আজকাল চায়ের কাপগুলো বড় বিবর্ণ,
চায়েও নেই সেসময়ের মত মিঠে ওম।

অথচ তখন!

গলির মোড়ে ক’জন তরুণ উচ্ছলিত,

গরম চায়ের কাপ নিয়ে হাতে
হাসি, আড্ডা, তর্ক, ঝগড়ায় টগবগ!

অব্যক্ত ভালবাসা বুকে নিয়ে কেউবা

জীবনানন্দের কবিতার মত নিরব আবেগ।

আসন্ন মিছিলের উত্তেজনায় কেউ কেউ
নিজেরাই হয়ে যেত একেকটা তুমুল শ্লোগান।
সাঁজোয়া যানের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে,
ইতিহাস হওয়ার উদগ্র আকাঙ্ক্ষায় কম্পমান!

কখনও বা নতুন জামার সুগন্ধের মত,
পাড়ায় নতুন আসা মেয়েটার চোরা চাহনি।
কারও বুক ঢিপ ঢিপ, বোকা হাসি, দিবাস্বপ্ন!

কত নাম, কত স্মৃতি, হাসি, বেদনা,
কতগুলো প্রাণময় বিকেলের সন্ধ্যায় মিশে যাওয়া।
সদ্য সিগ্রেট ফুঁকতে পারার অহংকার নিয়ে বাড়ী ফেরা।

আজ সেসব নেই!
আজ বিকেল মেশেনা সন্ধ্যায়,
আজ রাত মেলেনা ভোরের আলোতে।

অনেক নাম আজ তারা হয়ে মিশে গেছে
ওই নিঃসঙ্গ আকাশের কোনও এক কোনে,
পুরানো কাগজের মত মলিন কত নাম।

আজকাল চায়ের কাপগুলো বড্ড বিবর্ন,
সেই সব কথামালা, সিগ্রেটের ধোঁয়া,
বুক ধুক পুক, মিছিলের গন্ধ হারিয়ে,
আজকাল চাও হয়ে গেছে বিষন্ন, পানসে।

১জন ১জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ