যে পথ ধরে যাই, চিহ্ন রেখে যাই
হাতের চুড়ি, চুলের কাঁটা
পায়ের ছাপে পরবে ধুলোর ঢেউ,
পিছু নেবে কি ভুল করে কেউ?
যা দেবার রয়ে গেছে পিছে।
এ আমার ই পণ ;
যেন নিজের ভুলে না জড়াই,
যেন ভুল করেও ফেরার পথে এ পথে না ফিরি;
শুধু চিহ্ন গুলো বেখেয়ালে কেউ দুমড়ে না দিয়ে যায়…………
লীলাবতী বলেছেনঃ
এতো ভালো কিভাবে লেখেন আপু? কত অল্প কথায় লিখলেন। আমি আপনার সাথে যাবো আপু।
মা মাটি দেশ বলেছেনঃ
যে দিক দিয়ে যাই চিহ্ন দিয়েই যাই”বেশ চমৎকার বাক্য।
ছাইরাছ হেলাল বলেছেনঃ
না ,না , খেয়ালে বা বেখেয়ালেও কেউ দুমড়ে যাবে না এটি নিশ্চিত করেই বলতে পারি ।
এ পথে কেউ ফিরে না এলেও ।
কম লিখলে যদি এমন লেখা হয় তবে কমই ভাল ।
জিসান শা ইকরাম বলেছেনঃ
ফটোর সাথে লেখার অপুর্ব সমন্বয় ।
আপনার রেখে যাওয়া স্মৃতি তা যাই হোক
সবাই যত্নের সাথেই তা ধরে রাখবে ।
ফেরার পথে না ফেরার এত আকাংখা আপনাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে।
মশাই বলেছেন: এতো মানুষের প্রশংসা পাওয়ার পরও কেন লিখতে দ্বিধা জাগে মনে? আপনার এই লেখা দেখেতো ইচ্ছা করছে আমার পুরোনো লেখাগুলো মুছে দিয়ে আগে বিনা বেতনে ক্লাস শুরু করি আপনার কাছে। কি গভীর চিন্তা ধারা আমিতো বিস্মিত হয়েছি কারণ আপনার আগের লেখাগুলো আমি পড়েছি মনে হয় না আগে এমন গভীরতা ছিলো। কার বর পেলেন বলতে চাইলে বলতে পারেন।
আপনার টিকিটির দেখাও পাইনি ,
আপনাদের এ যোগসাজোশে মানি না ,মানব না ।
শুন্য শুন্যালয়
আগে শুনেছিলাম চোরের মা-র বড় গলা, এখন দেখি চোরের ছেলে, বাবা, চাচা সবার বড় গলা :p
পড়ায় ফাঁকি দিতে গিয়ে এইট এন্ড হাফ অর্ধেক দেখে ফেলেছি, বাকিটা সুযোগ পাইনি।। আবার পুরোটা দেখে ফেলবো, সাবটাইটেল দেখতে গেলে এক্সপ্রেশন মিস হয়ে যায়, আর পুরো নির্যাস পেতে গেলে দুবার দেখা চাই-ই।। marcello is superb.. (y)
মুভি কিন্তু আমার অনেক প্রিয়, সর্বভুক বললে ভুল হবেনা… বোদ্ধা নই অবশ্য তবে চেস্টা করি…অনেক দেশের ছবি সম্পর্কেই কিঞ্চিত ধারনা আছে, আপনার কাছ থেকে আরো জানতে পারবো এটা ভেবে ভালো লাগছে।।
তা কবে থেকে শুরু হচ্ছে ? আর কী ছবি দিয়ে শুরু হচ্ছে ?
মশাই
the wind will carry us এই মুভিটা দেখার চেষ্টা করা হবে আগামী সপ্তাহের প্রথম দিকে। শুরু করা আর কি বুঝেন না ভাইয়া। এটাই দেখবো যদি আমার horror মুভির প্রতি আকর্ষণ বেশি। wrong turn এর প্রতিটি পর্ব আমি দেখেছি। আর বিখ্যাত কোনো পরিচালকের মুভি দেখার সৌভাগ্য হয়নি মনে হয় আমার কারণ পরিচালকের নামই তো আমি তেমন জানি না।
এই ছবি দিয়ে শুরু হলে হররের ভুত পালিয়ে যাবে ।
আর দু’একজন পরিচালকের নাম বলে দিতে পারব । তাছাড়া আমাদের সাহায্য করবেন এমন কথা দেয়া একজন আছে ।
মশাই
খেতে বসেছিলাম বলে বিলম্ব হলো। সাহায্যকারী যখন রয়েছে তাহলে নির্ভাবনায় এগিয়ে যাওয়ার আশা করতেই পারি। বলে দিন কিছু ছবির নাম যা সহজে বের করে দেখে তৃপ্ত হবো। তবে প্রথমে the wind will carry us টা দেখবো। বলে দিন না কিছু নাম যাতে বের করতে সহজ হয়। আপনিতো দেখেই ফেলেছেন এবার আমাদেরকে একটু দেখার সুযোগ করে দিন।
দুবার দেখতেও আমার পনের দিন লাগবে। দেখা শেষ হলে জানাবো কি দেখেছি। যেখানে অপেক্ষা নামক কবিতাটি রয়েছে সেখানে ভাল কিছু পাবো বলেই আশা করছি কিন্তু আমি বুঝবো কিনা সন্দেহ থেকেই গেল দেখার আগ পর্যন্ত।
পনের দিন লাগুক ।
অপেক্ষায় ছবিটি পাওয়া যাবে কিনা দেখা যাক ।
সব বুঝে ফেলব আমরা এমন না , যা বুঝি ভুল বা শুদ্ধ তাই -ই আমারা শুনব ।
মশাই
ঠিকই বলেছেন শ্রদ্ধেয় সবাই বুঝবে বলে কথা নেই। যতটুকু বুঝবো ততটুকুই বলবো। আচ্ছা এই যে সদ্য দেখে এসেছে সে কিছু বলছে না কেন? youtube থেকে ডাউনলোডের চেষ্টা করবো।
সে এখন ব্যস্ত লেখাপড়া নিয়ে , আর ছবিতো অর্ধেক দেখেছে মাত্র ।
মশাই
কোন জনমে শেষ হবে তা কে জানে? সবাইতো আর অপেক্ষা সহ্য করতে পারে না।
শুন্য শুন্যালয়
এই যে এসে গেছি, আমি ওটা YOUTUBE এ দেখেছি, আর পুরোটাই দেখেছি হুম…
eight and half, half দেখেছি।। অপেক্ষা করতে বুঝি আমাদের ভালো লাগে?
তবে আপনি গুড বয়, বেশি অপেক্ষা করিয়ে রাখেন না, লেখা দিয়েছেন দেখেছি কিন্তু।।ধন্যবাদ।
তা’তো অবশ্যই ঠেকেই করতে হবে আর কি। কিছুইতো আর করার নেই। লেখাপড়ার ভাব ধরে নেমেছে অপেক্ষার রাস্তা প্রসারণ করার কাজে। উনাকে আর কি বলবো; যারা দেখেছে তারাই তো চুপ করে আছে। থাক থাক।
ক্লাসিক ছবির রাজ্যে নাদান বালক মাত্র আমি , আমি তা জানি ও বুঝি ।
আর বুঝি বেশ ভাল করেই , এ কথা এজন্য বলছি এই সব পরিচালক বিশাল সমুদ্র ।
কিনারা বিহীন , তাই বলে সাতার কাটার সাহস না থাকলেও বালুকাবেলায় নুড়ি কুড়নো কেউ আটকাতে পারবে না ।
ওরা সাধারণত একজন আর একজনকে কখনও ভাই বলে না , আমি অন্তত কোথাও পড়িনি , একজন অন্যজনকে অনেক আপন ও শ্রদ্ধা করতেন । তাই অমন করে বলেছেন ।
Bergman বলেছেন আরও সুন্দর ,’আমি যখন ছবির কথা ভাবি বা ছবির রাজ্যে প্রবেশ করতে চাই তখন দেখি ছবির ঘরে আমার আগেই ফেলেনি ও আকিরি কুরুছোয়া পৌছে গেছে ।’
এই কুরুছোয়াও আমার পছন্দের একজন ।
আপনি আগ্রহী হলে নিজেই জানতে পারবেন ।
মশাই
দাড়ান দাড়ান ভাইয়া। এটা নিয়ে বিস্তারিত রাতে কথা বলবো এসে।
মশাই
না ভাইয়া আমারে দিয়ে ছবি হবে না। ও অনেক বড় শিল্প।থাক আমি এই ছবির দেখার দিকে পা বাড়াবো না আপনারা আপনারা যা যা বলবেন তা তা শুনে শুনে শুনে হা হা করে করে না কেদে বরং চুপ চুপ করে বসে বসে আড়ালে থেকে থেকে ঘাপটি মেরে মেরে দেখে দেখে দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়ে দিবো।
শুন্য শুন্যালয়
আমি ভাব ধরেছি? 🙁 একে তো লেখাপড়ার এই জঘন্য রাস্তা শেষ আর হয়না, আরেক দিকে লোকের কথা ।। একটু দোয়া খায়ের করলেও তো পারেন 🙁
আরে আপনি আছেন বলেই না ছবি আর মুভি নিয়ে কথা বলতে পারছি ,
এই ব্লগে একজন ছবি নিয়ে দুটো পোষ্ট দিয়েছিল , তারপর আর পাইনি , এখন মনে হচ্ছে
তাকে বড়ই আমাদের প্রয়োজন । ভাবছি মেইল করে যোগাযোগের চেষ্টা করব ।
আপনি এই লেখা দুটো অবশ্যই পড়ে দেখবেন ।
নাহ, স্বিকার করতেই হচ্ছে, মনের কথা বোঝার গুন আছে আপনার।। মুভি রিভিউ কেমন করে লিখতে হয়, এজন্য গতকাল কেই ঢু দিয়েছিলাম অই বিভাগে, এবং সব কয়টা পোস্ট ই দেখে এসেছি, অনেক ধন্যবাদ। তা সে কোথায় গেলো ? টিনের বাক্সে দেয়ার মতো কিচ্ছু নাই রে ভাই, বড়ই গরীব আমি, এখন নেয়ার পালা শুধু।।
না ,এমন গুনে গুণান্বিত নই মহাত্মন ।
তাকে আর পাব কিনা বুজতে পারছি না , তার লেখা আমার পছন্দ হয়েছিল।এ যাত্রা আপনি যদি অনুগ্রহ করে শুরু করে দেন তাহলে আমার বাঁচার পথ পাই ।
সেই গরীবটাই ফেলে দেখুন বাক্সে ।
শুন্য শুন্যালয়
তা আপনি কোন কাজটা করবেন শুনি ? এতো যে সময় নষ্ট করেছেন, প্রতিদান বলেও তো একটা কথা আছে, শীঘ্রই শুরু করুন বলে দিলাম ।
আহারে , আমিই যদি তালেবর হব তাহলে আর আপনাদের এত এত অনুরোধ করি ।
যে কাজটি কখনও করিনি তা কী ভাবে করব বুঝতে পারছিনা । ঐ পোস্ট পরে তাঁকে পাকা লোক
মনে হয়েছে। অমন করে আমার লিখতে সাহস হচ্ছে না । আপনি শুরু করলে একটু বাড়তি সাহস পেতাম ।
এবারের মত আপনি উদ্ধার করুণ ।
কি করবো তো আমি যে কিছুই বঝি না এইসব। কত ইচ্ছে করি আপনাদের সাথে একটু বসে আড্ডা ফাড্ডা দেই কিন্তু এমন কিছু বিষয় আসে যা আমি চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নেই।
মশাই
না ভাইয়া আমারে দিয়ে ছবি হবে না। ও অনেক বড় শিল্প।থাক আমি এই ছবির দেখার দিকে পা বাড়াবো না আপনারা আপনারা যা যা বলবেন তা তা শুনে শুনে হা হা করে করে না কেদে, বরং চুপ চুপ করে বসে বসে আড়ালে থেকে থেকে, ঘাপটি মেরে মেরে দেখে দেখে দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়ে দিবো।
৮০টি মন্তব্য
লীলাবতী
এতো ভালো কিভাবে লেখেন আপু? কত অল্প কথায় লিখলেন। আমি আপনার সাথে যাবো আপু। -{@
শুন্য শুন্যালয়
যাবেন? বাড়ী ফেরার জন্য পরে কান্না করবেন নাতো?
মা মাটি দেশ
যদি ভূল না হয় তবে ঐ ছবির শামুখটি কি আপনার বাসায় ছিল তবে কথা সত্য যে দিক দিয়ে যাই চিহ্ন দিয়েই যাই”বেশ চমৎকার বাক্য। পাওনা হলেন-{@
শুন্য শুন্যালয়
ভুল তো হতেই পারেনা 🙂 , হুম দুটো মেহমান শামুক এসেছিলো বাড়ীতে ।। ধন্যবাদ ভাইয়া ।।
ছাইরাছ হেলাল
না ,না , খেয়ালে বা বেখেয়ালেও কেউ দুমড়ে যাবে না এটি নিশ্চিত করেই বলতে পারি ।
এ পথে কেউ ফিরে না এলেও ।
কম লিখলে যদি এমন লেখা হয় তবে কমই ভাল ।
শুন্য শুন্যালয়
পিছু যখন কেউ নেবেই না, চিহ্ন গুলো অক্ষতই তো থাকা উচিত।।
ভাবছি এখন থেকে যা ইচ্ছে লিখবো, কেউ ভালো না বললে বয়েই গেলো 🙁
ছাইরাছ হেলাল
হ্যা, সোনেলায় আপনার রেখে দেওয়া চিহ্ন জ্বল জ্বল করছে ,
তাই আপনার লেখার পিছু নিতে চাই-ই , কিন্তু সাধ আর সাধ্যের বিস্তর ফারাক ।
আরও করতে হবে প্রশংসা ?
মশাই
আজকে আপনি আবার কোথায় চলে গেলেন????
শুন্য শুন্যালয়
এই যে এলাম তো। চললেন নাকি? have a sweet dream .
শুন্য শুন্যালয়
আমি বুঝি তাই বলেছি? :Cry:
আগাম ভাগাম বলে দিলাম লেখা যাচ্ছে তাই হবে, না লিখলে আবার লোকে খোঁটা দেবে।।
@ছাইরাছ ভাইয়া
ছাইরাছ হেলাল
খোঁটাও চলবে , লেখাও দিতে হবে ,
ভাল বা মন্দ সেটি পাঠকের ব্যাপার ,আপনার না ।
লেখা চলবে ।
জিসান শা ইকরাম
ফটোর সাথে লেখার অপুর্ব সমন্বয় ।
আপনার রেখে যাওয়া স্মৃতি তা যাই হোক
সবাই যত্নের সাথেই তা ধরে রাখবে ।
ফেরার পথে না ফেরার এত আকাংখা আপনাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে।
শুভ কামনা ।
শুন্য শুন্যালয়
এভাবে পণ করলে একদিন সব পথ কিন্তু ফুরিয়ে যাবার কথা, সেদিন কি হবে বন্ধু?
মিথুন
(y)
শুন্য শুন্যালয়
ধন্যবাদ আপনাকে…
খসড়া
আমি বিধাতার বুকে এঁকে যাব পদচিহ্ন।
শুন্য শুন্যালয়
বড় কঠিন কাজ … 🙂
মশাই
লীলাবতী বলেছেনঃ
এতো ভালো কিভাবে লেখেন আপু? কত অল্প কথায় লিখলেন। আমি আপনার সাথে যাবো আপু।
মা মাটি দেশ বলেছেনঃ
যে দিক দিয়ে যাই চিহ্ন দিয়েই যাই”বেশ চমৎকার বাক্য।
ছাইরাছ হেলাল বলেছেনঃ
না ,না , খেয়ালে বা বেখেয়ালেও কেউ দুমড়ে যাবে না এটি নিশ্চিত করেই বলতে পারি ।
এ পথে কেউ ফিরে না এলেও ।
কম লিখলে যদি এমন লেখা হয় তবে কমই ভাল ।
জিসান শা ইকরাম বলেছেনঃ
ফটোর সাথে লেখার অপুর্ব সমন্বয় ।
আপনার রেখে যাওয়া স্মৃতি তা যাই হোক
সবাই যত্নের সাথেই তা ধরে রাখবে ।
ফেরার পথে না ফেরার এত আকাংখা আপনাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে।
মশাই বলেছেন: এতো মানুষের প্রশংসা পাওয়ার পরও কেন লিখতে দ্বিধা জাগে মনে? আপনার এই লেখা দেখেতো ইচ্ছা করছে আমার পুরোনো লেখাগুলো মুছে দিয়ে আগে বিনা বেতনে ক্লাস শুরু করি আপনার কাছে। কি গভীর চিন্তা ধারা আমিতো বিস্মিত হয়েছি কারণ আপনার আগের লেখাগুলো আমি পড়েছি মনে হয় না আগে এমন গভীরতা ছিলো। কার বর পেলেন বলতে চাইলে বলতে পারেন।
শুন্য শুন্যালয়
ধুর কিসের গভীরতা? ভালোই তো, আপনাদের লেখা দেখলে আমার আর লিখতে মন চায়না, আর আপনি বলছেন উল্টোটা ।। বর পেতে কপাল লাগে, সবার কি আর মশাই এর মতো কপাল হয় ?
মশাই
ঘরের মালিক কোথায়??? আশেপাশে কোনো প্রতিবেশীকেও দেখছি না। ^:^
শুন্য শুন্যালয়
কাল সারাদিন বসে ছিলাম, কারো টিকিটার দেখা পাইনি, আপনাদের এই যোগসাজোস কিন্তু আমার একদম সহ্য হচ্ছেনা 🙁
ছাইরাছ হেলাল
আপনার টিকিটির দেখাও পাইনি ,
আপনাদের এ যোগসাজোশে মানি না ,মানব না ।
শুন্য শুন্যালয়
আগে শুনেছিলাম চোরের মা-র বড় গলা, এখন দেখি চোরের ছেলে, বাবা, চাচা সবার বড় গলা :p
পড়ায় ফাঁকি দিতে গিয়ে এইট এন্ড হাফ অর্ধেক দেখে ফেলেছি, বাকিটা সুযোগ পাইনি।। আবার পুরোটা দেখে ফেলবো, সাবটাইটেল দেখতে গেলে এক্সপ্রেশন মিস হয়ে যায়, আর পুরো নির্যাস পেতে গেলে দুবার দেখা চাই-ই।। marcello is superb.. (y)
ছাইরাছ হেলাল
দু’বার নয় অনেক বার দেখতে হবে ।
বড় গলা ! সে তো আপনাকে দেখেই শেখা!
ছাইরাছ হেলাল
ফেলিনির নিজের পছন্দের ছবি এটি ।
মশাই
এভাবে চিত্কার করলে কি ঘুমানো যায়? আপনাদের মনে কি একটুও দয়া মায়া নেই? ^:^
ছাইরাছ হেলাল
ঘুমিয়ে কেউ কোন দিন কিছু হতে পারেনি ।
তাই না ঘুমানোই উত্তম ।
শুন্য শুন্যালয়
ঘুমের মধ্যে কাওকে লিখতে দেখেছেন ছাইরাছ ভাইয়া, আমি কিন্তু দেখতে পাচ্ছি…
শুন্য শুন্যালয়
ঘুমুতে গেলে আগে মন বন্ধ করুন, তারপর চোখ বন্ধ করুন @মশাই
ছাইরাছ হেলাল
সে আমিও দেখতে পাচ্ছি , এক চোখে ঘুমোচ্ছে ,
অন্য চোখে এই সামান্য একটু খুলে মোবাইলে লিখছে ।
সবই ঘুমের মধ্যে হচ্ছে ।
শুন্য শুন্যালয়
ফেলিনির বায়োগ্রাফি ই বলছে অনেকে… তবে marcello র একটা একটা এক্সপ্রেশন অসাধারন।।
ছাইরাছ হেলাল
আপনি তো দেখছি বোদ্ধা দর্শক ।
যাক এতদিনে কাউকে পেলাম মুভি নিয়ে কথা বলার ।
শুন্য শুন্যালয়
মুভি কিন্তু আমার অনেক প্রিয়, সর্বভুক বললে ভুল হবেনা… বোদ্ধা নই অবশ্য তবে চেস্টা করি…অনেক দেশের ছবি সম্পর্কেই কিঞ্চিত ধারনা আছে, আপনার কাছ থেকে আরো জানতে পারবো এটা ভেবে ভালো লাগছে।।
ছাইরাছ হেলাল
কে কার কাছে জানবে সে কথা কিন্তু হচ্ছে না ।
আমি সর্বভুক নই কোনভাবেই,তবে পৃথিবীর বিখ্যাত কিছু পরিচালকের নাম জেনেছি ।
এবারে আরও জানার পালা আমার ।
শুন্য শুন্যালয়
আমি অনেক ধরনের মুভিই দেখি, সেই অর্থে সর্বভুক, জানি বলে নয় কিন্তু 🙂
যা জেনেছেন তা জানালেই চলবে, নইলে হাজার হাজার ভিড়ে খুজতে হবে…
ছাইরাছ হেলাল
অবশ্যই জানাব এবং জানব ।
আমি যা জানাব তাতে আপনার বেশি কিছু খুঁজতে হবে না ।
মশাই
চলুক মুভি দেখাদেখি। ভাল কথা আমিও দেখার প্রস্তুতি নিচ্ছি কিন্তু তবে হয়তো আপনাদের মত বুঝতে পারবো না তবে চেষ্টা করে দেখবো অবশ্যই।
ছাইরাছ হেলাল
তা কবে থেকে শুরু হচ্ছে ? আর কী ছবি দিয়ে শুরু হচ্ছে ?
মশাই
the wind will carry us এই মুভিটা দেখার চেষ্টা করা হবে আগামী সপ্তাহের প্রথম দিকে। শুরু করা আর কি বুঝেন না ভাইয়া। এটাই দেখবো যদি আমার horror মুভির প্রতি আকর্ষণ বেশি। wrong turn এর প্রতিটি পর্ব আমি দেখেছি। আর বিখ্যাত কোনো পরিচালকের মুভি দেখার সৌভাগ্য হয়নি মনে হয় আমার কারণ পরিচালকের নামই তো আমি তেমন জানি না।
ছাইরাছ হেলাল
এই ছবি দিয়ে শুরু হলে হররের ভুত পালিয়ে যাবে ।
আর দু’একজন পরিচালকের নাম বলে দিতে পারব । তাছাড়া আমাদের সাহায্য করবেন এমন কথা দেয়া একজন আছে ।
মশাই
খেতে বসেছিলাম বলে বিলম্ব হলো। সাহায্যকারী যখন রয়েছে তাহলে নির্ভাবনায় এগিয়ে যাওয়ার আশা করতেই পারি। বলে দিন কিছু ছবির নাম যা সহজে বের করে দেখে তৃপ্ত হবো। তবে প্রথমে the wind will carry us টা দেখবো। বলে দিন না কিছু নাম যাতে বের করতে সহজ হয়। আপনিতো দেখেই ফেলেছেন এবার আমাদেরকে একটু দেখার সুযোগ করে দিন।
ছাইরাছ হেলাল
এটিই বার দুয়েক দেখুন আগে ।
এবং দু’চার লাইনে আমদের বলতে হবে কী দেখলেন ।
মশাই
দুবার দেখতেও আমার পনের দিন লাগবে। দেখা শেষ হলে জানাবো কি দেখেছি। যেখানে অপেক্ষা নামক কবিতাটি রয়েছে সেখানে ভাল কিছু পাবো বলেই আশা করছি কিন্তু আমি বুঝবো কিনা সন্দেহ থেকেই গেল দেখার আগ পর্যন্ত।
ছাইরাছ হেলাল
পনের দিন লাগুক ।
অপেক্ষায় ছবিটি পাওয়া যাবে কিনা দেখা যাক ।
সব বুঝে ফেলব আমরা এমন না , যা বুঝি ভুল বা শুদ্ধ তাই -ই আমারা শুনব ।
মশাই
ঠিকই বলেছেন শ্রদ্ধেয় সবাই বুঝবে বলে কথা নেই। যতটুকু বুঝবো ততটুকুই বলবো। আচ্ছা এই যে সদ্য দেখে এসেছে সে কিছু বলছে না কেন? youtube থেকে ডাউনলোডের চেষ্টা করবো।
ছাইরাছ হেলাল
সে এখন ব্যস্ত লেখাপড়া নিয়ে , আর ছবিতো অর্ধেক দেখেছে মাত্র ।
মশাই
কোন জনমে শেষ হবে তা কে জানে? সবাইতো আর অপেক্ষা সহ্য করতে পারে না।
শুন্য শুন্যালয়
এই যে এসে গেছি, আমি ওটা YOUTUBE এ দেখেছি, আর পুরোটাই দেখেছি হুম…
eight and half, half দেখেছি।। অপেক্ষা করতে বুঝি আমাদের ভালো লাগে?
তবে আপনি গুড বয়, বেশি অপেক্ষা করিয়ে রাখেন না, লেখা দিয়েছেন দেখেছি কিন্তু।।ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
সবাই -ই অপেক্ষা করতে পারে , কেউ এমনিতেই পারে আবার কেউ কেউ পারে ঠেকে ।
আপনি এক দলে পরবেন নিশ্চয়-ই ।
মশাই
তা’তো অবশ্যই ঠেকেই করতে হবে আর কি। কিছুইতো আর করার নেই। লেখাপড়ার ভাব ধরে নেমেছে অপেক্ষার রাস্তা প্রসারণ করার কাজে। উনাকে আর কি বলবো; যারা দেখেছে তারাই তো চুপ করে আছে। থাক থাক।
ছাইরাছ হেলাল
চুপ না থেকে উপায় কী ?
তবে ফেলিনি একজনকে বলেছিল ‘আমার ভাই’ , সে আমার সব থেকে প্রিয়।
Ingmar Bergman (1918–2007) ।
মশাই
এটা দিয়ে কি বুঝলেন সেটা এখনই বলেন। এখনি বলতে হবে আপনাকে।
ছাইরাছ হেলাল
ক্লাসিক ছবির রাজ্যে নাদান বালক মাত্র আমি , আমি তা জানি ও বুঝি ।
আর বুঝি বেশ ভাল করেই , এ কথা এজন্য বলছি এই সব পরিচালক বিশাল সমুদ্র ।
কিনারা বিহীন , তাই বলে সাতার কাটার সাহস না থাকলেও বালুকাবেলায় নুড়ি কুড়নো কেউ আটকাতে পারবে না ।
ওরা সাধারণত একজন আর একজনকে কখনও ভাই বলে না , আমি অন্তত কোথাও পড়িনি , একজন অন্যজনকে অনেক আপন ও শ্রদ্ধা করতেন । তাই অমন করে বলেছেন ।
Bergman বলেছেন আরও সুন্দর ,’আমি যখন ছবির কথা ভাবি বা ছবির রাজ্যে প্রবেশ করতে চাই তখন দেখি ছবির ঘরে আমার আগেই ফেলেনি ও আকিরি কুরুছোয়া পৌছে গেছে ।’
এই কুরুছোয়াও আমার পছন্দের একজন ।
আপনি আগ্রহী হলে নিজেই জানতে পারবেন ।
মশাই
দাড়ান দাড়ান ভাইয়া। এটা নিয়ে বিস্তারিত রাতে কথা বলবো এসে।
মশাই
না ভাইয়া আমারে দিয়ে ছবি হবে না। ও অনেক বড় শিল্প।থাক আমি এই ছবির দেখার দিকে পা বাড়াবো না আপনারা আপনারা যা যা বলবেন তা তা শুনে শুনে শুনে হা হা করে করে না কেদে বরং চুপ চুপ করে বসে বসে আড়ালে থেকে থেকে ঘাপটি মেরে মেরে দেখে দেখে দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়ে দিবো।
শুন্য শুন্যালয়
আমি ভাব ধরেছি? 🙁 একে তো লেখাপড়ার এই জঘন্য রাস্তা শেষ আর হয়না, আরেক দিকে লোকের কথা ।। একটু দোয়া খায়ের করলেও তো পারেন 🙁
ছাইরাছ হেলাল
আরে আপনি আছেন বলেই না ছবি আর মুভি নিয়ে কথা বলতে পারছি ,
এই ব্লগে একজন ছবি নিয়ে দুটো পোষ্ট দিয়েছিল , তারপর আর পাইনি , এখন মনে হচ্ছে
তাকে বড়ই আমাদের প্রয়োজন । ভাবছি মেইল করে যোগাযোগের চেষ্টা করব ।
আপনি এই লেখা দুটো অবশ্যই পড়ে দেখবেন ।
টিনের বাক্সে কিছু না ফেলে দোয়া চাওয়া ঠিক না
https://sonelablog.com/archives/author/shadman-shakib
শুন্য শুন্যালয়
নাহ, স্বিকার করতেই হচ্ছে, মনের কথা বোঝার গুন আছে আপনার।। মুভি রিভিউ কেমন করে লিখতে হয়, এজন্য গতকাল কেই ঢু দিয়েছিলাম অই বিভাগে, এবং সব কয়টা পোস্ট ই দেখে এসেছি, অনেক ধন্যবাদ। তা সে কোথায় গেলো ? টিনের বাক্সে দেয়ার মতো কিচ্ছু নাই রে ভাই, বড়ই গরীব আমি, এখন নেয়ার পালা শুধু।।
ছাইরাছ হেলাল
না ,এমন গুনে গুণান্বিত নই মহাত্মন ।
তাকে আর পাব কিনা বুজতে পারছি না , তার লেখা আমার পছন্দ হয়েছিল।এ যাত্রা আপনি যদি অনুগ্রহ করে শুরু করে দেন তাহলে আমার বাঁচার পথ পাই ।
সেই গরীবটাই ফেলে দেখুন বাক্সে ।
শুন্য শুন্যালয়
তা আপনি কোন কাজটা করবেন শুনি ? এতো যে সময় নষ্ট করেছেন, প্রতিদান বলেও তো একটা কথা আছে, শীঘ্রই শুরু করুন বলে দিলাম ।
ছাইরাছ হেলাল
ডাউনলোডে সমস্যা ?
মশাই
না ভাইয়া ডাউনলোড করে ফেলেছি। মন বিক্ষিপ্ত তাই।
ফরহাদ ফিদা হুসেইন
বাহ্!
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ। মাঝে মাঝে এমন এসে পড়লে খুশি হবো ।।
ছাইরাছ হেলাল
আহারে , আমিই যদি তালেবর হব তাহলে আর আপনাদের এত এত অনুরোধ করি ।
যে কাজটি কখনও করিনি তা কী ভাবে করব বুঝতে পারছিনা । ঐ পোস্ট পরে তাঁকে পাকা লোক
মনে হয়েছে। অমন করে আমার লিখতে সাহস হচ্ছে না । আপনি শুরু করলে একটু বাড়তি সাহস পেতাম ।
এবারের মত আপনি উদ্ধার করুণ ।
শুন্য শুন্যালয়
দিয়ে দিলাম যাচ্ছে তাই একটা, কিভাবে করবেন বুঝতে পারছেন না? এতো বুঝে কবে কে কি করেছে?
ছাইরাছ হেলাল
বুঝতে পারার শেষ নেই , তাই বেশি বোঝার চেষ্টা ও ঠিক না ।
মেনে নিচ্ছি সভয়ে ।
মশাই
কি-ই-ই-করি,
থেমে আছে ঘড়ি।
সময় দেয় না পাড়ি,
কখন যাবো বাড়ি? ^:^
ছাইরাছ হেলাল
এই হল আপনার বিস্তারিত !
মশাই
কি করবো তো আমি যে কিছুই বঝি না এইসব। কত ইচ্ছে করি আপনাদের সাথে একটু বসে আড্ডা ফাড্ডা দেই কিন্তু এমন কিছু বিষয় আসে যা আমি চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নেই।
মশাই
না ভাইয়া আমারে দিয়ে ছবি হবে না। ও অনেক বড় শিল্প।থাক আমি এই ছবির দেখার দিকে পা বাড়াবো না আপনারা আপনারা যা যা বলবেন তা তা শুনে শুনে হা হা করে করে না কেদে, বরং চুপ চুপ করে বসে বসে আড়ালে থেকে থেকে, ঘাপটি মেরে মেরে দেখে দেখে দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়ে দিবো।
শুন্য শুন্যালয়
ভালো ডিসিশান ।। 🙂
প্রিন্স মাহমুদ
কোন এক অদ্ভুত কারণে আপনার লেখায় আমার সম্ভবত কখনো মন্তব্য দেয়া হয়নি ।
আজ দিলাম । আমি আপনার সাথে যাব ।
শুন্য শুন্যালয়
পথ যে শেষ হতে চললো, তবু যেতে চাইছেন শুনে ভালোই লাগলো।।
প্রত্যাবর্তন
মানুষ চলে যাবে, তাই কিছু স্মৃতি চিহ্ন রেখে যেতে যায় যাতে তাকে কেউ ভুলে না যায় ।
শুন্য শুন্যালয়
বেঁচে থাকবার আকুলতা মানুষের সবসময়, তাই চলে গিয়েও থেকে যেতে চায়।
অরণ্য
অনেক উঁচু মানের আপনার কবিচিত্ত। দীর্ঘজীবি হোক আপনার কবি সত্ত্বা।
শুন্য শুন্যালয়
আমাকে কবি বললে আমি লজ্জিত হই। এগুলো প্রলাপ। পুরনো লেখায় মন্তব্য দেখে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
নীতেশ বড়ুয়া
“শুধু চিহ্ন গুলো বেখেয়ালে কেউ দুমড়ে না দিয়ে যায়”… -{@ (3
শুন্য শুন্যালয়
চিহ্ন ধরে ধরে চলে এলেন? 🙂
ধন্যবাদ দাদা -{@