চিহ্ন ।

শুন্য শুন্যালয় ২৬ মে ২০১৪, সোমবার, ০১:৩১:২৪অপরাহ্ন বিবিধ ৮০ মন্তব্য

যে পথ ধরে যাই, চিহ্ন রেখে যাই
হাতের চুড়ি, চুলের কাঁটা
পায়ের ছাপে পরবে ধুলোর ঢেউ,
পিছু নেবে কি ভুল করে কেউ?
যা দেবার রয়ে গেছে পিছে।
এ আমার ই পণ ;
যেন নিজের ভুলে না জড়াই,
যেন ভুল করেও ফেরার পথে এ পথে না ফিরি;
শুধু চিহ্ন গুলো বেখেয়ালে কেউ দুমড়ে না দিয়ে যায়…………

 

১জন ১জন
0 Shares

৮০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ