যেদিক ইচ্ছে চলে যাও তুমি! যাও না, বলছি যেতে তোমাকেও, যাও চলে তুমিও, যাও! জেনো, চলে গেলে তুমি অর্থাৎ তোমার প্রস্থান সম্পর্কে নিশ্চিত হলে, নিশ্চিত হয়ে সম্পূর্ণ-, আসন্ন শীতের এই ঝিরিঝিরি হাওয়ায় ভালোবাসাকে পুনর্বার আমন্ত্রণ জানাবো আমি, জানাবো আমন্ত্রণ গত বছরের পাতাগুলোকে মাড়িয়ে এসে, জানাবো বাস্তবিকই। অতঃপর রুমাল হবো যেন অবাধ্য বাতাসে! যেন রঙবেরঙের যত সম্ভাবনাকে দেখে নিতে চাইবো পুনর্বার, দেখে নেবো যেন গত হয়ে যাওয়া দীর্ঘশ্বাসের যত কুশীলব মাড়িয়ে এসে। দেখো, জীবনকে বহুবার বহুভাবে দেখেছি আমি, দেখেছি ওলট পালট করে ভালোবাসাকেও! প্রকৃতভাবে দেখে নিতে চাই আবারো, চাই দেখে যেতে নতুনভাবে আরও কিছুবার। কেনোনা, প্রস্থানের চেয়ে মূলত সহজ কোনো সমাধান নেই ভালোবাসায়, নেই জীবন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রসঙ্গেও!
নিঃশ্বাসে পতনের শব্দ ভেসে আসার আগে, বেরিয়ে আসার আসার আগে বেদনাদীর্ণ কিংবা অদ্ভুত কোনো দীর্ঘশ্বাস, আরেক জীবনকে, অন্য আরেক জীবনকে এভাবে, এভাবেই আলিঙ্গন করে যেতে চাই, চাই ছুঁয়ে যেতে সম্পূর্ণ স্বতন্ত্র অন্য কোনো স্বপ্নকে। আমার জীবনকে অন্য জীবনের ভেতর দিয়ে, বৈচিত্রময় সব সম্ভাবনার ভেতর দিয়ে এভাবেই প্রবাহিত করে যাবো আমি, যাবো ক্রমান্বয়ে ধীরে ধীরে করে, যাবো করে শেষ দিনটি পর্যন্ত। দেখতে দেখতে মৃত্যু পর্যন্ত এমন কত সহস্র জীবনকে যে আলিঙ্গন করে যাবো আমি, যাবো করে কত যে সহস্র স্বপ্নকে তা বোধহয় ভাবেন নি ঈশ্বরও আমার!
২২ নভেম্বর ২০১৩
শেষরাত্রি, উত্তরা।
২৬টি মন্তব্য
মা মাটি দেশ
(y) ভাল হয়েছে।
মর্তুজা হাসান সৈকত
শুভকামনা…
শুন্য শুন্যালয়
অনেক অনেক ভালো লেগেছে ভাইয়া… (y)
মর্তুজা হাসান সৈকত
আমারও অনেক ভালো লাগলো ভাইয়া।
ছাইরাছ হেলাল
জীবনের মধ্যে অসংখ্য জীবন খুঁজতে পারাই হয়ত জীবনের স্বার্থকতা দিক নির্দেশক ।
মর্তুজা হাসান সৈকত
হুম ভাইয়া এটাও একটা দিক। তবে ধর্মবন্ধন সমাজবন্ধন ছিন্ন করে যাচ্ছি।
খসড়া
কোথাও যে যেতে ইচ্ছে করছে না 🙂
মর্তুজা হাসান সৈকত
আচ্ছা, যাইয়েন না তাহলে। 😀 😀
তন্দ্রা
কোথায় যাব আর কোন সুখ খুজে পেতে চাইনা। যা আমার না তা কি পাওয়া যায়? টাই নিঃসঙ্গ প্রাণী হয়েই থাকি
এ ধরাই।
আপনার মহত্ব আছে টাই এক জীবন থেকে অন্য জিবনে সুধা খুজে পাচ্ছেন।
ধন্যবাদ ভাই, খুব ভালো লাগল।
মর্তুজা হাসান সৈকত
নিঃসঙ্গ হয়ে বেঁচে থাকার পক্ষপাতি নই কিন্তু আমি, বেঁচে থাকতে চাই আমার মত করে; অতঃপর চলে যাবো মাটির আশ্রয়ে।
ধন্যবাদ আপি, ভালো থাকুন…
শিশির কনা
আমাকে বলা হচ্ছে মনে হয় :p , না আমি যাবো না :p , কবিতায় ভালো লাগা জানালাম । ঈশ্বর কেন জানবেন না ? তিনি সব জানেন 🙂
মর্তুজা হাসান সৈকত
আপনি চলে গেলে এত সুন্দর করে কে অনুপ্রাণিত করবে শুনি? যেতে চাইলেই কিন্তু যাওয়া যায়না যেমন যেতে দিচ্ছিনা আপনাকে। \|/
ওটা আমিও জানি ‘তিনি’ জানেন সবই কিন্তু বলার জন্য বলতে কিন্তু হয় অনেককিছুই। 🙂
নীলকন্ঠ জয়
শিশির কনা বলেছেনঃ
আমাকে বলা হচ্ছে মনে হয় :p , না আমি যাবো না :p , কবিতায় ভালো লাগা জানালাম । ঈশ্বর কেন জানবেন না ? তিনি সব জানেন 🙂
(Y)
মর্তুজা হাসান সৈকত
কবিতাটি মনোযোগ দিয়ে পড়লেতো সংশয় থাকার কথা নয়। ধন্যবাদ জয় পাঠ প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা রইল।
স্বপ্ন
অনেক ভালো লেগেছে । মর্তুজা হাসান সৈকত ভাইয়ের আগের লেখা গুলো পড়ার ইচ্ছে হলো। পড়বো।
মর্তুজা হাসান সৈকত
ধন্যবাদ আপি। আপনার ভালোলাগায় সিক্ত হলাম। ও হ্যাঁ পড়ে দেখতে পারেন কিন্তু অবশ্যই।
মিথুন
মনে হচ্ছে ঠেলে বিদায় করে দিচ্ছেন. 🙂
নিঃশ্বাসে পতনের শব্দ ভেসে আসার আগেই আরেক জীবনকে, অন্য আরেক জীবনকে আলিঙ্গন করতে চাই আমি, ছুঁয়ে যেতে চাই সম্পূর্ণ স্বতন্ত্র আরেক স্বপ্নকে।
পুরো কবিতা টাই অসাধারণ লাগলো.
মর্তুজা হাসান সৈকত
যেতে যদি না চায় তাহলেতো ঠেলেই পাঠাতে হবে, তাইনা। আর বিদেয় না করতে পারলেতো নতুন কারো আসার পথ উন্মুক্ত হচ্ছেনা। 😀 😀
ধন্যবাদ পাঠ প্রতিক্রিয়ায়। শুভকামনা জানবেন।
আদিব আদ্নান
পতনের শব্দ সবাই শুনতে পায় না ।
আপনি ভাবতে পারছেন সেই শব্দের কথা এবং আকাঙ্ক্ষা করছেন অন্যতার।
পড়ে ভাল লাগল ।
মর্তুজা হাসান সৈকত
চাওয়া পাওয়ার ধরন একেক সময় একেক রকম হতে পারে। মানুষ কখনোই স্থির নয় কিন্তু ভাইয়া। ধন্যবাদ পাঠ প্রতিক্রিয়ায়।
বনলতা সেন
সুন্দর কিন্তু কঠিন আপনার জীবন ভাবনা ।
ভিন্ন মাত্রায় জীবনকে সবাই দেখতে পায় না ।
মর্তুজা হাসান সৈকত
সব জীবনের যে মানে থাকতে হবে এমন কথা কি আছে কোথাও বনলতা? কিছু মানুষ কিন্তু তার জীবনকে নিয়ে খেলবেই। তেমন হয়তোবা আমিও!
বৈশাখী ঝড়
ভাল লাগল আপনার জীবন ভাবনা
মর্তুজা হাসান সৈকত
ধন্যবাদ বৈশাখী ঝড়। পাঠ প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা রইল।
তাপসকিরণ রায়
ভাল লেগেছে আপনার কবিতা।আধুনিক কবিতার সরূপ খুঁজে পাওয়া যায়।
মর্তুজা হাসান সৈকত
ধন্যবাদ দাদা সময় নিয়ে পড়ে অভিমত জানানোয়। ভালো থাকুন সবসময়। 🙂