ছন্দ নিয়ে দ্বন্দ্বে আছি
দীল ভরেনা দীল;
ছন্দ কী তা কেমনে বুঝি
নাম কি অন্ত্যমিল?
হাটার ছন্দ নাচের তাল
ভাল্লাগে হই বেসামাল;
কুচকাওয়াজের কী বাহার?
ছন্দ তো নয় মন্দ কিছু
দ্বন্দ্ব তবু লয় যে পিছু
দ্বন্দ্ব জমেই হয় পাহাড়!
গানের ছন্দে ঘুম যে পায়
নারীর হাঁটন মন নাচায়;
বিষ্টি পড়ে টাপুর-টুপুর
ভাল্লাগে যে নাচের নুপুর!
তালে তালে মন ভরে যায়
দীল ভরে যায় দীল–
একেই নাকি ছন্দ বলে
এ নয় অন্ত্যমিল?
১০টি মন্তব্য
খেয়ালী মেয়ে
বাহ!!!!ছন্দতো দারুন মিলিয়েছেন (y)
শাহ আলম বাদশা
ঠিক বলেছেন-ছন্দ মিলিয়েই লিখেছি; ভাল্লাগায় অশেষ শুভেচ্ছা
আবু জাকারিয়া
খুব সুন্দর করিয়া ছন্দ তুলিতে সামর্থ্যবান হইয়াছেন। আপনার জন্য রহিল শুভ কামনা।
শাহ আলম বাদশা
আপনার কথায় প্রীত হইলাম। -{@ -{@
হৃদয়ের স্পন্দন
আরে বাহ
ছবির সাথে ছন্দ
আপনি কি একে অন্তমিল বলায় অস্বিকার করেন?
আমি অন্তমিল বলবো একে। কেননা আর্কাইভ এ মিলে গেছে
শাহ আলম বাদশা
-{@ -{@ -{@ -{@ অনেক ধন্যবাদ
সীমান্ত উন্মাদ
ছন্দ কাব্য সবসময়ই মজার। কাব্যে অনেক অনেক ভালোলাগা। শুভকামনা জানিবেন নিরন্তর
শাহ আলম বাদশা
ভাল্লাগায় অনেক শুভেচ্ছা
খসড়া
দারুন লিখেছেন।
শাহ আলম বাদশা
খুব খুশি হলাম ভাল্লাগায়