লজ্জায় মরে যাই
আকাশের ওই ঝলমলে চাঁদ
আমার কানে কানে বলে
তুমি আমাকে দেখে কি ভাবছ?
ভাবছ তোমার প্রিয় যদি ,
তোমার পাশে এখন থাকতো
তুমি তার সাথে কত কিছুই না,
ভাগ করে নিতে
কতই না ভালবাসতে তাকে ।
আমি লজ্জায় মরে যাই
সে বলে , এই শোন
আমি চুপ করে বলছি
যখন তোমরা পাবে উষ্ণ অনুভূতি
আর তোমাদের ভালবাসার আলো
চারিদিকে ছড়াতে শুরু করবে ,
তখন মাঝে মাঝে আমি মুখ লুকিয়ে
আড়াল হয়ে যাব ।
আবার মাঝে মাঝে আমি এসে দেখবো
আর তারাদের বলবো ,
দেখ দুটি মুখের হাসি,
আসমানে নয়, ধরণীতে
তোমাদের চেয়েও সুন্দর ভাবে
আলো ছড়াচ্ছে ও জ্বলছে মিটি মিটি ।
আমাকে বলছে,
এই তোমাকেই বলছি
তোমাদের ভালবাসা কখনই যেন
হয়ে রয়না শুধু সৃতি
এই ভালবাসার হয় না যেন কখনই ইতি ।
————————————————————- সীমা সারমিন।
১৫টি মন্তব্য
শিশির কনা
ভালোবাসার সুন্দর উপস্থাপনা (3
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ আপু (3
জিসান শা ইকরাম
সুন্দর স্নিগ্ধ কবিতা (y) (y)
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ ভাইয়া (y)
লীলাবতী
সুন্দর লিখেছেন আপু
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ আপু -{@
আদিব আদ্নান
ব্যাপক ভালোবাসা ।
সুন্দর ভাবেই তুলে ধরেছেন ।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ ভাইয়া 🙂
শুন্য শুন্যালয়
সুইট পোস্ট … -{@
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ ধন্যবাদ -{@ -{@
খসড়া
প্রেম বড় মধুর।
আমার স্বপ্ন ও মনের কথা
হুম ভাইয়া যদি সেটাকে কল্পনার জগতেও হৃদয় দিয়ে অনুভাব করা যায় 🙂
মা মাটি দেশ
ভালবাসার রূপে চাদঁ আলোকিত।সুন্দর হয়েছে।
আমার স্বপ্ন ও মনের কথা
ভালবাসার আলো সে তো অনেক শক্তি বান । ভালবাসা ছাড়া তো কখনই কিছু করা সম্ভব নয়।
ধন্যবাদ ভাইয়া 🙂
অরণ্য পুলক
কৃত্রিম উপগ্রহের কাজ মানুষের মাঝে যোগাযোগ করানো……। তোমার চান্দ ও এই কাজ ই করতে চায়।তোমারে অভিবাদন……। (y) :T