একপশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে যেত শিমুল গাছ গুলোকে যেখানে বসে থাকতাম আমার প্রিয়তার অপেক্ষায় ।আজ আর
তুলোর মত মেঘ আকাশে উড়ে বেড়ায় না এক পশলা বৃষ্টি এসে শিমুল গাছগুলোকে ভিজিয়ে দেয় না ।আজ আর তোমাকে রূপকথার গল্পে মানায় না !
বাস্তবতা ছেড়ে রূপকথা মানায় কেবল ছন্নছাড়া কিছু মানুষের বেলায়।যারা সবসময়ে বাস্তবিক
জীবনটাকে রূপকথায় লেপ্টে ফেলে ।আমি ও তেমনটা
অবাস্তবতাকে ধারণ করে তোমায়
ভালবেসেছি। তোমার পাশে শত শত বছর কাটিয়ে দিতে চেয়েছি । কিন্তু রূপকথা তো কখনো আর বাস্তবে রূপ নেয় না । ছন্নছাড়া কিছু গল্পমালা নিয়ে তোমাকে খুশি রাখতে চেয়েছি কিন্তু
পারিনি ।কারন তুমি আজ অনেক
বাস্তবিক ।
১০টি মন্তব্য
স্বপ্ন
ছোট লেখাটি ভালো লেগেছে খুব।
থার্ড পার্সন পুরাল
ধন্যবাদ স্বপ্ন …
ব্লগ সঞ্চালক
লেখা খুঁজে পেতে বিভাগ নির্বাচন অত্যন্ত জরুরী। এই লেখাটিতে চট্টগ্রাম বিভাগের কিছুই খুঁজে পেলাম না।
থার্ড পার্সন পুরাল
অনেক দিন ব্লগে ডুকি নাই তাই অনেক কিছুই গুলিয়ে ফেলেছি পরের বারে সঠিক ভাবে করার চেষ্টা করবো ।ভুল টা ধরিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ ।
শুন্য শুন্যালয়
ভালো লাগলো লেখাটি।
থার্ড পার্সন পুরাল
ধন্যবাদ শুন্য শুন্যালয় ।
জিসান শা ইকরাম
বাস্তব বড় নিষ্ঠুর।
থার্ড পার্সন পুরাল
হুম আংকেল অনেক কিছুই কেড়ে নেই যা রূপকথায় থাকলে উপলব্ধি করা যায় না বাস্তব ছাড়া ।
নুসরাত মৌরিন
সুন্দর একটা লেখা।মনে হচ্ছিল যেন কোন গল্পের শুরু,বাকি গল্পটাও বলুন না হয়। 🙂
থার্ড পার্সন পুরাল
যদি ও গল্প লিখতে চেয়েছিলাম প্লট টা দিয়ে পড়ে আলসেমির কারনে লিখি নাই ।তবে চেষ্টা করবো গল্পটা লেখার জন্য আপনার থেকে কিছুটা উত্সাহ পেলাম ।ধন্যবাদ ….