আমি আমাকে ঘৃনা করি কারন –
তোমায় অনেক ভালোবাসি তা
বোঝাতে পারিনি বলে ।
আমি আমায় ঘৃনা করি কারন –
তোমার হারিয়ে যাওয়াটা
মেনে নিতে পারি নি বলে ।
আমি আমাকে ঘৃনা করি কারন –
তোমায় বিশ্বাস করেছিলাম বলে ।
আমি আমাকে ঘৃনা করি কারন –
তোমায় আজো ভুলতে পারি নি বলে ।
আমি আমাকে ঘৃনা করি কারন –
তোমায় পাবো বলে এখনো অপেক্ষা করি ।
আমি আমাকে ঘৃনা করি কারন –
এখন ও আমি তোমাকে নিয়ে স্মপ্ন দেখি বলে।
আমি আমাকে ঘৃনা করি কারন –
তোমার দেয়া কষ্ট গুলো নিরবে
মুখ বুঝে সহ্য করেছি বলে।
আমি আমাকে ঘৃনা করি কারন –
তোমায় হারিয়ে বেঁচে আছি বলে ।
আমি আমাকে ঘৃনা করি কারন –
তুমি না থাকলে আমার
কিভাবে থাকবো সেইটা ভাবি নি বলে ।
আমি আমাকে ঘৃনা করি কারন –
প্রতি রাতে তোমায় ভেবে কান্না করি বলে ।
আমি আমাকে ঘৃনা করি কারন –
স্বার্থপর না হয়ে তোমার সাথে
কাটানো স্মৃতি গুলো নিয়ে বেঁচে আছি বলে ।
হাঁ আমি আমাকে ঘৃনা করি ।
অতীত কে ভুলে সময়ের সাথে
তালমিলিয়ে চলতে পারি নি
জানি পারবো না কোনদিন ।
আসলেই আমি আমার জীবন কে ঘৃনা করি . ……….
১৪টি মন্তব্য
আদিব আদ্নান
ঘৃণা থেকে জীবন অনেক দামি ,অতএব আর নয় ঘৃণা ।
নিশিথের নিশাচর
ভাই আমি জানি কিন্তু আমার সব প্রিয় মানুষ গুলো আমাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে।
এখন আমার জীবন শেষ পর্যায়।
আদিব আদ্নান
যে ধ্বংসের পথে ঠেলে দেয় সে আবার প্রিয় হয় নাকী !
বনলতা সেন
অনেক অনেক ঘৃণা জমিয়ে রেখেছেন দেখছি ।
ঘৃণা ভাল ।
নিশিথের নিশাচর
মানুষ জমাতে বাধ্য করেছে। আমি তো চাই নি ।
জিসান শা ইকরাম
ঘৃণা করন ভালো না
তবে লেখাটা ভালো হইসে 🙂
নিশিথের নিশাচর
আমি ও জানি ভাই কিন্তু ঐ যে বললাম আমাকে বাধ্য করা হয়েছে।
মিসু
খুব ভালো লেগেছে -{@ (y)
নিশিথের নিশাচর
ধন্যবাদ আপনাকে ???
খসড়া
^:^ ঘৃণা শব্দকেই দৃণা করুন। রাম নাম শুনলে ভুত পালায় আর আপনি কিনা রাম ভুতের ছানা। রাম দেবতা আর ভুত অসুর এটা হইল। মামদী ভুতের ছানা হন প্লিজ।
খসড়া
পরের পোস্টে র মন্তব্য এখানে আসলী কেমন করে। কি যে মুশকিল। সরি।
নিশিথের নিশাচর
এই টা কোন ব্যাপার না । 😀
ছাইরাছ হেলাল
আচ্ছা , আরও বেশি বেশি ঘৃনা করেন সমস্যা নেই তবে আমাদের জন্য
সামান্য মায়া-মমতা আর এক চিমটি ভালোবাসা বরাদ্দ রাখলেই হবে ।
নিশিথের নিশাচর
যত দিন নিঃশ্বাস আছে এই দেহে আপনাদের জন্য মায়া মমতা ভালবাসা সব সময় চির অটুট আছে