b

ঘুঘু দেখেছ কিন্তু ঘুঘুর ফাঁদ দেখনি ।
একটি অতি প্রচলিত জনপ্রিয় প্রবাদ ।

আমরা কমবেশী সবাই ঘুঘু দেখলেও এই ঘুঘু ধরার ফাঁদ অনেকেই দেখেন নি ।

কয়েকদিন আগে একটা ছেলে দেখলাম মাঠে ঘুঘু শিকার করছে । আমারও অনেকদিনের শখ ছিল ঘুঘু ধরার ফাঁদ দেখার । দেখলাম এবং ফটোও তুলে রাখলাম আপনাদের জন্য ।

অন্তত আজ থেকে যেন আপনি বুক ফুলিয়ে বলতে পারেন । শুধু ঘুঘু নয় ঘুঘুর ফাঁদও দেখেছি ।

এবার এই ফাঁদ সম্পর্কে একটু বিস্তারিত বলি

এটা খুবই সুক্ষ এবং শক্ত সুতা দিয়ে তৈরি । এবং এর ফাঁস গুলো দেখতে অতি নিরীহ কিন্তু অতি ভয়ংকর একবার এই জালে ফেঁসে গেলে বের হওয়া প্রায় অসম্ভব ।আপনারা ছবিতে যেটা দেখছেন এটা হল জালটা বিছানোর আগের অবস্থা । এই জাল ঘুঘুর চারনভূমিতে কৌশলে বিছানো থাকে । এত সুক্ষ ফাঁদ যে আপনি ও হঠাৎ করে ঠাওর করে উঠতে পারবেন না ।

gk

২২৬১জন ২২৬০জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ