ঘড়ির বিপরীতে

এজহারুল এইচ শেখ ৪ অক্টোবর ২০১৩, শুক্রবার, ০৫:৪২:০৭অপরাহ্ন বিবিধ ২ মন্তব্য

ঘড়ির বিপরীতে @ এজহারুল এইচ শেখ

ফিনকি ফিনকি বাতাসে
জানালার পর্দা ,
একপা এগিয়ে
আবার এক পা পিছিয়ে যায়,
ঘড়ির টিক টিক শব্দে
যন্ত্রের সক্ষম ইতিহাস লেখে,

অস্পষ্ট …
তবে হাইরোগ্লিফ নয়
জামরুল গাছের তলার
ফেস্কা আলোয়
যত টুকু দেখা,

ব্লেডে কাঁটা কথা,
ঠিক সেই পর্যন্তই চোখ

মাটি নয়
ইস্পাতের চারপাশে
জড়িয়ে প্রাইমার,
সুরকি গভীরে সরম,

ধুলো কাদার শুক্নো
জীবাশ্মের
লুন্ঠিত অব্যক্ত কান্না,
নিমসে
দেওয়ালে শিকড় রাখে ফার্ন,
শ্যাওলার
ক্ষীন যাত্রার
হাসিতে লেগে পুরাঘটিত বর্তমান,
মৃত দের অন্ধকার পটি!

@ বাড়ি,
তারিখ-০৪/১০/১৩
সময়-৩ঃ৪১ বিকাল

৭৩৮জন ৭৩৮জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ