বাংলাভাষার প্রাচীনতম সাহিত্য চর্যাপদ ।।
দশম ও দ্বাদশ শতাব্দীর মধ্যে এই গীতিপদাবলীর রচয়িতা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধ আচার্যগণ।
চর্যার পদগুলি বিভিন্ন রাগ-রাগিণীর নামে থাকায় মনে করা সংগত, চর্যাগুলি সুরযোগে গাওয়া হতো।
৪৭ টি পূর্ণ চর্যার মধ্যে সবচেয়ে বেশি —- পটমঞ্জরী রাগে– ১১ টি পদ মল্লার রাগে- ৫ টি
ভৈরবী রাগে – ৪ টি কামোদ রাগে -৪ টি, বরাতী রাগে – ৪ টি, গুঞ্জরী রাগে – ৪ টি, গৌড় রাগে – ৩ টি, দেশাখ রাগে – ২ টি, রামকেলী / আশাবরী / মালসী রাগে – ২ টি করে এবং অরু / দেবগিরি / ধানসী ও বঙাল রাগে – ১ টি করে পদ রচনা করা হয়েছে ।।
নরনারীর প্রেম : শবরপাদের একটি পদে বিমূর্ত হয়েছে এভাবে ——–
” উঁচা উঁচা পাবত তঁহি বসই সবরী বালী।
মোরনগি পীচ্ছ পরহিণ সবরী গীবত গুঞ্জরীমালি
উমত সবরো পাগল না কর গুলী গুহাডা তোহৌরি।
পিতা ঘরণী ণামে সহজ সুন্দারী ।।
ণা ণা তরুবর মৌলিলরে গ অনত লাগেলি ডালী।
একেলী সবরী এ বণ হিন্তুই কর্ণ কুন্ডলবজ্রধারী।
=== পদ: ২৮ । অর্থ : উচু পর্বতে শবরী বালিকা বাস করে। তার মাথায় ময়ুরপুচ্ছ, গলায় গুঞ্জমালিকা। নানা তরু মুকুলিত হলো । তাদের শাখা প্রশাখা আকাশে বিস্তৃত হলো । শবর- শবরীর প্রেমে পাগল হলো। কামনার রঙে তাদের হৃদয় রঙিন ও উদ্দাম । শয্যা পাতা হলো । শবর- শবরী প্রেমাবেশে রাত্রিযাপন করল ।।
এছাড়া ও ঢেনঢ্ন এর পদ :
” টালত মোর ঘর নাহি পরবেষী।
হাড়ীত ভাত নাহি নিতি আবেশী ।।”
=== পদ – ৩৩ । অর্থ :
টিলার উপর আমার ঘর, কোন প্রতিবেশী নেই।
হাড়িতেও ভাত নেই, তবু নিত্য অতিথি আসে ।।
মানব-মানবীর পার্থিব প্রেমের তীব্র আকুতিতে মূর্ত গুঞ্জরীপাদের একটি পদ :
” যোইগি তঁই বিণু খনহিঁ ন জীবমী
তো মুহ চুম্বী কমলরস পীবমী। ”
=== পদ – ৪ । অর্থ :
” যোগীনি, তোমাকে ছাড়া মুহুর্তকালও বাঁচবোনা।
তোমার মুখচুম্বন করে কমলরস (পদ্মমধু) পান করব ।।
৭টি মন্তব্য
খসড়া
দারুন পোস্ট। আনেক অজানা কে জানলাম। ভাল লাগল। ধন্যবাদ।
আদিব আদ্নান
মোক্ষম বাছাই হয়েছে ।
স্বপন দাস
ধন্যবাদ ।। গতকয়েকদিন প্রাচীন বাংলা সাহিত্য ঘাটাঘাটি করছিলাম —- এ যেন অফুরান জ্ঞানের খনি ।। কিছুটা শেয়ার না করে হজম করতে পারছিলাম না ।।
জিসান শা ইকরাম
শেয়ারের জন্য ধন্যবাদ
আরো চাই এমন পোস্ট ।
লীলাবতী
এমন আরো পোস্ট চাই । ধন্যবাদ ।
নিশিথের নিশাচর
আমি সত্যি জানতাম না আজ কিছু শিখলাম।
আরো শিখতে আগ্রহী দয়া করে আরো পোষ্ট দিলে খুশী হবো,
ধন্যবাদ।
স্বপন দাস
লিখবার প্রেরণা দেবার জন্য সবাইকে ধন্যবাদ ।। চেষ্টা চালিয়ে যাব ।।