মোবাইল ফটোগ্রাফি আমার প্যাশন। যেখানে যে অবস্থাতেই থাকি প্রকৃতির কাছাকাছি থাকলে আমি সেই সময়ের স্মৃতিটুকু নিজের মোবাইল ক্যামেরায় ক্যাপচার করার আপ্রাণ চেষ্টা করি।
পোষ্টের ছবিগুলি রাজশাহীর পদ্মা নদীর পাড়ে ঠিক গোধূলিবেলায় ক্লিক করা। আশাকরি সকলের ভালোলাগবে।
১.আমি আজন্ম নীলের সাথে সখ্যতা গড়ে
রোদ্দুরের শালিক হতে চেয়েছিলাম
আমি গোধূলির আলোয় রাখাল হয়ে
সন্ধ্যা রাগিণীর প্রদীপ জ্বালাতে চেয়েছিলাম।
২. সেই সে গোধূলি বেলায়
মনেপড়ে হাজারো কথায়
মুখরিত অবুঝ এ হৃদয়
আবেগী সীমানায় হারিয়েছিলো
সে প্রেমময়তায়…… (গান)
৩. শেষ বিকেলের আলোয়
হাতেহাত রেখে হেঁটেচলা
অজানার হাতছানিতে।
মুখে না বলা শত স্মৃতিকে
ভালোবাসা দিয়ে এঁকেছিলাম
ঐ দিগন্তরেখার শেষ সীমানায়।
৪. উজান ভাটির নাইয়া
কোন সে দূরে যাও বাইয়া
আমার বন্ধুর খবর লইয়া
আসিও ফিরিয়া। (গান)
৫. সোনাঝড়া মেঘের ভেলায়
লুকিয়ে থাকা প্রত্যাশার চাদরে
খুঁজে নিও অন্ধকারে জোনাকির আলো।
তুমি ফিরে এসো
ফিরে এসো নীরাঞ্জনা
নীড়েফেরা শালিকের ডাকে সাড়া দিয়ে।
৬.আমি সোনালি আকাশকে বুকে জড়িয়ে
তোমার নদীর ঢেউ হতে চেয়েছিলাম।
আমি ভালোবাসার তীরে ঘর বেঁধে
বটবৃক্ষের ছায়ায় স্বপ্ন সাজাতে চেয়েছিলাম।
২৬টি মন্তব্য
ইঞ্জা
দূর্দান্ত, যাস্ট দূর্দান্ত সব ছবি ক্লিক করেছেন, প্রত্যেকটা ছবি অন্য রকম আবহ সৃষ্টি করেছে, কালার কম্বিনেশন অন্যন্য রূপ দিয়েছে প্রতিটি ছবিকেই, খুব ভালো লাগলো ভাই।
তৌহিদুল ইসলাম
ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো।
রেজওয়ানা কবির
ছবিগুলো সুন্দর হয়েছে, আমারও মোবাইলে মুহূর্ত ধরে রাখা একধরনের নেশা, মনে হয় যখন থাকব না তখন এগুলো স্মৃতি হয়ে থাকবে।
তৌহিদুল ইসলাম
ছবি হয়ে থাকুক রঙিন স্মৃতি। ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
সব গুলো ছবিই অনেক সুন্দর, ক্যাপশনের লেখা গুলোর সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে।
৪ নাম্বার ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে।
এমন পোস্ট আরও চাই। শুভ কামনা 🌹🌹
তৌহিদুল ইসলাম
অনেক ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়।
ছাইরাছ হেলাল
আপনি ছবি তোলেন তা জেনে-দেখে ভালোই লাগলো।
সাথে লেখা থাকায় বেশ সুন্দর উপস্থাপন হয়েছে।
তৌহিদুল ইসলাম
মাঝেমধ্যে সময় পেলে ছবি তুলি। ধন্যবাদ অশেষ।
বন্যা লিপি
লেখা ও ছবি যাস্ট দুর্দান্ত। ভাউ, এডিটিং ছাড়াই ছবি গুলো কিন্ত দারুণ। ধারাবাহিকতা বজায় থাকুক।
তৌহিদুল ইসলাম
যেকোন ছবিকেই একটু এডিট করতেই হয়। এসবেও তাই হয়েছে আপু।
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
আমিও ডিএসএলআর ছেড়ে মোবাইল ফটোগ্রাফীতে মেতে উঠি এখন। প্রকৃতি বরাবরই আমার প্রিয়। অসাধারণ সব ছবির কালেকশন আপনার। সাথে কবিতা , গানের যোগ ছবিব্লগকে আরো সমৃদ্ধ করেছে। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
তৌহিদুল ইসলাম
অনেক ধন্যবাদ। শুভকামনা জানবেন।
প্রদীপ চক্রবর্তী
প্রকৃতি মানেই সুন্দর।
আর আপনার প্রতিটি ছবি ও ছবির সাথে ক্যাপশন।
জাস্ট অসাধারণ।
খুবি ভালো লাগলো, দাদা।
তৌহিদুল ইসলাম
ধন্যবাদ দাদা। ভালো থাকুন সবসময়।
নিতাই বাবু
আপনার লেখা “গোধুলিবেলা” পড়লাম, দাদা। ভালো লাগলো!
তো কথা হলো, ব্লগে একটা বিষয় নিয়ে ফেসবুক থেকেও দূরে ঠেলে দিলেন কেন? যাক, তবুও আমি আছি আপনাদের পাশেই। শুভকামনা থাকলো।
তৌহিদুল ইসলাম
ধন্যবাদ।
আরজু মুক্তা
শেষের ছবিটা দারুণ।
শুভ কামনা
তৌহিদুল ইসলাম
শুভকামনা আপনার জন্যেও।
মনির হোসেন মমি
কবিতা ও ছবি মন ছুয়ে গেল।৪ নম্বর এবং শেষেরটা অনেক সুন্দর।
তৌহিদুল ইসলাম
ধন্যবাদ ভাই, ভালো থাকুন সবসময়।
নীরা সাদীয়া
কী সুন্দর ছবিগুলো। আমার ফোনটা নতুন থাকতে আমিও এমন অনেক ছবি তুলেছিলাম।
তৌহিদুল ইসলাম
ছবি দিয়ে ব্লগে পোষ্ট করবেন কিন্তু। ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
সবগুলোই সুন্দর। অনেক সময়ই যেতে যেতে এমন সুন্দর ছবির দৃশ্য দেখা যায় কিন্তু তোলা হয়ে ওঠে না। ধন্যবাদ ভাই।
তৌহিদুল ইসলাম
আপনাকেও ধন্যবাদ আপু।
হালিমা আক্তার
ছবি এবং লেখা দুটিই অসাধারণ। প্রকৃতির কাছাকাছি গেলে, আমারও খুব ইচ্ছে জাগে ছবি তুলতে। কিন্তু আমি ভালো ছবি তুলতে পারি না। শুভ কামনা অবিরাম।
তৌহিদুল ইসলাম
আপনার জন্যেও শুভকামনা আপু।