ঘুড়ি

সাজেদুল হক ২৪ জুলাই ২০২০, শুক্রবার, ০৪:২৪:১৮পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

 

এভাবেই ভেসে ভেসে যাওয়া

অঘ্রাণের আকাশ থেকে

কিশোরের ছিঁড়ে যাওয়া

পলাতক ঘুড়ির মতন

হাওয়ায় হাওয়ায় ।

জীবনও যেন এক

বর্ণিল ঘুড়ি

যদি কেউ ধরে

তবেই জীবন

না হলেই ক্ষয়ে যাওয়া

ছিঁড়ে যাওয়া

অনাদর অবহেলায় ।

সেই ভালো ।

হৃদয়েে আটকে রেখে

কষ্টের সবুজ বৃক্ষ

কি লাভ বলো !

কষ্ট, শুধু কষ্টই বাড়ে তাতে ।

৮৩৫জন ৬৩২জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ