আবেগের বাঙ্গালী স্বভাবের কাঙ্গাল
কথার ফুলঝুড়িতে মুড়ি ভাঁজতে চায়,
নিজের পাছায় নেই তেনা
আবার দেখি অন্যেরে শাসায়।

দেশ প্রেম বলে বলে মুখে
ফেনা তুলে যায়
দেশে ব্যাক্তি অন্যায়ে
দেশকে ঘৃণায়।

আমি বলি
ওরে ও’ দেশ ভক্ত মহা দেশ প্রেমিক!
ভাবো কি তুমি!
দেশকে তুমি দিয়েছো কী?

জানো কি তুমি?
তোমার আমার সু-মেধার জ্ঞানে
দেশ থাকবে শান্তি আর সম্মৃদ্ধির তালে।

৬৭০জন ৫৫৬জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ