প্রথম জানুয়ারি
শব্দ আদান প্রদানে জয়ী প্রেমের উল্লাসে
গল্প বলতে-
ভরা পুকুর, চিকন কঞ্চি, সুখী মাছরাঙা
ঠোঁটের শাসনে তুমুল ঢেউ তুলে জনসম্মুখে
ওরাও ঝরা পালকে বার্তা রেখে উড়ে যায়।
শেষ ডিসেম্বর
অভিমান পুড়ে আবার সমঝোতার গলিপথে
গল্প বলতে-
দক্ষিণে কুঁড়েঘর, জোড়া চুড়ই পাখি
রোদ্দুর উঠোনে ধুলো মেখে যেন গোসল করে
ওরাও দীর্ঘমেয়াদি ইঙ্গিত দিয়ে ঘরে যায়।
অনেক বছর পর
গল্প লিখি-
রোজ পৃথিবীর তুলসী তলা। চোখের জল। জলে চরের মতো জেগে উঠে ব্যথার ক্ষত। কারা ফেনায়িত মুখে নারী মতের সম্মতি দেয়?নারীই প্রথম কাউকে ভালোবাসি বলবে যেন পৃথিবীর পাপ। সবাই ভালো থাকে গল্পের শেষ পৃষ্ঠায়। আমিও পরীক্ষিত এক সর্বগ্রাসী দানবের বিলাসী ঘরে……
নেত্রকোনা, ময়মনসিংহ
১৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
নারীই প্রথম ভালোবাসি বলবে!
প্রেমিকের কাছেও যদি মনে হয় পাপ!!
নারীর জনম, চোখের কোলে জেগে উঠা চরের মতন,, দারুন উপলব্ধি। 🙂
নাজমুল হুদা
ধন্যবাদ আপু ।
সমাজ নিমার্ণ হোক নতুন করে। নারীই প্রথম বলুক ভালোবাসি। পৃথিবীর এক নতুন গতি পাবে।
সাবিনা ইয়াসমিন
হয়তো সেদিন খুব দূরে নয়।
আলো আসবেই ,নারীর মুখে প্রথম ভালোবাসি শোনা পুরুষের হাত ধরেই।
শুভ কামনা 🌹🌹
মনির হোসেন মমি
অনন্য কাব্যকাথা মনে থাকবে ভাইটিকে। কী দুঃসাহস দেখালেন পব্দে বাক্যে নতুন এক আলোর সন্ধ্যানে। জয় হোক নারীমাতার।
নাজমুল হুদা
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।💞
হালিম নজরুল
“রোজ পৃথিবীর তুলসী তলা। চোখের জল। জলে চরের মতো জেগে উঠে ব্যথার ক্ষত। কারা ফেনায়িত মুখে নারী মতের সম্মতি দেয়?নারীই প্রথম কাউকে ভালোবাসি বলবে যেন পৃথিবীর পাপ। সবাই ভালো থাকে গল্পের শেষ পৃষ্ঠায়।”
—————–ভাল লাগলো।
নাজমুল হুদা
অনেক ধন্যবাদ ভাইয়া 💞💞
সুরাইয়া পারভিন
কখনো কখনো নারীরাই প্রথম বলে ভালোবাসি। সেইসব সৌভাগ্যবান পুরুষের মধ্যে হয়তো আমার ভাইটি নেই এখনো। তবে সময় আসতেই পারে। হয়তো কোন নারীই প্রথম কবি ভাইটিকে ভালোবাসি বলবে। শুভ কামনা রইলো। দুর্দান্ত উপস্থাপন
নাজমুল হুদা
অফুরন্ত ভালোবাসা আপু 💞
বন্যা লিপি
নারীই প্রথম বলবে ভালবাসি! সময় বোধহয় দেরি নেই। অথবা চলছে এখন সে সময়! ছোটভাই, তোমার লেখা মন কেড়েছে।
শুভ কামনা।
নাজমুল হুদা
বড় আপুর মন কেড়ে নিতে পেরে গর্বিত ।
অফুরন্ত ভালোবাসা বড় আপু 💞
জিসান শা ইকরাম
অনেক ভালো কবিতা,
শুভ কামনা হুদা
নাজমুল হুদা
অনেক ভালোবাসা দাদাভাই 💞
সঞ্জয় মালাকার
“রোজ পৃথিবীর তুলসী তলা। চোখের জল। জলে চরের মতো জেগে উঠে ব্যথার ক্ষত।
পড়ে ভালো লাগলো।
নাজমুল হুদা
অফুরন্ত ভালোবাসা দাদা 💞
এস.জেড বাবু
দক্ষিণে কুঁড়েঘর, জোড়া চুড়ই পাখি
রোদ্দুর উঠোনে ধুলো মেখে যেন গোসল করে
মুগ্ধতা রইলো
নাজমুল হুদা
অফুরন্ত ভালোবাসা ভাইয়া 💞💞
মাহবুবুল আলম
অপূর্ভ কথামালা। ধন্যবাদ!