গোধূলিবেলা

তৌহিদুল ইসলাম ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ১১:১৮:৩৮অপরাহ্ন ছবিব্লগ ২৬ মন্তব্য

মোবাইল ফটোগ্রাফি আমার প্যাশন। যেখানে যে অবস্থাতেই থাকি প্রকৃতির কাছাকাছি থাকলে আমি সেই সময়ের স্মৃতিটুকু নিজের মোবাইল ক্যামেরায় ক্যাপচার করার আপ্রাণ চেষ্টা করি।

পোষ্টের ছবিগুলি রাজশাহীর পদ্মা নদীর পাড়ে ঠিক গোধূলিবেলায় ক্লিক করা। আশাকরি সকলের ভালোলাগবে।

১.আমি আজন্ম নীলের সাথে সখ্যতা গড়ে
রোদ্দুরের শালিক হতে চেয়েছিলাম
আমি গোধূলির আলোয় রাখাল হয়ে
সন্ধ্যা রাগিণীর প্রদীপ জ্বালাতে চেয়েছিলাম।

Sunset_touhidulislam5

২. সেই সে গোধূলি বেলায়
মনেপড়ে হাজারো কথায়
মুখরিত অবুঝ এ হৃদয়
আবেগী সীমানায় হারিয়েছিলো
সে প্রেমময়তায়…… (গান)

Sunset_touhidulislam4

৩. শেষ বিকেলের আলোয়
হাতেহাত রেখে হেঁটেচলা
অজানার হাতছানিতে।
মুখে না বলা শত স্মৃতিকে
ভালোবাসা দিয়ে এঁকেছিলাম
ঐ দিগন্তরেখার শেষ সীমানায়।

Sunset_touhidulislam

৪. উজান ভাটির নাইয়া
কোন সে দূরে যাও বাইয়া
আমার বন্ধুর খবর লইয়া
আসিও ফিরিয়া। (গান)

Sunset_touhidulislam2

৫. সোনাঝড়া মেঘের ভেলায়
লুকিয়ে থাকা প্রত্যাশার চাদরে
খুঁজে নিও অন্ধকারে জোনাকির আলো।
তুমি ফিরে এসো
ফিরে এসো নীরাঞ্জনা
নীড়েফেরা শালিকের ডাকে সাড়া দিয়ে।

Sunset_touhidulislam6

৬.আমি সোনালি আকাশকে বুকে জড়িয়ে
তোমার নদীর ঢেউ হতে চেয়েছিলাম।
আমি ভালোবাসার তীরে ঘর বেঁধে
বটবৃক্ষের ছায়ায় স্বপ্ন সাজাতে চেয়েছিলাম।

Sunset_touhidulislam3

৯৮২জন ৭৫৮জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ