ঘৃণা

অরুণিমা মন্ডল দাস ১৩ জুন ২০১৬, সোমবার, ১০:২৪:৪১অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

আমি ভালোবাসাকে ঘৃণা করি না , ঘৃণা করি যে ভালোবাসতে জানে না তাঁকে
আমি বাঁচতে ঘৃণা করি না, ঘৃণা করি কুকুরের মতো বাঁচাতে
আমি ফেসবুককে ঘৃণা করি না ঘৃণা করি যারা ফেসবুককে আশ্রয় করে নোংরা খেলা খেলে
আমি মরতে ঘৃণা করি না ঘৃণা করি কাপুরুষের মৃত্যুকে
আমি সন্ন্যাস ঘৃণা করি না ঘৃণা করি কৃষ্ণের ছলনাকে সংসারের নামে লোভ কামনা বাসনাকে
আমি আমিষ ঘৃণা করি না ঘৃণা করি কিছু নরপিশাচকে গোমাতার আপমানকারীকে
আমি মুসলিম শিখ পাঞ্জাবী গুজরাটি খ্রীস্টান ঘৃণা করি না ঘৃণা করি ছোটো মানসিকতা কে নিচু জাতের অত্যাচারী রাবণকে
আমি সাহিত্য ঘৃণা করি না ঘৃণা করি সাহিত্যের নামে রাজনীতিকে
আমি সিনেমা ঘৃণা করি না ঘৃণা করি প্রতিভার অবমাননাকে
আমি মন্ত্রী প্রধানমন্ত্রী ঘৃণা করি না ঘৃণা করি গরিবের শোষণকে
আমি ডিজেল পেট্রোল ঘৃণা করি না ঘৃণা করি ভেজাল দ্রব্যকে
আমি লিপস্টিক চুড়ি ঘৃণা করি না ঘৃণা করি সৌন্দর্যের ব্যবসাকে
আমি পুরুষ কে ঘৃণা করি না ঘৃণা করি পৌরুষত্বের একচেটিয়া সার্বভৌমত্ব কে
আমি নারী ঘৃণা করি না ঘৃণা করি বেইমান নারীত্বের ছলনাকে,

 

কলকাতা
পশ্চিমবঙ্গ
৬ জুন ২০১৬

৬১১জন ৬০৮জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ