আমি ভালোবাসাকে ঘৃণা করি না , ঘৃণা করি যে ভালোবাসতে জানে না তাঁকে
আমি বাঁচতে ঘৃণা করি না, ঘৃণা করি কুকুরের মতো বাঁচাতে
আমি ফেসবুককে ঘৃণা করি না ঘৃণা করি যারা ফেসবুককে আশ্রয় করে নোংরা খেলা খেলে
আমি মরতে ঘৃণা করি না ঘৃণা করি কাপুরুষের মৃত্যুকে
আমি সন্ন্যাস ঘৃণা করি না ঘৃণা করি কৃষ্ণের ছলনাকে সংসারের নামে লোভ কামনা বাসনাকে
আমি আমিষ ঘৃণা করি না ঘৃণা করি কিছু নরপিশাচকে গোমাতার আপমানকারীকে
আমি মুসলিম শিখ পাঞ্জাবী গুজরাটি খ্রীস্টান ঘৃণা করি না ঘৃণা করি ছোটো মানসিকতা কে নিচু জাতের অত্যাচারী রাবণকে
আমি সাহিত্য ঘৃণা করি না ঘৃণা করি সাহিত্যের নামে রাজনীতিকে
আমি সিনেমা ঘৃণা করি না ঘৃণা করি প্রতিভার অবমাননাকে
আমি মন্ত্রী প্রধানমন্ত্রী ঘৃণা করি না ঘৃণা করি গরিবের শোষণকে
আমি ডিজেল পেট্রোল ঘৃণা করি না ঘৃণা করি ভেজাল দ্রব্যকে
আমি লিপস্টিক চুড়ি ঘৃণা করি না ঘৃণা করি সৌন্দর্যের ব্যবসাকে
আমি পুরুষ কে ঘৃণা করি না ঘৃণা করি পৌরুষত্বের একচেটিয়া সার্বভৌমত্ব কে
আমি নারী ঘৃণা করি না ঘৃণা করি বেইমান নারীত্বের ছলনাকে,
কলকাতা
পশ্চিমবঙ্গ
৬ জুন ২০১৬
৮টি মন্তব্য
ইনজা
এক কথায় দুর্দান্ত। (y)
জিসান শা ইকরাম
ঘৃণার ভিন্নভাবে উপস্থাপনকে দেখলাম
ভাল লিখেছেন।
ব্লগার সজীব
খুবই ভালো লাগলো দিদি।
আবু খায়ের আনিছ
যথাযথই বলেছেন কবিতায়।
মোঃ মজিবর রহমান
ওয়াও দিদি
দারুন বলেছেন।
অপার্থিব
// আমি আমিষ ঘৃণা করি না ঘৃণা করি কিছু নরপিশাচকে গোমাতার আপমানকারীকে //
এই লাইনটার ব্যাখ্যা দাবী করলাম। ভারতে সাম্প্রতিক কালে মোদী জমানায় গোমাতা্র সম্মান রক্ষার নামে সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন চলছে। দাদরীতে ফ্রিজে গরুর মাংশ আছে সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। কাশ্মীরেও এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। বাংলাদেশেও অবস্থা ভয়াবহ। ধর্মানুভুতি রক্ষার নামে এখানেও সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর নির্যাতন চলে নিয়মিত। কোন ব্যক্তি , বস্তু বা প্রতিষ্ঠান পৃথিবীর সকল মানুষের কাছে সমান ভাবে গ্রহণযোগ্য হতে পারে না, মান অপমানের অনুভুতিও সর্বজনীন নয়। সাম্প্রদায়ীক দৃষ্টি কোন থেকে উদ্ভুত এই জাতীয় ঘৃণার নিন্দা জানালাম।
নীলাঞ্জনা নীলা
“আমি ভালোবাসাকে ঘৃণা করি না , ঘৃণা করি যে ভালোবাসতে জানে না তাঁকে”——এক কথা অপূর্ব।
মেহেরী তাজ
বেশ সুন্দর লিখেছেন আপু।।।। 🙂