গীতি কবিতা ৩

ইসিয়াক ১৭ মে ২০২০, রবিবার, ০৫:৫৫:১০পূর্বাহ্ন কবিতা ২৬ মন্তব্য

দীঘির জ্বলে শাপলা ফোটে,চোখ জুড়ানো মন।

অচিন পাখীর মিষ্টি সুর মনটা যে উচাটন।

আবেশ ছুয়ে যায়,স্বপ্নেরই মায়ায়।

ব্যকুল হয়ে যাই,সুরের মদিরায়।

বাংলা আমার ভালোবাসা,বুকে রাখা দম।

চিরদিনই ভালোবাসি একটুও নয় কম।

জড়িয়ে আছে বাংলা আমার, মায়ের আঁচল জুড়ে।

স্বপ্নগুলো ধরা আছে , স্মৃতির আখরে।

হৃদয় কথা বলে,মনটা উড়ে চলে।

বাংলা মায়ের কোলে, আদর খাবো বলে।

ভুলিনি তোমায়, ভুলবোনা ওগো প্রিয় স্বদেশ।

শিশির ভেজা, শ্যামল মাঠ, স্বপ্ন ভরা আবেশ।

ফিরে ফিরে যাই ,দূর্বা ঘাসের পাতায়।

মটরশুটির ফুলে ফুলে মন হারিয়ে যায়।

মনটা ছুয়ে যায়,স্বপ্নেরই ছোয়ায়।

ব্যকুল হয়ে যাই,সুরের মদিরায়।

৬৪৭জন ৫৪৯জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ