প্রিয় মানুষ,
কেনো রাত ২ টার সময় তোমায় লিখতে ইচ্ছে করলো হঠাৎ, সে মোটামুটি একটা রহস্য। আছো কেমন বলো? খুব মনে পড়ছে তোমায়। সেই সাথে মনে পড়ছে তোমার সাথের চিঠিপত্রের দিনগুলো।
আচ্ছা কতদিন তোমার বাসার সামনের ডাকবাক্স টা চেক করো না বলো তো? কতশত প্রশ্ন করা আছে সেই চিঠিগুলোতে সে কি তুমি জানো?
আমার কিন্তু উত্তরগুলো চাই।
২৬-১২-১৬

= কি করছেন?
– স্টেশনের পাশের চায়ের দোকানে দুটো চায়ের অর্ডার করে বসে আছি?
= দুটো কেনো?
– আপনি আসবেন এক সাথে বসে চা খাবো তাই।
= আমি তো আসতামই কিন্তু শেষ ট্রেনটাও ছেড়ে গেছে, আজ তাই আর আসা হলো না।

প্রিয় মানুষ,
এই যে প্রিয় মানুষ, এতো করে ডাকি পড়ে পড়ে ঘুমাও নাকি? সাড়া দাও না কেন? কেউ ডাকলে বুঝি সাড়া দিতে হয় না?! আজকাল খুব মনে পড়ে তোমায়। রাত, সকাল, দুপুর, মাঝরাত কিচ্ছু মানা মানি নাই সুযোগ পেলেই বসে যায় তোমায় নিয়ে ভাবতে। কি এক অবিচার বলো?
খাচ্ছে আমার, পড়ছে আমার আর ভাবছে, গাইছে তোমায় নিয়ে।
২৮-১২-১৬

= কোথায় এখন?
– প্লাটফর্ম এ দাঁড়িয়ে আছি!
= প্লাটফর্ম এ কেনো?
– বাহ রে। আজ না ট্রেনে করে আপনার আসার কথা?
= সে তো যেতামই। টিকিট টাও কাটাই ছিলো কিন্তু টিপটা যে কোথায় হারিয়েছি খুঁজেই পাচ্ছি না।

প্রিয় মানুষ,
তুমি জানো? দীর্ঘশ্বাসগুলো আকাশে বাতাসে বাড়ি খেয়ে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। একবার কিংবা দুবার নয় বার বার। সব কিছু হারিয়ে গেলেও “দীর্ঘশ্বাস এর প্রতিধ্বনি ” হারায় না কখনও। ফিকে হয়ে আসা প্রতিধ্বনি এক সময় ফিরে এসে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় কারন টাকে।
২২-১২-১৬

-আজ আসছেন তো?
= কোথায়?
-আমার এখানে। একসাথে সমুদ্রপাড়ে হাঁটা যাবে কিছুক্ষন।
= আজ আমি রেডিই ছিলাম ইভেন জগিং স্যুট পড়ে রেডি। বাস, ট্রাক, ট্রেন কিচ্ছু না পাইলে দৌঁড়েই চলে যাবো। কিন্তু শেষ মুহূর্তে আকাশটা এতো কালো হয়ে এলো যে ভয়ই লাগছে।

প্রিয় মানুষ,
ও হ্যালো হ্যালো। আজ আমি শুধুই বলবো আর তুমি শুধুই শুনবে। ঠিক আছে? লেপের মাঝে পা রেখে একা একা বসে আছি। কফি খাচ্ছি। তোমার মত এক মগ ভর্তি করে। আজকাল ধোঁয়া ওঠা কফি দেখলেই তোমার কথা মনে পড়ে। কেনো কফি দেখলেই তোমায় মিস করি বলো তো?
১৫-০১-১৭

= আজ কি করছেন?
– ছাদের উপর ট্যাংকির পাশে দুটো চেয়ার পেতে বসে আছি।
= কেনো?
– প্রথম কথা খুব রোদ, ২য় কথা আপনি আসছেন তাই।
= আজ আমি যেতামই যেতাম কিন্তু হঠাৎ এতো মাথাব্যাথা কি যে বলি।
– হা হা হা…. আপনি খুব মজা করেন। সে আমি জানি।

“আপনি একদিন হঠাৎ আসবেন দেখবো আমি অবাক হয়ে
প্রিয় মানুষ,
“পাগল” নাকি ভাবতে তুমি ডায়েরী হাতে থমকে গিয়ে।

১জন ১জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ