয়ে ছবি তুলেছেন দেখে আমরা এমন সুন্দর ছবি দেখলাম ।
তবে আপনার সাবধানতার দিকটি মাথায় রেখেই ছবি তুলবেন ।
অপেক্ষা করছি ।
হাকুশ পাকুশ
ধন্যবাদ 🙂
আপনার হাতে ওইটা কি ? দোয়েল পাখী?
ভাই ছাইড়া দেন, পাখী ধরা ঠিক না 🙂
আদিব আদ্নান
প্রকৃতি আমার পছন্দের বিষয় তাই পাখি ধরে রাখার
প্রশ্নই আসে না ।
পাখির প্রতি আপনার মনোযোগ দেখে ভাল লাগল ।
জিসান শা ইকরাম
বাহ ! সিনেমার মত ধীরে ধীরে দেখালেন পাখির বাসা ।
উপস্থাপনাটা সুন্দর হইছে
ছবি গুলোও সুন্দর ।
আরো পাখির বাসার ছবি দেখতে মঞ্চায় ।
হাকুশ পাকুশ
ধন্যবাদ 🙂
আসলে ছবি গুলা যে ভাবে তুলা হইছে উপ্সতাপনা করা হইছে তার উলাতা ভাবে।
হুম আরো দিবো 🙂
হতভাগ্য কবি
অসাম হইসে। আরো ছবির জন্য অপেক্ষায় রইলাম।
হাকুশ পাকুশ
ধন্যবাদ 🙂
হুম আরো দিবো 🙂
ছাইরাছ হেলাল
অক্ষত থেকে নিয়মিত ছবি তুলতে শুরু করুন ।
অপেক্ষা করছি ।
ঠিক নয় এভাবে ভুলে যাওয়া ।
হাকুশ পাকুশ
গত দুই দিনেও আপনার কমেন্টের তিন নাম্বার লাইনের পাঠোদ্ধার করা আমার পক্ষে সম্ভভ হয় নাই ।
বনলতা সেন
আপনি না দেখিয়ে দিলে খুজে পেতাম না পাখির বাসা । খুব আকর্ষিণীয় ভাবে উপস্থাপন করলেন সব কিছু।
হাকুশ পাকুশ
ধন্যবাদ আপি 🙂
প্রজন্ম ৭১
পাখিরা আসলে প্রকৃতির আরকিটেকচার । কত নিখুঁত ভাবে বানায় তাদের বাসা । যা বন্যায় ও সহজে ভাংগে না । ভালো পোস্টের জন্য প্লাস ।
হাকুশ পাকুশ
আমাদের এইদিকে বন্যা হয় নাই, তাই জানি না। 🙂
ধন্যবাদ
শামীম আরা সনি
হায় হায়!! আজ সকালেই পাখি নিয়ে , পাখির বাসা নিয়ে ভাবছিলাম আমি !! আমার আজকের এফবি স্ট্যাটাস—-ছোটবেলায় কে কে এয়ার ভেন্টিলেশন বক্স/উইন্ডো থেকে চড়ুই পাখির বাসা নামিয়ে দেখেছেন?
আমি একবার নামাইছিলাম, পাখির বাচ্চা চিউ চিউ করছিলো, বাসা নামায় দেখি একটামাত্র বাচ্চা গায়ে কোন পালক নাই, গলা ছেড়ে চেঁচাচ্ছে 🙁
🙂
সোনিয়া হক
পাখির বাসা আমিও লাইক করি খুব । আপ্নার ছবি গুলো সুন্দর । আরো দেখার অপেক্ষায় থাকলাম ।
হাকুশ পাকুশ
ধন্যবাদ
দিচ্চি বাকি গুলা 🙂
হাকুশ পাকুশ
আমার ভাই তুমার ভাই,
কামরান ভাই, কামরান ভাই,
সিলেট সিটি কপোরেশনে কারেন্ট নাই,
তাই রিপ্লেই দিতে পারি নাই। 🙁 সরি
আকাশ
আমিও পাখির বাসা খুজতাম , তবে সাফল্যের হার খুব কম। পাখির বাসা দেখে লোভ লাগলো আবার ।
হাকুশ পাকুশ
চলে আসেন আমাদের এখানে 🙂 আমি অনেক পাই, খুজা লাগে না।
৫০ফিটের মধ্যেই আপনাকে আমি কম হলে ও তিনটা বাসা দেখাতে পারব 🙂
শিশির কনা
আপনি দেখি পাখির বাসা বিশেষজ্ঞ 🙂
হাকুশ পাকুশ
এই পিচ্চি বয়েসেই বিশেষজ্ঞ হইতে চাই না। 🙂
জানতে চাই আরও আরো অনেক অনেক কিছু ………
ধন্যবাদ আপনাকে 🙂
কৃন্তনিকা
অদ্ভুত কিন্তু মজার… 😛
হাকুশ পাকুশ
ধন্যবাদ 🙂 কিন্তু কি বলছেন বুজিনাই। পিচ্চি মানুষ ত । পারলেন বুঝাই দিয়েন 😉