মানবতা প্রতিষ্ঠিত হোক এই বাংলায়।

মোঃ মজিবর রহমান ১৩ সেপ্টেম্বর ২০১৭, বুধবার, ০৪:০৩:৪৮অপরাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

মিয়ান্বমারে জাতি নিধন চলছে আর বাংলাদেশ সেই জাতিকে আশ্রয় দিচ্ছে,  সেখানে ফুটে উঠেছে মানবতা, মানুষ মানুষের প্রতি দ্বায়বধতার এক ফুটন্ত গোলাপ। আর বিশ্ব বেহায়া মোড়লরা প্রসংশার বন্যায় ভাসিয়ে দিচ্ছে বাংলাদেশকে। এতে আমরা পুলকিতও।

কি দরকার এই প্রসংশার। এই জাতির জন্য প্রয়োজন তাঁদের নিজস্ব ভুখন্ডে বসবাস করার অধিকার প্রতিষ্ঠা করা। তা কি বিশ্ব বেহায়া মোড়লরা করার জন্য কোন উদ্যোগ নিচ্ছে , না তা নিচ্ছে না তাঁরা নিলজ্জ বেহায়া হয়ে দেখছে।  আর সহায় সম্বল, ঘরবাড়ী ও সম্পদে ভরপুর থাকা মানুষ বিপন্ন মানুষ হয়ে পথে পথে ঘুরছে, মরছে গায়ে বল না থাকার জন্য। আজ তাঁরা দেশান্তরি হয়ে পথে দ্বারে দ্বারে ঘুরছে, না আছে খাবার, না আছে পরনের কাপড়, আর নায় মাথা গুছবার ঘর।তাই মানবতার নেত্রী শেখ হাসিনা সংসদে তাঁর দৃঢ় কন্ঠে বলেছেন।

আমাদের মহাননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সংসদে শেখ হাসিনা বলেছেন, একাত্তরে আমাদের ওপর পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে অতর্কিত হামলা চালিয়েছিল; তেমনি মিয়ানমারের শাসকেরা রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে। তিনি সেখানকার সেনাসদস্য ও সীমান্তরক্ষীদের ওপর একটি চক্রের হামলা তুলে ধরতে যেমন ভুলেননি; তেমনি সামরিক জান্তার বর্বরোচিত আক্রমণের কথা দ্বিধাহীন চিত্তে, সাহসিকতার সঙ্গে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের সৃষ্টি, তাদেরই এ সমস্যার সমাধান করতে হবে। অবশ্যই মিয়ানমারকে তাদের নাগরিকদের নিজ বাসভূমিতে ফেরত নিতে হবে। একই সঙ্গে তিনি আরও বলেছেন, ১৬ কোটি মানুষকে আমরা খাওয়াতে পারি; তার সঙ্গে ৫-৭ লাখ লোককে খাওয়াতে পারব। তিনি আরও বলেছেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে বিশ্ববিবেকের কাছে এ ইস্যুটি তিনি তুলে ধরবেন।

তাই এই নির্মম নির্যাতনকারী মিয়ানমার সরকারের উপর অর্থনৈতিক, বানিজ্যিকভাবে তাঁদের উপর অবরোধ জারি অতীব জরুরী। তাঁর জন্য প্রধানমন্ত্রীর  শেখ হাসিনার কূটনীতি ও মানবিকতার এ ভারসাম্যের জয়ের অপেক্ষায় গোটা বাংলাদেশ।

তাঁর এই ভাষণ একটি মেইল ফলক বলে মনে করি। তিনি সাহসকতার সাথে তাঁদের পাশে আছেন। তাই বিশ্বনেতাদের প্রতি আবেদন সকল দেশের মানুষের থাকার ব্যাবপ্সথা করুন। তাঁরা যুগ যুগ ধর ঐ দেশের অধিবাসী। জরুরী ভিত্তিতে সেখানে জাতিসংঘের বাহীনি মোতায়েন জরুরী। তাই প্রশংসা রেখে তাঁদের অধিকার প্রতিষ্ঠা করুন।

৪৪২জন ৪৪৩জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ