মন শুধু হুংকার দিয়ে কাদছে
চোখের জল শুকিয়ে যাচ্ছে
আর সজ্জ করা যাচ্ছে না,
পাগলের মত চিতকার করে-
কাদতে ইচ্ছা করছে,কিন্তু পারছিনা।
প্রিথীবিকে কখনই ভালবাসতে পারিনি
শুধু আমাকে বহিষ্কার করে-
ছুরে ফেলে দিচ্ছে না বলে ।
জীবন কে ঘ্রীণা করে চলেছি প্রতিনিয়ত
এক অসজ্জ যন্ত্রনা দায়ক জীবন ।।
বাচতে চাইনা একমুহুরতো ,
চলে যেতে চাই ধিক্কার জানিয়ে
প্রিথীবিকে আর বাচিয়ে রাখার জীবনকে ।
আর পারছিনা নিজেকে সামলাতে
ঘুমতে চাই চির নিদ্রার ঘুম,শান্তির ঘুম ।
———————————-সীমা সারমিন
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
এমন হতাশার কবিতা ভালো লাগেনা
একজন কবি এত হতাশ হবে কেনো
কবির লেখায় থাকবে আনন্দ , বেঁচে থাকার প্রেরনা।
শুভ কামনা —
হলুদ পরী সাদা নাকফুল
আমি তো কবি নই ……কবির কোন গুন ও তাই আমার মাঝে নেই ……ধন্নবাদ আপনাকে আর দুক্ষিত ভাল না লাগার জন্ন ।
জিসান শা ইকরাম
যিনি কবিতা লেখেন , তিনিই কবি
একজন কবির কাছে মানুষ অনেক কিছু প্রত্যাশা করে ।
আমরা শুধু নিজের জন্য বেঁচে থাকিনা
আল্লাহ্ শুধু নিজের জন্য বেঁচে থাকার জন্য আমাদের সৃষ্টি করেননি সীমা ।
হলুদ পরী সাদা নাকফুল
শুধু নিজের জন্ন বেচে থাকিনা বলেই হয়ত আত্ত ঘাতি পথ বেছে নিতে পারছিনা …আর পারছিনা বলেই জীবনের উপর এত অভিমান ঘ্রীনা ।
ছন্নছাড়া
শেষের লাইন ২ টা পরে অনেক কষ্ট পেলাম 🙁
আর পারছিনা নিজেকে সামলাতে
ঘুমতে চাই চির নিদ্রার ঘুম,শান্তির ঘুম ।
রাতের পরে দিন আসবেই শুধু একটু অপেক্ষা করতে হবে ………
হলুদ পরী সাদা নাকফুল
রাতের আধার দেখতে দেখতে দিনের আলোর কথা ভাবতেও ভয় করে তাই রাতের আধারেই চির নিদ্রার ঘুম দিতে চাই দিন হওয়ার আগেই ।
ছন্নছাড়া
মানুষ যেমন ১০০% সুখি হয় না তেমনি ১০০% দুখি ও হয় না ……
আমার মনে হয় আপনি পারবেন ………… যে মানুষ নিজের কষ্ট এতটা সুন্দর কোরে বলতে পারে সে মানুষ কষ্ট গুলাকে ও দূরে ছুরে ফেলে দিতে পারবে ………।।
শুধু একবার চেষ্টা কোরে দেখুন …………
আমারা আপনার পাশে আছি
হলুদ পরী সাদা নাকফুল
প্রতিনিয়ত তো চেষ্টাই করে চলেছি …অনেক ক্লান্ত মুক্তি পেতে চাই ।
শুন্য শুন্যালয়
জীবন টা অনেক মুল্যবান ..এতো হতাশা ভালো নয়.
কেউ হয়তো আপনার চেয়েও অনেক বেশি কস্টে আছে.
চেয়ে দেখুন চারিদিকে, বেঁচে থাকার কতো উপকরণ.
ভালো থাকুন.
হলুদ পরী সাদা নাকফুল
থাকতে পারে চারিদিকে বেচে থাকার অনেক উপকরন অনেক দুখী মানুষ তবুও আমি জীবন কে ঘ্রীণা করি, জীবন কে অতি বাজে বিক্ষুটে মনে হয় ।
স্বপ্ন
আচ্ছা ঘুমান শান্তির ঘুম
হলুদ পরী সাদা নাকফুল
সেই অপেক্ষায় তো আছি কিন্তু ঘুম থেকে জেগে যখন দেখি এ ঘুম চিরনিদ্রার ছিলনা তখন আবার মন ভেঙ্গে যায় তাই তো চিতকার করতে মন চায় কিন্তু পারি না ।
নীলকন্ঠ জয়
এই মেয়েটাকে নিয়ে একটা ভাইরাল টেষ্ট করাবো আমি। এতো হতাশা কিসের হা???
বোনগুলো হতাশায় থাকলে ভাইগুলো কি শান্তিতে থাকে?
হলুদ পরী সাদা নাকফুল
তাই তো ভাইগুলকে না জানিয়ে বোনটি তাদের নিরবে কাদে ভাইরা কষ্ট পাবে তাই দুর দুরান্তে মুখ লুকিয়ে ভাগে ।
হতাশার কারন এক মাত্র জীবন —-জীবন কে ঘ্রিনা করি ।