চা কফি ভালোবাসা

স্বপ্ন ৯ ডিসেম্বর ২০১৪, মঙ্গলবার, ০৯:৪৪:২৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

– এক কাপ চায় কয় চামচ চুমু দেবো ?
= এক কাপ চুমুতে এক চামচ চা দে
– এত চুমু দিয়ে চা খেলে তোর ডায়াবেটিস হবে
= চুমু বেশি খেলে ডায়াবেটিস হয় এমন কথা কোন ডাক্তার আজ পর্যন্ত বলেনি
– উম,বুঝেছি আপনি অনেক পণ্ডিত
= চা না কফি খাবো
– হঠাৎ কফি কেনো?
= কফি তেতো, চুমু বেশি দিতে হবে তাই
– অভিজ্ঞতা আছে মনে হয়
= মানে?অভিজ্ঞতা পাবো কোথায়?
– যা চা কফি কিছুই পাবি না, আগে বল কফি এমন করে বানিয়ে খাইয়েছে কে ?

= তোরও অভিজ্ঞতা আছে মনে হয়?
– মানে?
= চা চুমু দিয়ে বানালে চিনি দিতে হবেনা,এটা তুই জানলি কিভাবে?
– স্বপ্ন ভালো হবেনা বলছি
= আগে বল এমন করে চা বানিয়ে খাইয়েছ কাকে?
– আমি তোর মত নাকি?
= আমি তোর মত নাকি?
– লাভ ইউ
= লাভ ইউ , স্যরি  (3
–  স্যরি  (3

– এই নে ধর তোর কফি
= দে, তোর কফিতে কয় চামচ চুমু মিশিয়ে দেবো?
– এক কাপ চুমুতে আধা চামচ কফি
= আয়  🙂

পাখির ডাকে ভোর হয়
স্বপ্নে কেনো বিরতি হয়?

১জন ১জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ