ছন্নছাড়া গল্পমালা

ছারপোকা ২৭ ডিসেম্বর ২০১৪, শনিবার, ১২:৫৯:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

একপশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে যেত শিমুল গাছ গুলোকে যেখানে বসে থাকতাম আমার প্রিয়তার অপেক্ষায় ।আজ আর
তুলোর মত মেঘ আকাশে উড়ে বেড়ায় না এক পশলা বৃষ্টি এসে শিমুল গাছগুলোকে ভিজিয়ে দেয় না ।আজ আর তোমাকে রূপকথার গল্পে মানায় না !
বাস্তবতা ছেড়ে রূপকথা মানায় কেবল ছন্নছাড়া কিছু মানুষের বেলায়।যারা সবসময়ে বাস্তবিক
জীবনটাকে রূপকথায় লেপ্টে ফেলে ।আমি ও তেমনটা
অবাস্তবতাকে ধারণ করে তোমায়
ভালবেসেছি। তোমার পাশে শত শত বছর কাটিয়ে দিতে চেয়েছি । কিন্তু রূপকথা তো কখনো আর বাস্তবে রূপ নেয় না । ছন্নছাড়া কিছু গল্পমালা নিয়ে তোমাকে খুশি রাখতে চেয়েছি কিন্তু
পারিনি ।কারন তুমি আজ অনেক
বাস্তবিক ।

৪৬৩জন ৪৬৩জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ