চোর

নাজমুল আহসান ৫ ফেব্রুয়ারি ২০১৩, মঙ্গলবার, ১২:৪৭:১৬অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

মধ্যরাতে,
ঝড়ের সাথে,
বজ্রপাতে,
জানের ভয়ে ছুটছি আমি
নিচ্ছি না দম তিলেক।
ঐ দেখা যায়
আবছা কায়ায়
দখিন পাড়ায়,
আশায় বসে মেয়ে আমার।
সামনে শুধু বিল এক।

রহিম চাচার
বাড়ির মাচার
ডিমের খাঁচার
কয়েকটা ডিম নিলাম নাহয়,
দোষ কি খুবি তাতে?
কিন্তু ওরা
কী বেয়াড়া!
করছে তাড়া,
খুব নিরীহ এই আমাকে
একলা গভীর রাতে।

সন্ধ্যে বেলায়
ক্ষুধার জ্বালায়
ছোট্ট মালায়
মায়ের কাছে কাঁদল যখন,
বুকটা গেলো ফেটে।
ঘরটা ছেড়ে
বেড়িয়ে পড়ে
রাতটা ধরে
উপায় খুঁজি ক্ষুধা নিয়ে
নিজের শুন্য পেটে।

দাম বা কত
কিন্তু অত
বাঘের মতো
করছে ওরা তাড়া আমায়,
ছিঁচকে চোর যে আমি।
রিলিফের সব
ধান-গম-জব
ঘুরিয়ে নব
রহিম মিয়ায় করেন চুরি,
লোকটা তবু দামী!

৭১২জন ৭০৩জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ