দীঘির জ্বলে শাপলা ফোটে,চোখ জুড়ানো মন।
অচিন পাখীর মিষ্টি সুর মনটা যে উচাটন।
আবেশ ছুয়ে যায়,স্বপ্নেরই মায়ায়।
ব্যকুল হয়ে যাই,সুরের মদিরায়।
বাংলা আমার ভালোবাসা,বুকে রাখা দম।
চিরদিনই ভালোবাসি একটুও নয় কম।
জড়িয়ে আছে বাংলা আমার, মায়ের আঁচল জুড়ে।
স্বপ্নগুলো ধরা আছে , স্মৃতির আখরে।
হৃদয় কথা বলে,মনটা উড়ে চলে।
বাংলা মায়ের কোলে, আদর খাবো বলে।
ভুলিনি তোমায়, ভুলবোনা ওগো প্রিয় স্বদেশ।
শিশির ভেজা, শ্যামল মাঠ, স্বপ্ন ভরা আবেশ।
ফিরে ফিরে যাই ,দূর্বা ঘাসের পাতায়।
মটরশুটির ফুলে ফুলে মন হারিয়ে যায়।
মনটা ছুয়ে যায়,স্বপ্নেরই ছোয়ায়।
ব্যকুল হয়ে যাই,সুরের মদিরায়।
২৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর হয়েছে দেশপ্রেম এর কবিতা। সকাল টা ছুঁয়ে গেল ভালো লাগায়, মুগ্ধতায়। শুভ সকাল
ইসিয়াক
ভালো লেগেছে জেনে ভালো লাগলো দিদি ভাই।
শুভকামনা।
কামাল উদ্দিন
কথাগুলো সুন্দর, যদিও সুরটা আমি ঠিক ধরতে পারিনি
ইসিয়াক
সুরটা দিয়ে দিন কামাল ভাই।
#আমি সুরকারকেই খুঁজছি।
ভালো থাকুন।
কামাল উদ্দিন
হে হে হে করোনাকাল যাক, পরে দেখি😅
ইসিয়াক
আমি কিন্তু অপেক্ষা করবো।
ফয়জুল মহী
ভীষণ ভালো লাগলো লেখা
ইসিয়াক
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ রইলো মহী ভাই।
সাবিনা ইয়াসমিন
বাংলা আমার ভালোবাসা,বুকে রাখা দম।
চিরদিনই ভালোবাসি একটুও নয় কম।***
দেশমাতার প্রতি ভালোবাসায় মন ভরে উঠলো এমন ছন্দবদ্ধ লাইনে। দারুন লিখেছেন ইসিয়াক ভাই।
শুভ কামনা রইলো 🌹🌹
ইসিয়াক
কৃতজ্ঞতা রইলো আপু্।
শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
“বাংলা আমার ভালোবাসা,বুকে রাখা দম।
চিরদিনই ভালোবাসি একটুও নয় কম।”
তাই তো তোমায় ভালবাসি,ওগো প্রিয়তম।
ইসিয়াক
বাহ চমৎকার ।
মন্তব্যে মুগ্ধতা ছুঁয়ে গেলো্
ভালো থাকুন সবসময়।
তৌহিদ
ভালবাসি বাংলাদেশ। চমৎকার লিখেছেন।
ইসিয়াক
হ্যাঁ ভাইয়া, আমাদের দেশটা যেমনই হোক আমরা আমাদের দেশটাকে খুব ভালোবাসি।
ছাইরাছ হেলাল
দেশাত্মবোধ থেকেই এমন কিছু ভাল তৈরি হয়।
ইসিয়াক
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ রইলো হেলাল ভাই।
ভালো থাকুন সবসময়।
রেহানা বীথি
দেশপ্রেমের সুন্দর কবিতা। খুব ভালো লাগলো ভাই।
ইসিয়াক
ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।
নিরন্তর শুভকামনা।
আরজু মুক্তা
দেশপ্রেম কবিতা ভালো লাগলো
ইসিয়াক
কৃতজ্ঞতা রইলো আপু।
শুভকামনা।
ইঞ্জা
ভুলিনি তোমায়, ভুলবোনা ওগো প্রিয় স্বদেশ।
শিশির ভেজা, শ্যামল মাঠ, স্বপ্ন ভরা আবেশ।
ফিরে ফিরে যাই ,দূর্বা ঘাসের পাতায়।
মটরশুটির ফুলে ফুলে মন হারিয়ে যায়।
এই তো আমার বাংলা মা ভাই, চমৎকার লিখণ।
ইসিয়াক
মন্তব্যে মুগ্ধতা প্রিয় ইঞ্জা ভাইয়া।
কৃতজ্ঞতা রইলো।
ইঞ্জা
শুভকামনা ভাই
ইসিয়াক
ধন্যবাদ ভাইয়া।
হালিম নজরুল
হৃদয় কথা বলে,মনটা উড়ে চলে।
বাংলা মায়ের কোলে, আদর খাবো বলে।
————– চমৎকার
ইসিয়াক
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।