ঘুঘু দেখেছ কিন্তু ঘুঘুর ফাঁদ দেখনি ।
একটি অতি প্রচলিত জনপ্রিয় প্রবাদ ।
আমরা কমবেশী সবাই ঘুঘু দেখলেও এই ঘুঘু ধরার ফাঁদ অনেকেই দেখেন নি ।
কয়েকদিন আগে একটা ছেলে দেখলাম মাঠে ঘুঘু শিকার করছে । আমারও অনেকদিনের শখ ছিল ঘুঘু ধরার ফাঁদ দেখার । দেখলাম এবং ফটোও তুলে রাখলাম আপনাদের জন্য ।
অন্তত আজ থেকে যেন আপনি বুক ফুলিয়ে বলতে পারেন । শুধু ঘুঘু নয় ঘুঘুর ফাঁদও দেখেছি ।
এবার এই ফাঁদ সম্পর্কে একটু বিস্তারিত বলি
এটা খুবই সুক্ষ এবং শক্ত সুতা দিয়ে তৈরি । এবং এর ফাঁস গুলো দেখতে অতি নিরীহ কিন্তু অতি ভয়ংকর একবার এই জালে ফেঁসে গেলে বের হওয়া প্রায় অসম্ভব ।আপনারা ছবিতে যেটা দেখছেন এটা হল জালটা বিছানোর আগের অবস্থা । এই জাল ঘুঘুর চারনভূমিতে কৌশলে বিছানো থাকে । এত সুক্ষ ফাঁদ যে আপনি ও হঠাৎ করে ঠাওর করে উঠতে পারবেন না ।
২৯টি মন্তব্য
অরণ্য
ঘুঘু ধরার ফাঁদ বোধহয় মায়া। পোষা ঘুঘুটি ডাকবে আর বন্য ঘুঘুটি ডাকে সাড়া দেবে মায়ায়। আসবে কাছে। ধরা দেবে পোষা ঘুঘুটির আপন আলয়ে।
সঞ্জয় কুমার
ওটাও একটা পদ্ধতি হতে পারে । তবে এই পদ্ধতিতে আমি নিজেই দেখেছি ওরা কিভাবে ঘুঘু ধরে । আধা ঘন্টায় তিনটি ধরল ।
মরুভূমির জলদস্যু
এই ফাঁদ কোথায় পাওয়া যায়?
সঞ্জয় কুমার
সম্ভবত বাজারে পাওয়া যাবে না । শিকারি রা স্থানীয়ভাবে সুতা কিনে নিজেরাই তৈরী করেন । ।
মরুভূমির জলদস্যু
দাদা আবার যদি দেখতে পান তাহলে একটা সংগ্রহ করার চেষ্টা নিয়েন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
চমকপ্রদ খবর -{@
সঞ্জয় কুমার
চমৎকার খবরই বটে । ধন্যবাদ ।
স্বপ্ন নীলা
ঘুঘু ধরার ফাঁদ এই প্রথম দেখলাম— মুক্ত আকাশে ঘুঘু উড়ে বেড়াক
সঞ্জয় কুমার
আমিও প্রথম দেখলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম ।
নীলাঞ্জনা নীলা
দেখলাম এই প্রথম।ধন্যবাদ আপনাকে।
সঞ্জয় কুমার
অনেক ধন্যবাদ । অদেখা কে দেখার আকাংখা মানুষের সহজাত বৈশিষ্ট্য ।
সাইদ মিলটন
মজা পাইলাম 🙂
আমি দেখেছি পোষা ঘুঘু দিয়ে ঘুঘু ধরতে 🙂
সঞ্জয় কুমার
ঐ পদ্ধতি টাও দেখতে হবে । আপনি তো দুইটাই দেখলেন । এবার আমাদের দেখার ব্যাবস্থা করে দিবেন । । ভাল থাকবেন ।
প্রজন্ম ৭১
ফাঁদ দেখলাম,ঘুঘুটা খুবই কিউট 🙂
সঞ্জয় কুমার
হুম । প্রকৃতির সৌন্দর্য বড়ই মনোমুগ্ধকর ।
ব্লগার সজীব
ঘুঘুর ফাঁদ দেখা যাচ্ছে একটি সুক্ষ্ম শিল্প 🙂 ধন্যবাদ।
সঞ্জয় কুমার
ঠিকই বলেছেন এরা অনেক সময় এবং শ্রম দিয়ে এটা তৈরি করে । ধন্যবাদ ।
ভাল থাকবেন ।
প্রহেলিকা
যাক আপনার সুবাদে এইবার ফাঁদও দেখে নিলাম। ধন্যবাদ।
সঞ্জয় কুমার
অবশ্যই , দূর্লভ কোন কিছু চোখে পড়লে আপনারা ও আমার চোখ দিয়ে সেগুলি দেখা থেকে বঞ্চিত হবেন না । ধন্যবাদ শুভ কামনা ।
রিমি রুম্মান
আগে গল্প শুনেছি । আজ দেখলাম। ভালোলাগা রইলো ।
সঞ্জয় কুমার
অনেক ধন্যবাদ । আমিও এটা জীবনে প্রথম দেখলাম ।
শুন্য শুন্যালয়
বাহ মজার তো, এবার বলতে পারবো ঘুঘু দেখেছি, ঘুঘুর ফাঁদও দেখেছি 🙂
অনেক ধন্যবাদ আপনাকে।
সঞ্জয় কুমার
আপনাকে ও ধন্যবাদ । আমাদের সাথে টেক্কা দেয়া এত সহজ নয় । ঘুঘু আর ঘুঘুর ফাঁদ দুইটাই দেখেছি । :D)
জিসান শা ইকরাম
ভালো পোষ্ট 🙂
সঞ্জয় কুমার
ধন্যবাদ মামা
নুসরাত মৌরিন
ধন্যবাদ সঞ্জয় ভাই।
ঘুঘু এবং ফাঁদ দুইটাই দেখানোর জন্য…। 😀
সঞ্জয় কুমার
ধন্যবাদ আপু । :D) 😀
মেহেরী তাজ
ঘুঘু এবং ফাঁদ দুটোই দেখা হলো সোনেলায় 😀
সঞ্জয় কুমার
ধন্যবাদ । ভালো থাকবেন ।