অভিমান করেছ?
বুঝেছি চলেতো যাবে।
যাবার আগে একটু কথা কও,
যাতে বুঝিতে পাই
আবার ফিরে আসিতেও পারো।
না হয় ঠোটের কোনে একটু হাসো
যদিও জানি তেমন হাসবেনা
যেমন হাসতে জোৎস্না ভরা রাতে।
আর যদি তা নাই পার
তবে একটু খানি পিছন ফিরে চাও
দেখ আমার চক্ষু যুগল।
আশায় আছি
হয়ত তুমি আটকে যাবে
পাথরের মূর্তির মত।
২.
।।।ভাপা পিঠা।।
দাড়িয়ে থেকে এক নির্জন অধ্যায়, বহুদিন
আমি যে এখন ক্লান্ত।
আবার লোকালয়ে ফিরতে চাই।
মিশে যেতে চাই মানুষের পথের পথে।
আবার আমি লুকোচুরি খেলব
যখন রিমঝিম বৃষ্টিতে ভিজে যাবে
উঠোনের যত ধুলো।
আবার পরে,
কাঁদা আমার খেলার সাথি হবে।
তারপর বকা খাব, অভিমান করব
আদর করবে মা।
আচল ধরে পিছু পিছু ঘুরব
বাস্প উড়ে যাওয়া ভাপা পিঠা খাব।
আমি এই নির্জতনায়
আর থাকতে চাইনা।
১৩টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আর যদি তা নাই পার
তবে একটু খানি পিছন ফিরে চাও
দেখ আমার চক্ষু যুগল।
চোখের ভাষায় বুঝাবার চমৎকার আইডিয়াময় বাক্য। -{@
আবু জাকারিয়া
ধন্যবাদ মতামতের জন্য।
ফাতেমা জোহরা
চমৎকার লাগলো 🙂
আবু জাকারিয়া
ধন্যবাদ
জিসান শা ইকরাম
প্রথমটি ভালো লেগেছে বেশী।
আবু জাকারিয়া
ধন্যবাদ ভাইয়া।
ছারপোকা
আশায় আছি
হয়ত তুমি আটকে যাবে
পাথরের মূর্তির মত।
সব টাই এই লাইনগুলো এ বেশ লেগেছে ।
জিসান শা ইকরাম
এটা ফেইসবুক না। এখানে ২৪ ঘন্টায় একটি পোষ্ট দেয়ার নিয়ম।
আবু জাকারিয়া
জানানর জন্য ধন্যবাদ। এই মাত্র নিতীমালাগুলো পড়ে দেখলাম।
জিসান শা ইকরাম
দিনে একটি পোষ্ট, এই সিদ্ধান্তটি ভালো না? ধরুন এমন কোন নিয়ম নেই, তাহলে আমি পরপর ১৫ টি পোষ্ট দিয়ে প্রথম পাতা পুর্ন করে রাখলাম।প্রথম পাতায় শুধু আমার পোষ্ট থাকবে,অন্য কারো না। সোনেলার প্রথম দিকে এমন হয়েছিলো। এরপর আমরা সাধারণ ব্লগার গন মন্তব্যের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছি।
আবু জাকারিয়া
এইটা খুবই ভাল। আসলে আমি ব্যাপারটা জানতাম না। যেহেতু আমি একজন নতুন ব্লগ ব্যাবহারকারী। আর এখন ও অনেক কিছু জানিনা। আশা করি আপনারা সাথে থাকলে অনেক কিছু জানতে পারব। ব্লগ মিডিয়াটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ মিডিয়া। আমার কাছে মনে হচ্ছে আনন্দময় পাঠসালা।
ব্লগার সজীব
খুবই ভালো লাগলো জাকারিয়া ভাই। -{@
খসড়া
ভাল লাগল।