চৈত্রে সংক্রান্তি

সিকদার সাদ রহমান ১৭ মার্চ ২০১৯, রবিবার, ০১:৫৮:৩৮অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

…….#চৈত্রে_সংক্রান্তি………….

যায় যদি কেউ চলে
স্মৃতির মায়া ফেলে
আমি সদা হয়ে বিরহিয়া
রব নিশিদিন পানে চেয়ে।

যদি মেলে দেখা,
যা ছিল অদেখা
দুটি আঁখি খুলে,
হয় প্রভুর কৃপায়
কোন বৈশাখী মেলায়
কিংবা পরপারে,
তবু নিবেদন,
তোমা কমল গভীরে
নাই বা পেলাম ছায়া,
শুধু আলো শুধু মায়া,
তবুও চাইবো
ভুলিও না মোরে!

কত দূর চলে গেছ জানি?
মাঝ বরষায় হৃদয়ের টানা টানি,
অকাল প্রয়াত যা ছিল প্রেম হয়ে
চৈত্রে সংক্রান্তি হয়েছে জানি।

সিকদার সাদ রহমান
১৫-০৩-২০১৮

১জন ১জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ