আবেগের বাঙ্গালী স্বভাবের কাঙ্গাল
কথার ফুলঝুড়িতে মুড়ি ভাঁজতে চায়,
নিজের পাছায় নেই তেনা
আবার দেখি অন্যেরে শাসায়।
দেশ প্রেম বলে বলে মুখে
ফেনা তুলে যায়
দেশে ব্যাক্তি অন্যায়ে
দেশকে ঘৃণায়।
আমি বলি
ওরে ও’ দেশ ভক্ত মহা দেশ প্রেমিক!
ভাবো কি তুমি!
দেশকে তুমি দিয়েছো কী?
জানো কি তুমি?
তোমার আমার সু-মেধার জ্ঞানে
দেশ থাকবে শান্তি আর সম্মৃদ্ধির তালে।
৯টি মন্তব্য
তৌহিদ
আমরা মুখে অনেক কথাই বলি, কাজের বেলায় নাই। তাদের জন্য আপনার এ লেখাটি মোক্ষম জবাব।
মনির হোসেন মমি
ধন্যবাদ
বুঝতে পেরেছেন।
সঞ্জয় মালাকার
ওরে, ও দেশ ভক্ত মহা দেশ প্রেমিক
ভাবো কি তুমি।
সত্যি দাদা অসাধারণ লিখনী,
যারা মুখে বলে দেশ প্রেম, তাদের জন্য আপনারা এ লেখা মোক্ষম জবাব।
আপরা জন্য সহস্র শ্রদ্ধা ও ভালোবাসা।
শুভ কামনা দাদা 🌷🌷
শাহরিন
আমরা সবাই তাদের দোষারপ করি, যেদিন আমাদের আমি কে সম্পূর্ণ সুধ্রাতে পারবো সেদিন হবে সোনার বাংলাদেশ। ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
অসাধারণ লেখনী।
রাফি আরাফাত
জানো কি তুমি?
তোমার আমার সু-মেধার জ্ঞানে
দেশ থাকবে শান্তি আর সম্মৃদ্ধির তালে।
এটাই জানাতে হবে ভাই। ভালো লিখছেন ভাই। ধন্যবাদ
আরজু মুক্তা
আমরা বাঁচি আশায়,,, দেশ বাঁচে ভালোবাসায়!!
জিসান শা ইকরাম
আমরা নিজেদের দোষ লুকিয়ে রেখে অন্যের দোষ খুঁজি।
দেশপ্রেম আর মেধা দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।
শুভ কামনা।
মাসুদ চয়ন
বাঙালী জীবন চেতনার উপজীব্য অনুধ্যান স্পষ্ট ভাবে ফুটে উঠলো আপনার সাবলীল লেখায়।