যদি বল এবারই শেষবার,
আর ভুল হবে না,
আর ছেঁড়ে যাবে না কখনও।
ফিরে আসবে ? কেন ?
আমি তো চাই না তোমাকে আর।
আমার যে স্বপ্নের ডানা ভেঙ্গে দিয়েছ,
সেই স্বপ্ন তো আর দেখি না।
আর ভাবি না সে ইচ্ছে গুলো নিয়ে,
যে ইচ্ছে গুলো ধীরে ধীরে-
খুব বেশি সতর্কতার সাথে,
একটার পর একটা ভুল দিয়ে-
নীরবতা দিয়ে ঢেকে দিয়েছ।
আমি তো ভুলেই গিয়েছি,
কখনও কি স্বপ্ন দেখছি ?
যে স্বপ্নে তুমি ছিলে,
দুজনে হাত ধরে,
কোন এক স্রোতস্বিনীর পাড় ধরে,
নিশ্চুপ হেঁটেছি।
কই না তো ! মনে পরছে না তো।
কখনও কি ভুল করেও,
তোমার কোলে মাথা রেখে,
কৃষ্ণচূড়ার ছায়ায় বসে,
একঝাক ইচ্ছে-পাখিদের কে
মৌন আকাশে উড়তে দেখেছি!
কই না তো, মনে পরছে না তো।
হয়তো কেও ছেঁড়ে গিয়েছে বলে,
তাকে নিয়ে দিন রাত ভেবেছি,
হয়তো রাত পেরিয়ে ভোর হয়েছে,
নির্ঘুম থেকেছি।
হয়তো একাকীত্ব কে খুব কাছ থেকে,
অনেক বেশি ভালবেসেছি।
কখনও দুঃখ-পাখি দের খাঁচায় বন্দি করে-
নিশ্চুপ কেঁদেছি।
তাই বলে কি স্মৃতি গুলো ভুলে গিয়েছি ?
কই না তো, কিছু তো ভুলি নি।
তুমি কে ? তুমি বলে তো কেও ছিল না আমার।
মনে পরছে না তো।
তুমি তো এক অচেনা পাখি।
যাকে আমি কখনও চিনতামই না।
কি বলছ আবোলতাবোল,
তুমিই কেন সে হতে যাবে!
যার জন্য এতটাই ভেবেছি, এতটাই কেঁদেছি।
দুঃখিত, চিনতে পারছি না।
ক্ষমা করে দিও,
আর কখনও ফিরে এসো না।
আমি চাই না অচিন পাখিকে-
মিছে মায়ায় বেঁধে রাখতে!
কি দরকার বল ?
পাখি উড়ে বেড়াক আকাশ থেকে আকাশে।
তাতেই তো পাখির আনন্দ।
যখন সময় হবে ক্লান্ত হয়ে নীড়ে ফিরবে,
আমি কেন বেঁধে রাখবো ?
কি ব্যাপার ? কাঁদছ কেন ?
কি মুশকিল, বিব্রত করে দিলে তো আমায়।
তোমার নীড়ে ফিরে যাও পাখি,
আমার কি আছে, বল ?
যে তোমার আগলে রাখবো ?
আমি তো এক নিঃসঙ্গ পথিক।
এবার তবে বিদায় পাখি,
কেঁদো না।
ফিরে যাও নীড়ে।
আমি ছন্নছাড়া হয়ে ঘুরে ফিরি,
আমার আপন পথে,
বিদায় পাখি, ভাল থেকো।
আপন নীড়ে অলংকার হয়ে।
৯টি মন্তব্য
প্রিন্স মাহমুদ
দারুন হয়েছে ।
তওসীফ সাদাত
ধন্যবাদ।
খসড়া
(y)
তওসীফ সাদাত
-{@ (y)
জিসান শা ইকরাম
অনেক সুন্দর একটি কবিতা
ভালো লেগেছে খুব ।
তওসীফ সাদাত
ধন্যবাদ !! 🙂
শুন্য শুন্যালয়
ভালো লেগেছে অনেক… এমন টাই চাই…
তওসীফ সাদাত
ভালো লেগেছে জেনে খুশি হলাম 🙂
আফ্রি আয়েশা
ভালো হইছেরে 🙂