– এক কাপ চায় কয় চামচ চুমু দেবো ?
= এক কাপ চুমুতে এক চামচ চা দে
– এত চুমু দিয়ে চা খেলে তোর ডায়াবেটিস হবে
= চুমু বেশি খেলে ডায়াবেটিস হয় এমন কথা কোন ডাক্তার আজ পর্যন্ত বলেনি
– উম,বুঝেছি আপনি অনেক পণ্ডিত
= চা না কফি খাবো
– হঠাৎ কফি কেনো?
= কফি তেতো, চুমু বেশি দিতে হবে তাই
– অভিজ্ঞতা আছে মনে হয়
= মানে?অভিজ্ঞতা পাবো কোথায়?
– যা চা কফি কিছুই পাবি না, আগে বল কফি এমন করে বানিয়ে খাইয়েছে কে ?
= তোরও অভিজ্ঞতা আছে মনে হয়?
– মানে?
= চা চুমু দিয়ে বানালে চিনি দিতে হবেনা,এটা তুই জানলি কিভাবে?
– স্বপ্ন ভালো হবেনা বলছি
= আগে বল এমন করে চা বানিয়ে খাইয়েছ কাকে?
– আমি তোর মত নাকি?
= আমি তোর মত নাকি?
– লাভ ইউ
= লাভ ইউ , স্যরি (3
– স্যরি (3
– এই নে ধর তোর কফি
= দে, তোর কফিতে কয় চামচ চুমু মিশিয়ে দেবো?
– এক কাপ চুমুতে আধা চামচ কফি
= আয় 🙂
পাখির ডাকে ভোর হয়
স্বপ্নে কেনো বিরতি হয়?
২৮টি মন্তব্য
লীলাবতী
– এত চুমু দিয়ে চা খেলে তোর ডায়াবেটিস হবে
= চুমু বেশি খেলে ডায়াবেটিস হয় এমন কথা কোন ডাক্তার আজ পর্যন্ত বলেনি
– উম,বুঝেছি আপনি অনেক পণ্ডিত :D) গরাগরি খাচ্ছি স্বপ্ন ভাইয়া 🙂 শুধু কথা দিয়ে একটি সুন্দর,কোমল পোষ্ট দিলেন। এমন পোষ্ট স্বপ্ন ভাইয়াকেই মানায়।আপনার স্বপ্ন যে কবে বাস্তব হবে ? -{@
স্বপ্ন
কত কি যে স্বপ্ন দেখি আপু। দোয়া করবেন,সব যেনো বাস্তব হয়।
বনলতা সেন
উহ্, নো ঝগড়া-ঝগড়ি।
চা বা কফি সমান সমান করে চালু থাকুক।
স্বপ্ন
ঝগড়া ঝাটি লেগেই থাকে দিদি। তবে এমনি এমনি করি :p চালু থাকবে।
শুন্য শুন্যালয়
বাহ্ চা কফি যে এতো মিস্টি তাতো আগে জানতাম না!!! চা কফি খেতে গেলেই তো এখন কেমন কেমন লাগবে :p
আপনারা সোনেলায় আসছেন না ঠিকমতো আবার দেখি চা, কফি, চুমু স্বপ্ন ভালোই দেখাদেখি করছেন। অন্যায়, খুব অন্যায়।
ভোরে এমন একটি রোমান্টিক লেখা পড়ে চা এর তৃষ্ণা পেলো, না আপনাদের অইটা ছাড়া চা। 🙂
আমিতো বলবো ঝগড়া ঝাটি চালু থাকুক।
স্বপ্ন
সোনেলায় না আসলেও চা, কফি, চুমু স্বপ্ন ভালো ভাবেই চলছে :p আমাদের কাছে শিখুন আপু শিখুন,জীবনকে রঙ্গিন করুন 🙂
মিথুন
আপনি তাহলে এমন এমন স্বপ্ন দেখেন? :p
আমার স্বপ্নের কথা আপনাকে বলা যাবেনা, কবে আবার পোস্ট দিয়ে ফেলেন ঠিক নেই।
শিরোনামটা সুইট হয়েছে—————- (3
স্বপ্ন
কত যে স্বপ্ন দেখি,সব কি আর লেখা যায়?আপনার স্বপ্ন আপনি লিখবেন,আমি কেন কষ্ট করে আপনার স্বপ্ন লেখবো?
আমার সব কিছুই তো আপনার কাছে সুইট মনে হয়_____ (3
মিথুন
আপনার স্মোকিংটা বাদে ———-
স্বপ্ন
সবাইকে জানিয়ে দেয়া হচ্ছে,তাইনা? একটি মাত্রই তো 🙂
মরুভূমির জলদস্যু
-{@ = কফি তেতো, চুমু বেশি দিতে হবে তাই -{@
খাটি যুক্তি
স্বপ্ন
ধন্যবাদ ভাই,দেখেছেন আমি কত পন্ডিত :p
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
পাখির ডাকে ভোর হয়
স্বপ্নে কেনো বিরতি হয়?
সত্যিইতো আর নয় বিরতী এমন সুন্দর সুন্দর লেখা চাই। -{@
স্বপ্ন
এরপরে কি দেখতাম স্বপ্নে? একবারে দেখলেই তো হতো। বিরতি চাই না।
নুসরাত মৌরিন
বাহ্।
ভাল তো!! এমন করে তো ভাবাই হয় নাই।
খুব সুন্দর। চা-কফি খেতে গেলে এখন থেকে মাথায় ঘুরবে “এক কাপ চায়ে কয় চামচ চুমু!!”
স্বপ্ন
আপু শিখে রাখুন।চিনির দরকার হবে না :p
কৃন্তনিকা
বাহ… বেশ তো… (y) (y) (y)
চুমু চুমুতে সোনেলা চুমুময় হয়ে গেল যে… -{@
সোনেলার ডায়বেটিস হলে, ইনসুলিনের জন্য খরচ কিন্তু বাকী সোনেলাবাসী বহন করবে না। সেটা যেন স্বপ্নের পকেট থেকেই আসে… 😀 \|/
স্বপ্ন
আপু আপনি তো হবু ডাক্তার,আপনিও বললেন ডায়াবেটিস হবে? 🙁 আমার পকেট থেকে খসবে,আর কৃন্তনিকা আপু তাকিয়ে তাকিয়ে দেখবে নাকি?আমি জানি আপুটা নিজেই বিল দিয়ে দিবে 🙂
শিশির কনা
আপনারা দুজন দেখছি দেশ থেকে চিনি ইন্ডাস্ট্রি তুলে দেয়ার চক্রান্ত করছেন।’চিনির বিকল্প চুমু’ এই তত্ত্বের জন্য আপনারা দুজন অমর হয়ে যাবেন 🙂 এমন ঝগড়া ঝাটি আরো হোক। বাই দা ওয়ে,স্বপ্নের বিরতি কি প্রতিটি স্বপ্নেই হবে? :p
স্বপ্ন
আপনিও তাহলে এই ত্তত্ব গ্রহন করুন এখন।চায়েতে চুমু মিশান,চিনির উপর চাপ কমান 😀
ছাইরাছ হেলাল
আপনি আপনারা চা-কফি খান যত খুশি ,তবে আমাদের দেখিয়ে না।
স্বপ্ন
আচ্ছা ভাইয়া,তবে এটি শুধুই স্বপ্ন।
ব্লগার সজীব
শুধু চুমু? ঝগড়াটিও তো বেশ মিষ্টি।ধুজনকেই প্রাণঢালা শুভেচ্ছা -{@ -{@
স্বপ্ন
আচ্ছা তাহলে চা/কফিতে এখন হতে ঝগড়াও দেয়া হবে 🙂
অরণ্য
চাল্লু! বাঘের বাচ্চা টাইপের লেখা। গ্রেট! (y)
স্বপ্ন
ধন্যবাদ অরণ্য ভাইয়া -{@
খেয়ালী মেয়ে
বাহ!!!!!!!!!!!! চায়ে যে চিনির বিকল্প অন্যকিছু দেয়া যায় তাতো জানতাম না 🙂
স্বপ্ন
এখন তো জেনে গেলেন,ভবিষ্যতে এই জ্ঞান কাজে লাগাবেন 😀