১. কি জানি এক অজানা ভাবনা মগজের নিওরন সেলে, আঁকা উকি করছে ক’দিন ধরে। নেশায় মগ্ন মাতালের মত, মগজের সিরোটনিন কেমিকেল গুলোর বিক্রিয়া ঠিক মত হচ্ছেনা, যে কারনে চিন্তায়ও স্থিরতা আসছে না। আর তাই ভাবনাটা ধরতে পারছি না।

২. কখনো মনে হয়, একি কোন জীবন পাতার বিষাদময় অতিত স্মৃতির রমন্থন, নাকি অমূল্য কিছুর দূরে চলে যাবার। না তাও নয়, তবে কিসের? মেলাতে পারিনা কিছু! তাহলে…?

৩. এভাবেই কেটে গেল কত সময় আর প্রহর, নিশি জাগানিয়ার মত কেটেছে কত রাত, হয়েছে ভোর। একদিন দিনের আলো মিলিয়ে গেলো, যথারীতি ব্যাস্ত দিনের শেষে ক্লান্ত আমার ঘরে ফেরা। মিলিয়ে যাওয়া সময়ের সাথে আমি আছি একা একা। কিছু পর আমার ক্লান্ত শরির জড়িয়ে নিল শুভ্র সাদা চাদরের বিছানা। দু’চোখ ভরে এলো ঘুম।

৪. আচমকা জেগে উঠি, পেয়ে যাই সে অজানার উত্তর। এ যে মৃত্যুর, চিরায়ত সেই সত্যের ভাবনা। ঠিক ঐ সময়ে ডেকে উঠল নাম না জানা এক পাখি, হঠাৎ চমকে উঠি ”জীবন ফুরালো নাকি”?….।।

বিঃদ্রঃ ইদানিং কেন জানি মৃত্যুকে অনেক কাছে মনে হয়। পথচলাটা অনেক ক্লান্তিময় মনে হয়। তাই অনেকটা অবচেতন মনে লিখা। গতিশীল সময়ে নিজেকে হারিয়ে ফেলছি মনে হয়।

৫৪৮জন ৫৪৮জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ