বই : গালিভরের সফর নামা
লেখক : আবুল মনসুর আহমদ
প্রকাশকঃ আহমদ পাবলিশিং হাউস
প্রচ্ছেদঃ প্রাণেশ কুমার মণ্ডল
মোট পৃষ্ঠা: ১৩৬
মূল্য: ১৫০ টাকা
পাঠ্য প্রতিক্রিয়া :
লেখক সম্পর্কে বলি -“আবুল মনসুর আহমদ”একজন বাংলাদেশী সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক, তিনি ব্যঙ্গাত্মক রচনায় বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন ।স্বাধীনতা পুরস্কার বিজয়ী এখজন লেখক ।
জনাথন সুইফটের ‘গালিভার’স ট্রাভেলস’ বইটির মর্মার্থকে নিয়ে আবুল মনসুর আহমদ এই ব্যাঙ্গাত্মক নাটক লিখেন যার নাম ‘গালিভারের সফরনামা’ । বিদেশী গল্পটিতে লেখক বিশাল আকৃতির মানুষ আর ব্যাটে মানুষদের নিয়ে একটা রম্য রচনা করেছিলেন কিন্তু লেখক এখানে বুদ্ধিদীপ্ত মানুষের মাঝে কম বুদ্ধিসম্পন্ন মানুষের চিন্তার বৈপরীত্য নিয়ে একটি রম্য দেহবাকভাষায় নাট্যের কাহিনী নিটল হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন । তিনি এ নাটকটিতে ওই জাতি বা গুষ্টির প্রতি আঙুল তুলেছেন যারা ধর্ম কে নিতান্তই নিজ স্বার্থে ব্যাবহার করে যাচ্ছে । রাজনীতি থেকে অর্থনীতি এমন শিক্ষা বেবস্থা কিছুই তারা নষ্ট করতে বাদ রাখেনি । দলিয় পক্ষপাতীতা বা ক্ষমতাবানদের অত্যাচারের কথাও তিনি বিভিন্ন ভাবে রম্যের ভাষায় বলছেন । সত্যি বলতে বই টা আমার পড়তে ভালো লাগছিল তবুও পড়ার সময় ধৈর্য হারিয়ে ফেলছিলাম বার বার । কিন্তু বইটা সম্পূর্ণ পড়ে শেষ করার পর বুঝতে পারলাম ধৈর্য হারাচ্ছিল কারণ খুব কঠিন বিষয় গুলো তিনি ব্যাঙ্গ করে প্রকাশ করেছেন যা স্থির মস্তিষ্কে পড়া বেশী প্রয়োজন। একটু অন্য রকম স্বাদ নিতে বইটা সংগ্রহ করে পড়ে ফেলুন ।
শুভ হোক আপনার পাঠ্য কার্যক্রম।
৭টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বইটি পড়িনি কিন্তু বইয়ের নাম জানা ছিল।
ধন্যবাদ। আপু।
গালিবা ইয়াসমিন
স্বাগতম , বইটা পড়ে দেখেন ভালো লাগবে
মোঃ মজিবর রহমান
হুম! পড়ব আপু।
নীলাঞ্জনা নীলা
বইটা আমার দেশের লাইব্রেরিতে আছে। পড়া হয়নি।
দেশে গেলে নিয়ে আসবো।
গালিবা ইয়াসমিন
বাহ , আচ্ছা । ধন্যবাদ 🙂
জিসান শা ইকরাম
প্রচুর বই পড়েন আপনি, আর সবচেয়ে বেশী আশ্চর্য লাগছে এই ভেবে যে আপনার বই রিভিউর একটি বইও পড়া হয়নি আমার।
পড়ার ইচ্ছে জাগ্রত হলো।
সোনেলায় আরো নিয়মিত হবার অনুরোধ রইল,
গালিবা ইয়াসমিন
আমি প্রচুর বই পড়ি কিনা জানিনা কিন্তু বই না পড়লে আমার ভালো লাগে না । আমি বেছে বই পড়তে পারি না , লাইব্রেরিতে যাই চোখের সামনে যেই বই দেখি তা নিয়ে আসি 🙂