এভাবেই ভেসে ভেসে যাওয়া
অঘ্রাণের আকাশ থেকে
কিশোরের ছিঁড়ে যাওয়া
পলাতক ঘুড়ির মতন
হাওয়ায় হাওয়ায় ।
জীবনও যেন এক
বর্ণিল ঘুড়ি
যদি কেউ ধরে
তবেই জীবন
না হলেই ক্ষয়ে যাওয়া
ছিঁড়ে যাওয়া
অনাদর অবহেলায় ।
সেই ভালো ।
হৃদয়েে আটকে রেখে
কষ্টের সবুজ বৃক্ষ
কি লাভ বলো !
কষ্ট, শুধু কষ্টই বাড়ে তাতে ।
১৮টি মন্তব্য
ফয়জুল মহী
অতুলীয় ভাবনায় নান্দনিক লেখনী ।
সাজেদুল হক
অনেক অনেক ধন্যবাদ।
শুভকামনা সুহৃদ ।
সাদিয়া শারমীন
সুন্দর কবিতা
সাজেদুল হক
অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
সুরাইয়া নার্গিস
বাহ্! দারুন কবিতা।
সাজেদুল হক
অনেক অনেক শুভকামনা।
ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো আপনার কবিতা। জীবন ভাবলেই সুন্দর না ভাবলে ছিন্নভিন্ন ঘুড়ি । দারুন। শুভ কামনা রইলো
সাজেদুল হক
জী।
ভাবনা টাই আসল।
যাপিত জীবন কে সুন্দর করতে মন একটা বিরাট অনুষঙ্গ ।
ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
শুভকামন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার কবিতা — হৃদয়েে আটকে রেখে
কষ্টের সবুজ বৃক্ষ
কি লাভ বলো!
কষ্ট, শুধু কষ্টই বাড়ে তাতে।
ধন্যবাদ।
সাজেদুল হক
অনেক অনেক ধন্যবাদ।
আসলেই কষ্টকে আটকে রেখে কি লাভ।
কষ্টই বাড়ে তাতে।
শুভকামনা।
দালান জাহান
জীবনও যেন এক বর্ণিল ঘুড়ি। সুন্দর ভাবনা
সাজেদুল হক
আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
একটা গান মনে পড়ছে, ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো…। মানুষের মন যেনো সুতো কাটা এক ঘুড়ির মতো। উড়তে উড়তে কই হারায় কেউ জানে না।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সাজেদুল হক
জী। মন তো সুতো কাটা ঘুরি ই ।
কষ্ট-সুখ এই নিয়েই আমাদের জীবন ।
ভালো থাকবেন।
শুভ কামনা ।
আলমগীর সরকার লিটন
চমৎকার ঘুড়ির কোন গন্ধ নাই—–
অনেক শুভেচ্ছা রইল কবি দা
সাজেদুল হক
অসংখ্য ধন্যবাদ ।
শুভকামনা থাকলো ।
খাদিজাতুল কুবরা
সুন্দর লিখেছেন।
জীনবন উপভোগের জন্য।
আমরা সবাই কষ্ট আঁকড়ে ধরি সুখগুলো ভুলে যাই।
সাজেদুল হক
তা ঠিক । অনেক সুন্দর বলেছেন ।
শুভ কামনা থাকলো ।