ঘোর
————-
সূর্যোদয় ভাবনায় এলে,
কেন যেন ছিটকে যায় সব।
আকাশ থেকে ঝরে পড়ে
গুঁড়ো গুঁড়ো মেঘ চোখের পাতায়।
মধ্যদুপুর আর মধ্যরাতের ব্যবধান বড় অস্পষ্ট হয় মনের কাছে।
তারাভরা রাতের আকাশে হৃদয় ভেসে যায়।
ওই যে মহাকাল, যেখানে হারিয়ে যাবো একদিন,
ঝিরিঝিরি বৃষ্টির শব্দ আসে সেখান থেকে।
অলৌকিক মায়াবী আলোয় হাত বাড়াই,
কোনো ধোঁয়াটে অবয়ব ধরবো বলে।
ধরা যায় না, শুধু ভেসে আসে আকুল আহ্বান……
যাবে আমার সাথে, স্বপ্নচারিণী? চাঁপাফুলের মালায় সেজে, অঙ্গে আকাশী নীল শাড়ি….
যাবে?
ধোঁয়া ওড়ে, ওড়ে ফাল্গুনী আবীর। অঙ্গের নীল শাড়িতে ছোপ লাগে হলদে লাল।
ভাঁটিফুলের সুবাস ভেসে আসে কোথা থেকে!
ঘোর লাগে….ঘোর লেগে যায় মনে!
১৪টি মন্তব্য
মোস্তাফিজুর খাঁন
মধ্যদুপুর আর মধ্যরাতের ব্যবধান বড় অস্পষ্ট হয় মনের কাছে। 👈 আমারও তাই মনে হয় ।
খুব ভালো লাগলো, শুভেচ্ছা জানবেন ।
রেহানা বীথি
শুভেচ্ছা আপনাকেও
ছাইরাছ হেলাল
ঘোর লেগে যাওয়া মনে
ওড়ে ফাল্গুনী আবীর,
ওগো স্বপ্নচারী, ফানুস-আলতে নয়
নক্ষত্রের বাড়িতে এসো, সলাজ ভঙ্গিতে।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাইয়া
নিতাই বাবু
এমনিতেই ভাবনায় থাকি সবসময়। তারপরও মনে করিয়ে দিলেন। তাই চিন্তা আরও বেড়ে গেল।
রেহানা বীথি
যেতে তো একদিন হবেই দাদা, ও নিয়ে ভেবে ভেবে মন খারাপ করবেন না। ভুলবো কেন প্রতিটি মুহূর্তই দামি ভীষণ এবং প্রতিটি মুহূর্তই সাজাতে হবে আমার নিজের মতো করে।
ভালো থাকবেন দাদা।
নিতাই বাবু
ধন্যবাদ
আরজু মুক্তা
সবাই হারিয়ে যাবো মহাকালের গভীরে।
ভর দুপুরে ঘুম দেয়া যায় নিশ্চিতে। কিন্তু মধ্যরাতে আলোরাও ভয় পায়
রেহানা বীথি
ভালো থাকবেন
মনির হোসেন মমি
জীবনটাইতো এক ঘোরের মাঝে
ভাবনাগুলোতো ঘোরবেই….
চমৎকার অনুভুতি।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাইয়া
মনির হোসেন মমি
শুভ কামনা আপু।
তৌহিদ
সুন্দর অনুভাবী কবিতা পড়লাম আপু। ভালো লেগেছে।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাই