চাঁদমামা

অরুণিমা মন্ডল দাস ২৪ নভেম্বর ২০১৫, মঙ্গলবার, ০৮:৩৩:৪৫অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১২ মন্তব্য

12029088_1726070097627154_1929186756_n
আলোর ঝর্ণায় ভরে দিলি
মোলায়েম রঙের আবীর মাখিয়ে দিলি
মনের পর্দা উঠিয়ে দিলি
কিন্তু কাছে এসে গান শোনালি না?
কোলেও ঘোরালি না কাছে বসে গল্পও শোনালি না?
#
চাঁদমামা ,চাঁদমামা
তুই মামা ?
তবে কেন খেলতে এলি না মাঠের ওপারে?
বনপিশিমা মুঠোভরে খই গুড়মুড়ি দিচ্ছিল তুই কেন এলি না?
বদ্দ্যি কাকিমা ধান ঝাড়াচ্ছিল না?
পাপাই খড়ের মাচাতে খেলা করছিল
তুই পান্তাভাত ,কাঁচা লঙ্কা কেন পাঠালি না?
পাপাই কাঁদতে কাঁদতে মাটিতেই ঘুমিয়ে পড়ল
তুই এসে আদর করে কেন ভাত খাওয়ালি না?
#
মামা তুই বড় নিষ্ঠুর !
মনের কথা বুঝিস না?
আমি গণিতে খুব কাঁচা
বাংলায় আশি পাই
তুই আমাকে কেন জ্যামিতি শিখালি না?
নাগরদোলা চড়তে চড়তে এরোপ্লেন দেখি/ তাপসের বাবার বড় গাড়িটাও দেখি
স্কুলে যাওয়ার পথে গগলেস পরে ধোঁয়া উড়িয়ে গায়ে কাদা ছিটিয়ে যায়!
তুই কেন ওদের কান মলে দিলি না?
#
দিদি টিউশান পড়তে গিয়ে হারিয়ে গেল
লাশ পাওয়া গেল কাকদ্বীপের বীরেন্দ্র স্কুলের পিছনের পুকুর পাড়ে
তুই কেন গোপাল হাজরাদের হাত থেকে রানু দিকে বাঁচালি না?
এবারে বল চাঁদমামা চাঁদমামা টিপের বদলে বুলেট দিয়ে যা নাহলে টাকা দিয়ে যা!!

কাকদ্বীপের রানু বিশ্বাসের জন্য ছোট ভাই বোন দাদা বন্ধুদের দুঃখ প্রকাশ ও পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।

=========
কোলকাতা
২৪ নভেম্বর,২০১৫

৭৭৮জন ৭৭৮জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ