ঘৃণাকর

মোঃ মজিবর রহমান ২৮ নভেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ১০:৩০:৪৬পূর্বাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

এটা ২০০৭ সালে কোন এক্ষনে লিখেছিলাম। আজ তা দিলাম ছেড়ে সোনেলায় সবার তরে।

 

ঘরে চন্দ্রবদন ছেড়ে,

নিজ শয্যাত্যাগে, যোনসুখ আহরণে

ছুটে যায় নারী আসক্ত ঘরে

কর না কেন  ঘৃণা আমারে?

উদর ভরিতে দেহ বাড়ায়ে দেয় অন্যের হাতে,

না পাইয়া কোন পথ,

তারা নহে নষ্ট,

আমরা পথভ্রস্ত।

কর না কেন ঘৃণা আমারে?

 

৯৭৯জন ৯৭৮জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ