চোখের ভাষা

আবু জাকারিয়া ২৯ জানুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ০৪:২৯:৫৪অপরাহ্ন বিবিধ ১৩ মন্তব্য

অভিমান করেছ?
বুঝেছি চলেতো যাবে।
যাবার আগে একটু কথা কও,
যাতে বুঝিতে পাই
আবার ফিরে আসিতেও পারো।

না হয় ঠোটের কোনে একটু হাসো
যদিও জানি তেমন হাসবেনা
যেমন হাসতে জোৎস্না ভরা রাতে।

আর যদি তা নাই পার
তবে একটু খানি পিছন ফিরে চাও
দেখ আমার চক্ষু যুগল।

আশায় আছি
হয়ত তুমি আটকে যাবে
পাথরের মূর্তির মত।

২.
।।।ভাপা পিঠা।।

দাড়িয়ে থেকে এক নির্জন অধ্যায়, বহুদিন
আমি যে এখন ক্লান্ত।
আবার লোকালয়ে ফিরতে চাই।
মিশে যেতে চাই মানুষের পথের পথে।

আবার আমি লুকোচুরি খেলব
যখন রিমঝিম বৃষ্টিতে ভিজে যাবে
উঠোনের যত ধুলো।

আবার পরে,
কাঁদা আমার খেলার সাথি হবে।

তারপর বকা খাব, অভিমান করব
আদর করবে মা।
আচল ধরে পিছু পিছু ঘুরব
বাস্প উড়ে যাওয়া ভাপা পিঠা খাব।
আমি এই নির্জতনায়
আর থাকতে চাইনা।

১জন ১জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ