চরের মতো জেগে উঠে

নাজমুল হুদা ১০ নভেম্বর ২০১৯, রবিবার, ০৩:৩২:৩৪অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

প্রথম জানুয়ারি
শব্দ আদান প্রদানে জয়ী প্রেমের উল্লাসে
গল্প বলতে-
ভরা পুকুর, চিকন কঞ্চি, সুখী মাছরাঙা
ঠোঁটের শাসনে তুমুল ঢেউ তুলে জনসম্মুখে
ওরাও ঝরা পালকে বার্তা রেখে উড়ে যায়।

শেষ ডিসেম্বর
অভিমান পুড়ে আবার সমঝোতার গলিপথে
গল্প বলতে-
দক্ষিণে কুঁড়েঘর, জোড়া চুড়ই পাখি
রোদ্দুর উঠোনে ধুলো মেখে যেন গোসল করে
ওরাও দীর্ঘমেয়াদি ইঙ্গিত দিয়ে ঘরে যায়।

অনেক বছর পর
গল্প লিখি-
রোজ পৃথিবীর তুলসী তলা। চোখের জল। জলে চরের মতো জেগে উঠে ব্যথার ক্ষত। কারা ফেনায়িত মুখে নারী মতের সম্মতি দেয়?‌নারীই প্রথম কাউকে ভালোবাসি বলবে যেন পৃথিবীর পাপ। সবাই ভালো থাকে গল্পের শেষ পৃষ্ঠায়। আমিও পরীক্ষিত এক সর্বগ্রাসী দানবের বিলাসী ঘরে……

নেত্রকোনা, ময়মনসিংহ

৭০২জন ৫৫৮জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ