আলোর ঝর্ণায় ভরে দিলি
মোলায়েম রঙের আবীর মাখিয়ে দিলি
মনের পর্দা উঠিয়ে দিলি
কিন্তু কাছে এসে গান শোনালি না?
কোলেও ঘোরালি না কাছে বসে গল্পও শোনালি না?
#
চাঁদমামা ,চাঁদমামা
তুই মামা ?
তবে কেন খেলতে এলি না মাঠের ওপারে?
বনপিশিমা মুঠোভরে খই গুড়মুড়ি দিচ্ছিল তুই কেন এলি না?
বদ্দ্যি কাকিমা ধান ঝাড়াচ্ছিল না?
পাপাই খড়ের মাচাতে খেলা করছিল
তুই পান্তাভাত ,কাঁচা লঙ্কা কেন পাঠালি না?
পাপাই কাঁদতে কাঁদতে মাটিতেই ঘুমিয়ে পড়ল
তুই এসে আদর করে কেন ভাত খাওয়ালি না?
#
মামা তুই বড় নিষ্ঠুর !
মনের কথা বুঝিস না?
আমি গণিতে খুব কাঁচা
বাংলায় আশি পাই
তুই আমাকে কেন জ্যামিতি শিখালি না?
নাগরদোলা চড়তে চড়তে এরোপ্লেন দেখি/ তাপসের বাবার বড় গাড়িটাও দেখি
স্কুলে যাওয়ার পথে গগলেস পরে ধোঁয়া উড়িয়ে গায়ে কাদা ছিটিয়ে যায়!
তুই কেন ওদের কান মলে দিলি না?
#
দিদি টিউশান পড়তে গিয়ে হারিয়ে গেল
লাশ পাওয়া গেল কাকদ্বীপের বীরেন্দ্র স্কুলের পিছনের পুকুর পাড়ে
তুই কেন গোপাল হাজরাদের হাত থেকে রানু দিকে বাঁচালি না?
এবারে বল চাঁদমামা চাঁদমামা টিপের বদলে বুলেট দিয়ে যা নাহলে টাকা দিয়ে যা!!
কাকদ্বীপের রানু বিশ্বাসের জন্য ছোট ভাই বোন দাদা বন্ধুদের দুঃখ প্রকাশ ও পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।
=========
কোলকাতা
২৪ নভেম্বর,২০১৫
১২টি মন্তব্য
অন্তরা মিতু
রানু বিশ্বাসের জন্য কোন দু:খপ্রকাশ না…… শুধু আক্ষেপ আর আফসোস, মানুষ হিসেবে জন্মানোর সীমাবদ্ধতায় ।
লেখাটি অসাধারণ হয়েছে…
অরুণিমা
একদম
আবু খায়ের আনিছ
ছোট বেলায় চাঁদ কে নিয়ে অনেক ছড়া, কবিতা,গান শুনেছি। বড় হয়েও শুনছি। সুখ স্বৃতি মনে করছিলাম প্রথম অংশে। কিন্তু শেষ অংশে বিষাধ এসে ভর করেছে। কি বলল বলে দিন দিদি, এর যে কোন জবাব হয় না।
নীতেশ বড়ুয়া
লেখা বরাবরই আপনার মতো…
বাইরে কোন খবরাখবর হতে দূরে আছি আর অনলাইনে শুধু সোনেলাতে তাই জানি না কার কি হয়েছে।
সবার জীবনে শান্তি আসুক এই কামনা করলাম।
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন।
দীপংকর চন্দ
অত্যন্ত হৃদয়স্পর্শী শব্দাবলীতে পরিস্থিতিকে প্রকাশ করেছেন।
সমবেদনা থাকছে।
থাকছে সমর্থন। আন্তরিকভাবে।
ভালো থাকুক প্রতিটি মানুষ ন্যায়ের আলোয়।
শুন্য শুন্যালয়
কবিতাটা সেদিনই পড়ে গিয়েছিলাম আপু। আমি আপনার লেখায় মন্তব্য করতে পারিনা, আপনার লেখার ধারেকাছেও ভিড়তে পারেনা মন্তব্যের ভাষা।
চাঁদমামা বুলেট দিয়ে যা, নইলে টাকা দিয়ে যা। কি বলবো আপু? 🙁
নীলাঞ্জনা নীলা
অরুণিমাদি আজ আমি কিচ্ছু বলতে পারবো না। থমকে গেছি।
অরুণিমা
নীলাদি আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগল। মেয়েটি আমাদের এলাকার তাই খুব খারাপ লাগছে ।
অরুণিমা
দীপঙ্করদা ,জিসানদা ,শূণ্যবাবু আপনাদের মন্তব্য খুবই ভালো লাগল। কিন্তু দোষী তো শাস্তি পাচ্ছে কই!
লীলাবতী
দিদি,এবার ঠিক সম্বোধন হয়েছে,শুন্য বাবু :p
অরুণিমা
মিতুদি আনিছ ভাই নীতেশদা আপনাদের মন্তব্য খুবই ভালো লাগল। ভালো থাকবেন।