আজকাল চায়ের কাপগুলো বড় বিবর্ণ,
চায়েও নেই সেসময়ের মত মিঠে ওম।
অথচ তখন!
গলির মোড়ে ক’জন তরুণ উচ্ছলিত,
গরম চায়ের কাপ নিয়ে হাতে
হাসি, আড্ডা, তর্ক, ঝগড়ায় টগবগ!
অব্যক্ত ভালবাসা বুকে নিয়ে কেউবা
জীবনানন্দের কবিতার মত নিরব আবেগ।
আসন্ন মিছিলের উত্তেজনায় কেউ কেউ
নিজেরাই হয়ে যেত একেকটা তুমুল শ্লোগান।
সাঁজোয়া যানের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে,
ইতিহাস হওয়ার উদগ্র আকাঙ্ক্ষায় কম্পমান!
কখনও বা নতুন জামার সুগন্ধের মত,
পাড়ায় নতুন আসা মেয়েটার চোরা চাহনি।
কারও বুক ঢিপ ঢিপ, বোকা হাসি, দিবাস্বপ্ন!
কত নাম, কত স্মৃতি, হাসি, বেদনা,
কতগুলো প্রাণময় বিকেলের সন্ধ্যায় মিশে যাওয়া।
সদ্য সিগ্রেট ফুঁকতে পারার অহংকার নিয়ে বাড়ী ফেরা।
আজ সেসব নেই!
আজ বিকেল মেশেনা সন্ধ্যায়,
আজ রাত মেলেনা ভোরের আলোতে।
অনেক নাম আজ তারা হয়ে মিশে গেছে
ওই নিঃসঙ্গ আকাশের কোনও এক কোনে,
পুরানো কাগজের মত মলিন কত নাম।
আজকাল চায়ের কাপগুলো বড্ড বিবর্ন,
সেই সব কথামালা, সিগ্রেটের ধোঁয়া,
বুক ধুক পুক, মিছিলের গন্ধ হারিয়ে,
আজকাল চাও হয়ে গেছে বিষন্ন, পানসে।
২০টি মন্তব্য
জিসান শা ইকরাম
অনেক ভালো লিখেছেন।
কিছুটা স্মৃতি কাতর হলাম আপনার কবিটা পড়ে–
শুভ কামনা জিয়া ভাই।
বোকা মানুষ
ধন্যবাদ ভাই! 🙂
মামুন
খুব সুন্দর লিখেছেন।
ভালো লাগা রেখে গেলাম। -{@
ব্লগার সজীব
আজকাল চায়ের কাপগুলো বড্ড বিবর্ন,
সেই সব কথামালা, সিগ্রেটের ধোঁয়া,
বুক ধুক পুক, মিছিলের গন্ধ হারিয়ে,
আজকাল চাও হয়ে গেছে বিষন্ন, পানসে। (y) ভাইয়া খুব ভালো লেগেছে।
বোকা মানুষ
মামুন এবং ব্লগার সজীব, দুজনকেই ধন্যবাদ! 🙂
সাইদ মিলটন
স্মৃতিচারণ
বয়স বারছে পৃথিবীর 🙁
এইরকম লেখা লেখার ক্ষমতা নিয়া ঘাপটি মাইরা বইসা থাকার জন্য কইষ্যা মাইনাস
বোকা মানুষ
ভাউ আমি তো জন্ম থেইকাই মাইনাস! 🙁 চাইলেই লিখতে পারিনা! 🙁 যখন লিখি, কিছু চিন্তা না কইরাইএকটানে লিখি, মনে হয় কোনো এক অদৃশ্য শক্তি আমারে দিয়া লেখায়! তাই সবসময় লেখা হয়না! 🙁
সাইদ মিলটন
🙂 জানি জানি
আর জন্ম থিকাই মাইনাস 😮 :@
জিসানদা এই লুকরে ব্যান করেন
অরণ্য
আপনার লেখায় টাইম মেশিন আছে। একসাথে এতকিছু দেখলাম বহুদিন পর। কোন কোন লাইনে কত কি মনে পড়ার ভিড়ে একা একা মুচকি হাসিও হাসলাম। চমৎকার লেগেছে আমার। এ লেখায় টাইম মেশিন আছে। (y)
বোকা মানুষ
ভাল লেগেছে জেনে আনন্দিত বোধ করছি! আর খুব সুন্দর মন্তব্যটার জন্য কৃতজ্ঞতা! 🙂
কৃন্তনিকা
চায়ের কাপে চুমুক দিতে দিতেই পড়লাম কবিতাটা…
বেশ ভালো লাগলো… 🙂
বোকা মানুষ
🙂 ধন্যবাদ!
জিসান শা ইকরাম
চা নিয়ে আমিও একটা লেখা লিখুম 🙂
বোকা মানুষ
সবার থেকে ভুলিয়ে ভালিয়ে, মাথায় হাত বুলিয়ে যে জিসান ভাই লেখা বের করে নেন, ফাঁকতালে তিনিই কিন্তু পিছলায়া যান! জিসান ভাইয়ের লেখা চাই…….
খেয়ালী মেয়ে
অনেক ভালো লিখেছেন (y)
বোকা মানুষ
লেখা ভাল লেগেছে জেনে ভাল লাগছে! শুভেচ্ছা আপনাকেও!
শুন্য শুন্যালয়
খুব ভালো লেখা ভাইয়া। চা এ চুমুক দিতে দিতে আর অনলাইন স্ক্রিনে চোখ রেখে স্মৃতি হাতড়ে বেড়ানো ছাড়া আমাদের কিছু করার নেই।
চমৎকার। আপনি এতো কম কম লিখলে কিন্তু আন্দোলন করবো!!
বোকা মানুষ
ধন্যবাদ! ভাই আন্দোলন তো হয় ক্ষমতাবানদের ক্ষমতা থেকে সরানোর জন্য! আমি তো লেখার ক্ষমতাহীন, নিতান্ত এলেবেলে ধরনের একজন আম জনতা! ক্ষমতাই যেখানে নেই, সেখানে আন্দোলন করে আর কি হবে! 😉
শিশির কনা
এমন লেখার জন্য ধন্যবাদ পেতেই পারেন ভাইয়া।
বোকা মানুষ
আপনাকেও ধন্যবাদ লেখা পছন্দ করার মাধ্যমে উৎসাহ দেয়ার জন্য! 🙂