…….#চৈত্রে_সংক্রান্তি………….
যায় যদি কেউ চলে
স্মৃতির মায়া ফেলে
আমি সদা হয়ে বিরহিয়া
রব নিশিদিন পানে চেয়ে।
যদি মেলে দেখা,
যা ছিল অদেখা
দুটি আঁখি খুলে,
হয় প্রভুর কৃপায়
কোন বৈশাখী মেলায়
কিংবা পরপারে,
তবু নিবেদন,
তোমা কমল গভীরে
নাই বা পেলাম ছায়া,
শুধু আলো শুধু মায়া,
তবুও চাইবো
ভুলিও না মোরে!
কত দূর চলে গেছ জানি?
মাঝ বরষায় হৃদয়ের টানা টানি,
অকাল প্রয়াত যা ছিল প্রেম হয়ে
চৈত্রে সংক্রান্তি হয়েছে জানি।
সিকদার সাদ রহমান
১৫-০৩-২০১৮
৭টি মন্তব্য
মনির হোসেন মমি
চমৎকার লাগল কবিতাটি।কত আবেগ কত মায়া যেন লেখার অক্ষরে অক্ষরে।
সিকদার সাদ রহমান
ধন্যবাদ মনির ভাই! অনেক অনেক ভালোবাসা!
মেহেরী তাজ
কবিতা? আচ্ছা …
কিন্তু আমি কবিতা বুঝিনা।
তবে পড়তে ভালোই লেগেছে।।
সিকদার সাদ রহমান
না বুঝেও যা বুঝবেন তা অনেকেই বুঝবে না! অনেক শুভেচ্ছা আপনার জন্যে।
তৌহিদ
এমন আবেগময় নিবেদন কার জন্যে? ভালো লেগেছে লেখাটি ভাই।
সিকদার সাদ রহমান
যে পাঠ করে তার জন্যে। এ মুহুর্তে আপনার জন্যে। শুভেচ্ছা ভাই।
তৌহিদ
ধন্যবাদ জানবেন।