রাতটা যখন গভীর হলো
আঁধার হলো ঘোর,
অমনি নিধন গরীব মিঞার
ঢুকলো ঘরে চোর!
সজাগ ছিল নিধন ঘরে
চোর ঢুকেছে বুঝে;
বললো আমি দিনের আলোয়
পাইনা কিছু খুঁজে
তুমি এলে আঁধার রাতে কি পাবে ভাই ঘরে?
না হয় প্রদীপ জ্বালিয়ে তুমি
দেখো ভাল করে!
গরীবের এই কোমল কথায় লজ্জা পেয়ে চোর,
যেতে যেতে বললো কোথায় আনলো কপাল মোর।
৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ছিঁচকে চোরের ও লজ্জা আছে।বড় বড় দুর্নীতিবাজ দের লজ্জা নেই। ধন্যবাদ কবিতা ভালো হয়েছে
ছাইরাছ হেলাল
আচ্ছা, চোরের লজ্জা পাবার জায়গা-ও আছে,
দারিদ্র এমন -ই এক কঠিন সত্য।
সুপায়ন বড়ুয়া
চোরেরা আজ লুটে পুটে
সব জায়গাতে খায়
ভাল হলো , শুভ কামনা।
অনন্য অর্ণব
শব্দ ছন্দ ভাব আর বিষয়ের দারুন সন্নিবেশ।
সুরাইয়া পারভীন
গরীবের এই কোমল কথায় লজ্জা পেয়ে চোর,
যেতে যেতে বললো কোথায় আনলো কপাল মোর।
দারিদ্র্যতার কাছে চোরও লজ্জা পেয়ে যায়
দারুণ লিখেছেন ভাইয়া