ছন্দ নিয়ে দ্বন্দ্ব

শাহ আলম বাদশা ৬ ফেব্রুয়ারি ২০১৫, শুক্রবার, ০৯:৩৮:৩৬অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

54d438dea7518

ছন্দ নিয়ে দ্বন্দ্বে আছি
দীল ভরেনা দীল;
ছন্দ কী তা কেমনে বুঝি
নাম কি অন্ত্যমিল?

হাটার ছন্দ নাচের তাল
ভাল্লাগে হই বেসামাল;
কুচকাওয়াজের কী বাহার?
ছন্দ তো নয় মন্দ কিছু
দ্বন্দ্ব তবু লয় যে পিছু
দ্বন্দ্ব জমেই হয় পাহাড়!

download

গানের ছন্দে ঘুম যে পায়
নারীর হাঁটন মন নাচায়;
বিষ্টি পড়ে টাপুর-টুপুর
ভাল্লাগে যে নাচের নুপুর!

তালে তালে মন ভরে যায়
দীল ভরে যায় দীল–
একেই নাকি ছন্দ বলে
এ নয় অন্ত্যমিল?

৫৫০জন ৫৫০জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ