লুতুপুতু টাইপ আপন গার্লফ্রেন্ডকে খুশি রাখার ১৮ টি ছহি তরিকা————–
১। বুঝুক বা না বুঝুক সব বিষয়ে ওনার গুরত্বপুর্ন(!!) মতামত গ্রহন করিতে হইবেক ।
২। যখন খুব আগ্রহ নিয়ে কোন “ফাও প্যাচাল” শুরু করবে তখন মাঝ পথে বা শুরু করার আগে থামিয়ে দিয়ে বলা যাবে না “ধুর এইডা কিছু হইল” ।
৩। ২৪ ঘণ্টা ছোট বোনের সাথে বা রুমমেটের সাথে ঝগড়া করলেও বলতে “আহারে তুমি কত ভাল অন্য কেউ হলে তো ঐ ডাইনিরে মাইরা ফালাইত” । সেই সাথে সময় বুঝে এটাও বলিতে হইবে যে “আহারে ও কত ভালো” ।
৪। বন্ধুদের সাথে আছেন খুব হৈচৈ করছেন কিন্তু গার্লফ্রেন্ড ফোন দিয়ে ঝালাপালা করে দিচ্ছে , কিন্তু একটুও রাগ দেখানো যাবে না । উল্টা করুণ গলায় বলিতে হইবে “জানো খুব বোর লাগছে, আই মিস ইউ” ।
৫। আপন গার্লফ্রেন্ড এর সামনে ধূমপান নৈব চ নৈব চ । তবে একটার পর একটা সিগারেট ধরাতে ধরাতে ফোনে “তোমাকে ছুয়ে বলছি সেইদিনের পর থেকে বিড়ীতে টান দেয়া দূরে থাক ছুয়েও দেখি নাই” বলা জায়েজ ।
৬। আপন গার্লফ্রেন্ড এর সামনে ভুলেও কোন মেয়ের দিকে তাকানো যাবে না বা প্রশংসা করা যাবে না । ফেসবুকে কোন নায়িকার পেজে লাইক দেয়া যাবে না । বা কোন মেয়ের ছবিতে কমেন্ট করা যাবে না ।
৭। কোন মেয়ে সম্বন্ধে যখন আপনার “আপন গার্লফ্রেন্ড” কিছু বলবে তখন ভুলেও বলা যাবে না “ওরে তো আমি আগেই চিনি” ।
৮। সখ করে কোন দামি জিনিশ “আপন গার্লফ্রেন্ড” কে গিফট করা যাবে না । উল্টা মিথ্যা কথা বলে টাঁকা ধার নিতে হবে ।
৯। দেখা করতে চাইলে “ম্যালা কাজ,আইতে পারুম না” এটা বলা কবিরা গুনা ।
১০। যতই তাড়া থাক ডেট(রুম ডেট নয়) থেকে ফেরার সময় অবশ্যই বলতে হবে “যেতে ইচ্ছা করছে না” ।
১১। বিশেষ কোন অনুষ্ঠানে আপনি বাইরে বাইরে ঘুরে বেড়াবেন এবং আপনার জিএফ বাসায়ই থাকবে এটাই সাধারণত ঘটে । কিন্তু সারাদিন সে আপনাকে ফোনে বিরক্ত করলেও আপনি কিন্তু বিরক্ত হতে পারবেন না ।
১২। সে যা ভালো বলবে তা আপনাকেও ভালো বলতে হবে । খারাপ বললে আপনাকেও খারাপ বলতে ।
১৩। নিয়মিত সময় করে বাংলা সিরিয়াল দেখতে হবে । না দেখলেও চলবে । কিন্তু যখন তিনি আপনাকে সিরিয়ালের কাহিনী বলা শুরু করবেন তখন খুব আগ্রহী ভাব নিয়ে সে কাহিনী শুনিতে হইবেক ।
১৪। ভ্যাটকাইন্যা হিরো “দেব” এবং “রানবির” কাপুরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরুষ হিসাবে আপনার স্বীকার করে নিতে হবে ।
১৫। সবচেয়ে গুরুত্বপুর্ন “আপন গার্লফ্রেন্ড” এর সামনে সব সময় এমন একটা ভাব নিতে হবে যে আপনার চেয়ে ধার্মিক পৃথিবীতে দুইটা নাই ।
১৬। ভূতের উপর পুর্ন আস্থা এবং বিশ্বাস রাখতে হবে । কারণ যখন আপনার “আপন গার্লফ্রেন্ড” ভূতের কোন ঘটনা আপনাকে বলবে তখন তা আপনাকে বিশ্বাস করে চোখে মুখে ভয়ের ছাপ সৃষ্টি করতে হবে । পুর্ন আস্থা এবং বিশ্বাস না থাকিলে ইহা সম্ভব নহে ।
১৭। এবং “আপন গার্লফ্রেন্ড” কে কখনই “তুমি একটা বোকা” এই কথা বলা যাবে না । উল্টা নিজেকে বোকা বানিয়ে তাকে পৃথিবীর সেরা বুদ্ধিমতী প্রমাণের জন্য সদা সচেষ্ট থাকিতে হইবেক ।
১৮। একটা সফল ক্যাচালবিহীন প্রেমের পিছনে একজন মিথ্যুক বসবাস করে । বাকি টা বুইঝা লন ।
আমার ব্যাক্তিগত ও বন্ধুগত অভিজ্ঞতার আলোকে এই পোস্টটি লেখা । যদিও গার্লফ্রেন্ডকে খূশী রাখার ছহি তরিকা হাজার খানেক । তবে এখানে মাত্র ১৮ টা উল্লেখ করলাম । এবং ১৮ টা কারণের যে কোন একটার ব্যাতয় ঘটিলে ৩য় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখা যায় ।
১৮টি মন্তব্য
নীলকন্ঠ জয়
কাজ মনে কয় হইবেক। \|/
কাজে লাগিয়ে দেখবো (যদি কেউ প্রেম প্রস্তাবে সাড়া দেয়)।।
"বাইরনিক শুভ্র"
কদম গাছের কথা কিন্তু ভুলি নাই 😀
বৈশাখী ঝড়
খুব ভাল বলেছেন্। কিন্তু বাংলা সিনেমা কেন দেখতে হবে বুঝলাম না। বাংলা সিনেমার কাহিনীর চেয়ে আমার তো মনে হিন্দি সিনেমার প্রেম কাহিনী ভাল।
"বাইরনিক শুভ্র"
ভাই চোখে যে চশমাটা আছে তার পাওয়ার বাড়ান । বাংলা সিরিয়ালের কথা বলেছি ।
শুন্য শুন্যালয়
গার্ল ফ্রেন্ড খুশি হইবেক কিনা এই পোষ্ট তারে একবার দেখাইয়া প্রমাণ দাও…আল্লাহ তোমাকে সহি সালামতে রাখুক … 🙂
"বাইরনিক শুভ্র"
আপনার দোয়া মনে হয় কাজে লাগবে না । :@
খসড়া
বুঝলাম, এই জীবনে একটিও গার্ল ফ্রেন্ড পটাইতে পারিনাই। আগ্র পটাই তার পর ধরে রাখা 🙁
"বাইরনিক শুভ্র"
ভবিষ্যতের জন্য শুভ কামনা । 🙂
মর্তুজা হাসান সৈকত
উইথ আউট টাকা পয়সা এত্তগুলো ফ্রি টিপস দিয়ে দিলেন! যাহাই হউক আপামর জনগোষ্ঠীর ব্যাপক উপকার সাধনের জন্য এক টন ধইন্নাপাতা উপহারস্বরূপ রইল। 😀 😀 😀
"বাইরনিক শুভ্র"
প্রত্যেকে আমরা পরের তরে । ধন্যবাদ । 🙂
ছাইরাছ হেলাল
সব জেনে ফেলেছেন দেখছি !
তা আপনি কোন কেন্দ্রে পরীক্ষা দিয়েছে ?
"বাইরনিক শুভ্র"
কি যে কন । আমি তো পরীক্ষা নেই 😀
শিশির কনা
প্রশ্ন হচ্ছে , আপনি এত অভিজ্ঞতা কিভাবে অর্জন করলেন ? ঝাতি তা জানতে চায় :p
"বাইরনিক শুভ্র"
আমি এই অভিজ্ঞতা ……………………………… হায় হায় কে জানি মুখে কুলুপ লাগায় দিল 😀
লীলাবতী
শিশির কনা বলেছেনঃ
প্রশ্ন হচ্ছে , আপনি এত অভিজ্ঞতা কিভাবে অর্জন করলেন ? ঝাতি তা জানতে চায় :p
"বাইরনিক শুভ্র"
“বাইরনিক শুভ্র” বলেছেনঃ
আমি এই অভিজ্ঞতা ……………………………… হায় হায় কে জানি মুখে কুলুপ লাগায় দিল 😀
জিসান শা ইকরাম
লীলাবতী বলেছেনঃ শিশির কনা বলেছেনঃ
প্রশ্ন হচ্ছে , আপনি এত অভিজ্ঞতা কিভাবে অর্জন করলেন ? ঝাতি তা জানতে চায় —- হা হা হা হা হা ।
গুড পোস্ট ।
"বাইরনিক শুভ্র"
“বাইরনিক শুভ্র” ২য় বারের বলেছেনঃ
আমি এই অভিজ্ঞতা ……………………………… হায় হায় কে জানি মুখে কুলুপ লাগায় দিল 😀